প্রায় সাড়ে তিন বছর ধরে দুই নাবালিকাকে ধর্ষণ ও অত্যাচার করে গিয়েছে কর্ণাটকের লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি। আর সেই ঘটনার প্রতিবাদেই এবার বাসবশ্রী পুরস্কার ফেরালেন প্রখ্যাত সাংবাদিক ও ম্যাগসাইসাই সম্মানের বিজেতা পি সাইনাথ। টুইটারে উগরে দিলেন ক্ষোভও। কী বললেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
দীর্ঘ তিন বছর ধরে মাইসুরুর এক লিঙ্গায়েত ধর্মগুরুর ধর্ষণ ও শারীরিক অত্যাচারের মুখে পড়েছে দুই নাবালিকা। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই আটক করা হয়েছিল শিবমূর্তি মুরুগা শরনারু নামে ওই ধর্মগুরুকে। তবে সে বার ছাড়া পেয়ে যান শিবমূর্তি। স্বাভাবিক ভাবেই ব্যাপারটি নিয়ে বিক্ষোভ শুরু হয় রাজ্য জুড়ে। বৃহস্পতিবার ওই ধর্মগুরুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে কর্ণাটক পুলিশ। গ্রেপ্তার করা হয় শিবমূর্তিকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে রুজু করা হয়েছে মামলাও। আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেব বিচারক। ওই মামলায় পুলিশের জালে আরও চার জন।
আরও শুনুন: মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে নারাজ ব্যক্তি, বিদ্বেষের প্রতিবাদে সরব মহুয়া
নির্যাতিতা ওই দুই নাবালিকা পড়ত মুরুগা মঠ পরিচালিত একটি স্কুলে। সাড়ে তিন বছর ধরে শিবমূর্তির বিকৃতকামের শিকার হওয়ার পরে সম্প্রতি একটি সেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হয় ১৫ ও ১৬ বছরের ওই দুই কিশোরী। সেই সংস্থার সাহায্যেই ধর্মগুরুর এই অপকীর্তির কথা প্রকাশ্যে আসে।
এই ঘটনার প্রতিবাদে ক্ষেপে উঠেছে গোটা রাজ্য। শুরু হয় বিক্ষোভ। সরব হয়েছে বিশিষ্ট মহলও। ঘটনার প্রতিবাদে বাসবশ্রী পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করেছেন প্রখ্যাত সাংবাদিক ও ম্যাগসাইসাই বিজেতা পি সাইনাথ। ওই মুরুগা মঠের তরফ থেকেই ২০১৭ সালে ওই সম্মানে ভূষিত করা হয়েছিল সাইনাথকে। ওই মুরুগা মঠের প্রধানের পদে রয়েছেন ধর্ষণে অভিযুক্ত শিবমূর্তি। আর তার পরেই টুইটারে পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করেন সাইনাথ।
আরও পড়ুন: স্ত্রী মানেই চিরকালের ঝামেলা! এমনটাই ভাবে তরুণ প্রজন্ম, পর্যবেক্ষণ কেরলের আদালতের
একাধিক টুইট করে তিনি জানান, নির্যাতিতাদের প্রতি সংহতি জানাতেই তাঁর এই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত। পাশাপাশি ওই সম্মানের সঙ্গে যে ৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য তাঁকে দেওয়া হয়েছিল, তা-ও ফেরতের কথা জানিয়েছেন সাইনাথ। শিশুদের প্রতি এ ধরনের অপরাধকে নিন্দা করার ভাষা তাঁর কাছে নেই বলেও জানান ম্যাগসাই সাই বিজেতা এই সাংবাদিক। পাশাপাশি ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি যেভাবে মেয়েদুটির পাশে দাঁড়িয়েছে, তারও প্রশংসা করেন সাইনাথ। অন্য একটি টুইটে শিবমূর্তির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের জন্যও কর্ণাটক সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। আপাতত নাবালিকা ধর্ষণ মামলায় ৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে ওই ধর্মগুরু। তার পর ফের তাকে আদালতে পেশ করা হবে।