দেশের দলিত মানুষদের উন্নয়নের জন্য যাঁরা আজীবন কাজ করে গিয়েছেন, সেই বি আর আম্বেদকর এবং জ্যোতিবা ফুলে সম্পর্কেই নাকি বিতর্কিত মন্তব্য করে বসেছেন তিনি। আর সেই মন্তব্যের জেরেই উসকে উঠল নয়া বিতর্ক। মহারাষ্ট্রের এই মন্ত্রীর মুখে কালি ছিটিয়ে দিলেন এক ব্যক্তি। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
প্রকাশ্যে বক্তৃতা দিতে গিয়ে খোদ বাবাসাহেব আম্বেদকর এবং জ্যোতিবা ফুলে-র প্রতি অপমানসূচক মন্তব্য করেছেন তিনি। এমনটাই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের উচ্চশিক্ষামন্ত্রী চন্দ্রকান্ত পাটিলের বিরুদ্ধে। যার জেরে রীতিমতো অপমানিতও হতে হয়েছে গেরুয়া শিবিরের এই নেতাকে। প্রকাশ্য জনসভাতেই তাঁর মুখে এবং জামায় কালি ছিটিয়ে দেওয়া হয়েছে। তবে ওই নেতার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, দাবি করে পাটিলের পাশেই দাঁড়িয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।
আরও শুনুন: মাতৃগর্ভ কি ‘চাষের জমি’! জনসংখ্যা নিয়ে মুসলিম নেতাকে তুলোধোনা অসমের মুখ্যমন্ত্রীর
কী ঘটেছে ঠিক?
জানা গিয়েছে, সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এক সভায় বক্তব্য রাখার সময় সে রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল বলেন, আম্বেদকর এবং মহাত্মা ফুলের মতো ব্যক্তিত্বরা শিক্ষার উন্নতি ঘটাতে গিয়ে কখনও সরকারি সহযোগিতার জন্য অপেক্ষা করেননি। স্কুল, কলেজ খোলার জন্য তাঁরা জনগণের সহযোগিতাতেই তহবিল গড়েছিলেন। এ কথা বলতে গিয়ে চন্দ্রকান্ত ইংরেজিতে ‘বেগ্ড’ শব্দটি ব্যবহার করেন। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। অনেকেই তাঁর কথার মানে বুঝতে না পেরে ভেবে নেন তিনি ভিক্ষা করার কথা বলেছেন। বাবাসাহেব আম্বেদকরের মতো মানুষের প্রসঙ্গে এহেন কথা মেনে নিতে পারেননি তাঁরা। আর তার জেরেই পরের দিন পিম্পরি চিঞ্চওয়াড়ে-র জনসভা সেরে বেরোনোর সময় জনতার ক্ষোভের সামনে পড়েন মন্ত্রী। ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তি ছুটে এসে তাঁর মুখে এবং জামায় কালি ছিটিয়ে দেন। যে ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।
আরও শুনুন: ধর্মনিরপেক্ষ দেশে কোনও ধর্মগুরু ‘পরমাত্মা’ নন, অনুকূলচন্দ্রকে নিয়ে আবেদন খারিজ শীর্ষ আদালতের
তবে ঘটনায় বিচলিত নন বলেই দাবি মন্ত্রীর। তাঁর দাবি, আম্বেদকর বা ফুলেকে কোনওভাবেই অপমান করেননি তিনি। এমনকি তাঁদের সমালোচনাও করেননি। তিনি শুধু বলেছিলেন, ওঁরা সরকারি সহযোগিতার জন্য অপেক্ষা না করে জনগণের সহযোগিতায় স্কুল, কলেজ চালু করেছিলেন। এই ইস্যুতে আদালতের অনুষঙ্গ টেনে মন্ত্রী আরও বলেন, “কেউ যদি আদালতে গিয়ে বলে, ‘আই বেগ ফর জাস্টিস’, তা হলে সেই ‘বেগ’ শব্দটি কি ভিক্ষা করার সঙ্গে তুলনা করা হবে?” ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। ইতিমধ্যেই এই ঘটনার জন্য পিম্পরি চিঞ্চওয়াড়ের তিন আধিকারিক-সহ সাত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। যদিও ওই পুলিশকর্মীদের কোনওরকম শাস্তি না দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন পাটিল।
#WATCH | Ink thrown at Maharashtra cabinet minister Chandrakant Patil in Pimpri Chinchwad city of Pune district, over his remark on Dr BR Ambedkar and Mahatma Jyotiba Phule. pic.twitter.com/FBRvRf2K4g
— ANI (@ANI) December 10, 2022