জাতীয় পতাকা তৈরির বরাত দেওয়া হয়েছে মুসলিমদের। তাতেই ঘোরতর আপত্তি। এর ফলে হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনই বিতর্কিত মন্তব্য করে এবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি বয়কটের ডাক দিলেন জনৈক হিন্দু ধর্মগুরু। প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীদের এমন নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর আপত্তি ঠিক কোন কোন ক্ষেত্রে? আসুন শুনে নিই।
দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ডাকে সাড়া দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন প্রায় সর্বত্রই। তবে এবার সেই কর্মসূচি ঘিরে অসন্তোষ প্রকাশ করলেন হিন্দু ধর্মগুরু জ্যোতি নরসিংহানন্দ। জাতীয় পতাকা তৈরির বরাত মুসলমানদের দেওয়ার কারণেই, হিন্দুদের এই কর্মসূচি বয়কট করা উচিত। এমনটাই দাবি তাঁর। একইসঙ্গে তাঁর নির্দেশ, তেরঙা পতাকা নয়, প্রত্যেক হিন্দু নিজেদের ঘরে একটি করে গেরুয়া পতাকা রাখুক।
আরও শুনুন: যুযুধান দু-দেশে ফিরুক শান্তি, সেই বার্তা নিয়েই সাতাশ বছরে ‘হিন্দ-পাক দোস্তি মেলা’
সম্প্রতি ওই ধর্মগুরুর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি তাঁর অসন্তোষ ব্যক্ত করেছেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের এক মুসলমান কারিগর বহুসংখ্যক জাতীয় পতাকা তৈরির বরাত পেয়েছেন। এর জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন তিনি। একজন মুসলমান কেন জাতীয় পতাকা তৈরির জন্য এত টাকার বরাত পাবেন? এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন নরসিংহানন্দ। তাঁর দাবি, এটি একটি চক্রান্ত। এভাবেই জাতীয় কর্মসূচির নাম করে হিন্দুদের টাকা মুসলমানদের দেওয়া হচ্ছে।
ये नफ़रती खुलेआम @narendramodi के #HarGharTiranga अपील को चुनौती दे रहा है। कह रहा है कि तिंरगे ने ही बर्बाद कर दिया है। तिरंगे का बहिष्कार करो।
ऐसे देशद्रोही पर कब कार्रवाई होगी @AmitShah @Uppolice @DelhiPolice @CPDelhi pic.twitter.com/jvz42joJHE
— Vinod Kapri (@vinodkapri) August 12, 2022
তাঁর আরও দাবি, এই টাকা দিয়ে হিন্দুদেরই ক্ষতি করতে উদ্যত হবেন মুসলমানরা। তাই তাঁর পরামর্শ, নতুন করে জাতীয় পতাকা কেনার প্রয়োজন নেই। হয় পুরনো পতাকা উত্তোলন করা হোক, নাহলে একটি করে গেরুয়া পতাকা উত্তোলন করুক হিন্দুরা। একই সঙ্গে তিনি বিশেষ কিছু রাজনৈতিক দলকে ইঙ্গিত করেও ভর্ৎসনা করেছেন। জাতীয় কর্মসূচির বরাত ইসলাম ধর্মাবলম্বী কোনও ব্যক্তির পাওয়া উচিত নয় বলেই দাবি করেছেন এই ধর্মগুরু।
আরও শুনুন: হর ডিশ তিরঙ্গা… স্বাধীনতার উদযাপনে সমস্ত খাবারই জাতীয় পতাকার রঙে সাজাল রেস্তরাঁ
বিতর্কিত মন্তব্যের দরুন এর আগেও শিরোনামে উঠে এসেছিলেন এই ধর্মগুরু। মহিলা ও ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পুলিশ তাঁকে আটকও করেছিল। কিছুদিন আগে তাঁর জামিন মঞ্জুর হয়। আর তারপরই হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে তাঁর অসন্তোষ ব্যক্ত করেন তিনি। এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন নেটিজেনদের অনেকেই।