ছোট থেকেই সহ্য করতে হয়েছে নানা কটূক্তি। বিভিন্ন ক্ষেত্রে হতে হয়েছে লাঞ্ছনার শিকার। তবু লড়াই থামাননি। হোক না দুর্গম, তবু পণ করেছিলেন সাধারণ ভাবে রোজগারের পথে হাঁটবেন না। আর সেভাবেই এসেছে সাফল্য। এই ভারতীয় মহিলা ইউটিউবারদের নাম আজ গোটা বিশ্ব জানে। শুধু খ্যাতিই নয়, সাফল্যের সঙ্গে এসেছে যশও। জানেন তাঁদের মোট সম্পত্তির পরিমান? আসুন শুনে নিই।
কেউ পড়েছেন সাংবাদিকতা নিয়ে আবার কারও পছন্দের বিষয় ফ্যাশন ডিজাইনিং। অথচ জীবিকা হিসেবে সেসবের কিছুই বেছে নেননি এঁরা। সাধারণ কোনও চাকরি বা ব্যবসার পথেও হাঁটেননি কেউই। অথচ প্রত্যেকে যা রোজগার করেন তা অবাক করবে অধিকাংশ পুরুষকে। এঁরা প্রকৃত অর্থে বুঝিয়ে দিয়েছেন স্ত্রী-পুরুষ ভেদাভেদ শুধুমাত্র ভ্রম। রোজগারের ক্ষেত্রেও, খ্যাতির ক্ষেত্রেও, সামাজিক পরিচয়ের ক্ষেত্রেও।
আরও শুনুন: ছকভাঙা পথেই সাফল্য, বাইকে চড়ে ‘স্বাস্থ্যকর’ ফুচকা বিক্রি বি.টেক পাশ তরুণীর
কথা বলছি কয়েকজন বিখ্যাত ভারতীয় ইউটিউবার সম্পর্কে। প্রত্যেকেই নারী। কিন্তু তাঁদের সাফল্যের সামনে ম্লান হয়ে গিয়েছে ওই নারীসুলভ তকমা। বিভিন্ন বিষয়ে এঁরা ভিডিও তৈরি করেন। নিজেদের দক্ষতা গোটা বিশ্বের সামনে তুলে ধরেন। আর সেভাবেই তাঁরা সফল। প্রত্যেকের ঝুলিতেই রয়েছে কোটি কোটি মানুষের সমর্থন। ভালোবাসা। একইসঙ্গে ইউটিউবের দৌলতে তাঁদের সম্পত্তির পরিমাণও নেহাত মন্দ নয়। তালিকার প্রথমেই বলতে হয় প্রাজক্তা কোলির নাম। প্রথমদিকে বিভিন্ন হাসি মজার ভিডিও তৈরি করতেন তিনি। তবে সেসবের আড়ালে লুকিয়ে থাকতে গভীর বার্তা। সমাজে মেয়েদের অবস্থান নিয়েই তাঁর লড়াই ছিল বলা চলে। আর সেখানেই হাজারো মহিলার সমর্থন পেয়েছেন প্রাজাক্তা। বর্তমানে বলিউডের নামজাদা তারকাদের সঙ্গে তাঁর ওঠাবসা। বিশ্বের দরবারেও পরিচয় নেহাত মন্দ নয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা। শুনতে অবাক লাগলেও এই টাকার অধিকাংশই তাঁর ইউটিউব চ্যানেলের দৌলতে। তালিকায় এরপর রয়েছেন শ্রুতি রাজ আনন্দ। তাঁর চ্যানেলের বিষয় ফ্যাশন ডিজাইনিং। এই চ্যানেলের দৌলতে তিনিও কোটি টাকার মালিক। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী শ্রুতির বর্তমান সম্পত্তির পরিমাণ ২০ কোটিরও বেশি। তালিকার পরবর্তী নাম অদিতি মিত্তল। স্টান্ড আপ কমেডিয়ান হিসেবে তিনিও খুবই জনপ্রিয়। তাঁর অনুরাগীর সংখ্যাও যথেষ্ট বেশি। সূত্রের দাবী, অদিতির মোট সম্পত্তি প্রায় ৮১ কোটি টাকা। যা একজন সফল ব্যবসায়ীকেও অনায়াসে টেক্কা দিতে পারে। এরপর বলতে হয় বিদ্যা আইয়ারের কথা। তিনি অবশ্য বিদ্যা ভক্স নামেই অধিক পরিচিত। জনপ্রিয় সংগীত শিল্পী হিসবে সারা বিশ্বে তাঁর সুনাম রয়েছে। কোটিপতি ক্লাবের তিনিও এক গুরুত্বপূর্ণ সদস্য। জানা গিয়েছে, তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ২৪ কোটি টাকা।
আরও শুনুন: কেউ যুদ্ধ করেছেন, কেউ সামলেছেন সিংহাসন… ভারতীয় মুদ্রায় কুর্নিশ জানানো হয়েছে যে নারীদের
এখানেই শেষ নয়। দেশ বিদেশে অসংখ্য মহিলা ইউটিউবের মাধ্যমে সফলতা পেয়েছেন। ভারতীত মহিলারাও তার ব্যতিক্রম নন। প্রাজক্তা কিংবা অদিতির মতো না হলেও ইউটিউবের মাধ্যমে যথেষ্ট রোজগার করছেন অনেকেই। তবে এই ৫ মহিলা যেন প্রমাণ করে দিয়েছেন, সফলতার পথে কোনও বাধা অতিক্রম করাই অসাধ্য নয়। মনের জোর আর লড়াই করার মানসিকতা থাকলে যে কোনও যুদ্ধই অনায়াসে জেতা যায়। আর সেভাবেই আরও অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন এঁরা।