বিদেশ সফর থেকে ফিরেই এসএসকেএমে মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যপরীক্ষা উডবার্নে, চোট রয়েছে বাঁ পায়ে। আপাতত বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের। ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট পেশ। যৌন হেনস্তার কোনও সুযোগ ছাড়তেন না, দাবি দিল্লি পুলিশের। আরও ন’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর। বাংলায় চালু হচ্ছে আরও দুটি বন্দে ভারত। ‘মন কি বাত’-এ শান্তিনিকেতন-স্তুতি মোদির। এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম পদক মহিলা শুটিং দলের। এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টার ফাইনালে ভারত।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বিদেশ সফর থেকে ফিরেই এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে যান তিনি। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্য স্বাস্থ্যকর্তারা। শোনা যাচ্ছে, তাঁর পায়ের যে সমস্যা ছিল, তা পরীক্ষা করাতেই হাসপাতালে গিয়েছিলেন মমতা। এদিন উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নং কেবিনে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁর পায়ের চোট এখনও রয়েছে বলেই মনে করছেন তাঁরা। আপাতত মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়িতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে এসএসকেএমেই প্রাথমিক চিকিৎসা হয়। তখন চিকিৎসকদের একাংশ মুখ্যমন্ত্রীকে অপারেশনের পরামর্শ দেন। তিনি কাজের ব্যস্ততায় অস্ত্রোপচার করাতে রাজি হননি। মনে করা হচ্ছে, এদিন সেই পায়ের সমস্যা নিয়েই মুখ্যমন্ত্রী হাসপাতালে যান।
অন্যদিকে, ফের নবান্নে পৌঁছল রাজভবনের চিঠি। মনে করা হচ্ছে, বিদেশ সফর কেমন হল, সে সংক্রান্ত খোঁজখবর নিতে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে ওই চিঠিতে আর অন্য কিছু রয়েছে কি না, তা স্পষ্ট নয়। ফলত এই চিঠি নিয়েও খানিক ধোঁয়াশা জারি থকল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
2. কুস্তিগিরদের অভিযোগেই সিলমোহর। ব্রিজভূষণের বিরুদ্ধে রাউস অ্যাভিনিউ আদালতে বিস্ফোরক চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। অভিযোগ, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার কোনও সুযোগই ছাড়তেন না ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। আদালতে পুলিশের দাবি, সুযোগ পেলেই মহিলা কুস্তিগিরদের সঙ্গে ‘খারাপ’ আচরণ করত ব্রিজভূষণ। এ প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণও রয়েছে। জানা গিয়েছে, তাজিকিস্তানে কুস্তি টুর্নামেন্টের সময় এক মহিলা কুস্তিগিরকে নিজের ঘরের ডেকে ‘অশালীন’ আচরণ করেন ব্রিজভূষণ। এছাড়াও অনুমতি ছাড়াই মহিলা কুস্তিগিরদের স্পর্শও করতেন তিনি। এমনকী মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দিতেন বলে অভিযোগ। একসময় এই ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত করতেই রাজি হয়নি দিল্লি পুলিশ। তবে ব্রিজভূষণের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে কখনও সরে যায়নি কুস্তিগিররা। আন্দোলনে যোগ দেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির কুস্তিগিররা। যার জেরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে উত্তাল দেশ। অবশেষে তাঁদের সেই আন্দোলন কিছুটা সার্থকতা পেল। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।