আর্থিক বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। সরব জাকিরের ফ্যাক্টরিতে আয়কর হানা নিয়েও। জুনিয়র চিকিৎসকদের গ্রামে যাওয়ারও প্রস্তাব মুখ্যমন্ত্রীর। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুতে সাসপেন্ড চার আধিকারিক। অনিশ্চিত রাজ্য় সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রাপ্তি। কাঠগড়ায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। গাফিলতির দায়ে ২ লক্ষ টাকা জরিমানা হাই কোর্টের। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। হাসপাতাল গড়তে অরিজিৎ সিংকেও সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর।
হেডলাইন:
আরও শুনুন: 15 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৫ ভারতীয়-সহ মৃত্যু ৭২ জনেরই
আরও শুনুন: 14 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, মত নোবেলজয়ী অমর্ত্য সেনের
বিস্তারিত খবর:
1. কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের সাগরদিঘিতে ঝটিকা সফরে গিয়ে বিজেপি সরকারকে ‘দিল্লির লাড্ডু’ বলে কটাক্ষ করলেন তিনি। এদিন অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন,”কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার টাকাও দিচ্ছে না। আমাদের এখান থেকে কর তুলে নিয়ে যায়। কেউ যদি মনে করে থাকে এটা বিজেপির জমিদারি, নিজস্ব তহবিল- তাহলে ভুল করছেন। মানুষের টাকা মেরে, বাংলাকে ভাতে মেরে, এই কেন্দ্রীয় রাজত্ব চলবে না।” রাজ্যের প্রতি বঞ্চনার দরুন শ্রমিক, কৃষকদের ভাতে মারছে কেন্দ্র বলেই অভিযোগ তাঁর। পাশাপাশি এদিন বিজেপি নেতাদের বিরুদ্ধে আরও একবার ষড়যন্ত্র করার অভিযোগে সরব হন মমতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেও বিজেপি তোষণের অভিযোগ এনেও তোপ দাগেন। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর হানা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, জাকির তৃণমূল করেন বলেই তাঁকে এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে। কেন্দ্র বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতে এজেন্সি পাঠাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে এদিন এসএসকেএম মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের নিয়মিত প্রত্য়ন্ত এলাকায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। পিজি হাসপাতালের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক ও অধ্যাপকদের এই প্রস্তাব দেন তিনি। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক আরও জোরদার হবেই বলে মত মুখ্যমন্ত্রীর।
2. বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড চার সিবিআই আধিকারিক। সাসপেন্ড হয়েছেন বগটুই কাণ্ডের তদন্তকারী আধিকারিক বিলাস মাধঘুট ও রাহুল প্রিয়দর্শী এবং কনস্টেবল ভাস্কর মণ্ডল-সহ আরও একজন। জানা গিয়েছে, লালন শেখের মৃত্যুর সময় সিবিআই ক্যাম্পেই ছিলেন ওই চার আধিকারিক। সিবিআইয়ের তরফে খবর, প্রাথমিক তদন্তে কর্তব্যে গাফিলতির প্রমাণ মেলায় এই চারজনকে সাসপেন্ড করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত । ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে রিপোর্টও জমা দেওয়া হয়েছে বলেই জানিয়েছে সিবিআই। অন্যদিকে সিবিআই আধিকারিকদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, কীভাবে অপরাধের বিরুদ্ধে লড়াই করতে হয়, সিবিআই আধিকারিকদের সাসপেন্ড হওয়া দেখে শিখতে হবে রাজ্য সরকারকে। তার পালটা জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমার ধারণা এটা রুটিন পদ্ধতিতে হয়েছে।” তবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলেও লালন শেখের মৃত্যু নিয়ে যে প্রশ্নগুলি উঠেছে তার জবাব যে এখনও মেলেনি, সে কথাও মনে করিয়ে দিয়েছেন কুণাল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।