ডিপ্রেশন যে সিরিয়াস একটি বিষয়, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। সেই ডিপ্রেশনেই এক টাকার কয়েন খেতেন এই ব্যক্তি। দীর্ঘদিন ধরেই এ কাজ করতেন তিনি। একদিন জবাব দিল শরীর। পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। আর অপারেশনের পর পেট থেকে যা বেরোল, তাতে তাজ্জব ডাক্তারবাবুরা। একটা আধটা নয়, বেরোল প্রায় ৬৩টি এক টাকার কয়েন।
বাচ্চারা অনেক সময়ই মুখে এটা সেটা পুড়ে দেয়। কোনটা খাওয়া উচিত, আর কোনটা নয়- সেই বোধ তাঁদের থাকে না। কিন্তু যে ব্যক্তির কথা আমরা বলছি, তিনি কিন্তু জেনেশুনেই খেয়েছিলেন কয়েন। তাও আবার একটা দুটো নয় একেবারে ৬৩টি কয়েন খেয়েছেন এই ব্যক্তি। যোধপুর নিবাসী এই ভদ্রলোকের আজব কাণ্ডে অবাক হয়েছেন চিকিৎসকরাও।
আরও পড়ুন: জলের মধ্যে জন্ম এক সন্তানের, অন্যটির চলন্ত গাড়িতে… মহিলার সাহসের তারিফ নেটদুনিয়ায়
প্রচণ্ড পেটের যন্ত্রণা নিয়ে ওই ব্যক্তি ভর্তি হয়েছিলেন রাজস্থানের যোধপুরের একটি হাসপাতালে। প্রথামতো ডাক্তারবাবুরা তাঁর শারীরিক পরীক্ষা করে যন্ত্রণার কারণ অনুসন্ধান করেন। পেটের এক্স-রে করার পরই ব্যাপারটা পরিষ্কার হয়। চিকিৎসকেরা বুঝতে পারেন, ওই ব্যক্তির পেটের ভিতর কোনও ধাতব জিনিস রয়েছে। তখনও তাঁর কয়েন খাওয়ার অভ্যেসের কথা চিকিৎসকেরা জানতেন না। এরপর ওই ব্যক্তি নিজেই স্বীকার করেন, যে, ডিপ্রেশন কাটাতে ১ টাকার কয়েন খেতেন তিনি। এভাবেই নাকি ১০-১২টা কয়েন খেয়েছেন তিনি। এ-কথা শুনে রীতিমতো চমকে ওঠে চিকিৎসক মহল। তাঁরা সিদ্ধান্ত নেন এন্ডোস্কোপি করার। এই পদ্ধতিতে কয়েন বার করা সম্ভব হলেও, তা যথেষ্ট বেদনাদায়ক ও সময়সাপেক্ষ ব্যাপার। তাই তাঁর পাকস্থলী পরিষ্কার করতে সময় লাগল প্রায় দুদিন। আর তার থেকে যা বেরোল তা দেখে আরও অবাক হল গোটা হাসপাতাল। দেখা গেল ১০-১২টা নয় ব্যক্তির পেট থেকে পাওয়া গেছে ৬৩টি কয়েন। এতগুলো কয়েন কীভাবে পেটের মধ্যে নিয়ে ঘুরছিলেন তিনি, তা এখনও বুঝতে পারেননি কেউ-ই।
আরও শুনুন: আশ্চর্য মনের জোর! পক্ষাঘাতকে বুড়ো আঙুল দেখিয়ে হুইলচেয়ারে চড়েই শৃঙ্গজয় ব্যক্তির
যদিও ওই ব্যক্তি এখন সুস্থ। কিছুদিন পর্যবেক্ষণ করে তাঁকে ছেড়েও দেওয়া হয়ে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক। তাঁর দাবি, মানসিক অবসাদ থেকেই এমন অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন তিনি। এমন জিনিস খেয়ে নেওয়ার প্রবণতা নাকি ডিপ্রেশনের কারণেই হতে পারে। ওই ব্যক্তিকে নিয়মিত মানসিক চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এখনই যথাযথ চিকিৎসা না করালে ভবিষ্যতে আরও সমস্যায় পড়তে পারেন ওই ব্যক্তি, এমনটাও জানিয়েছেন চিকিৎসক।
যদিও এমন অদ্ভুত জিনিস খেয়ে নেওয়ার ঘটনা নতুন নয়। ওই হাসপাতালেই কিছুদিন আগে এরকম একটি বিরল রোগী এসেছিলেন। বিভিন্ন সময় চিকিৎসকরা এরকম বিরল ঘটনার সাক্ষী থেকেছেন। তবে ডিপ্রেশনের দরুন ৬৩টি কয়েন খেয়ে ফেলা, একেবারে বিরলতম বলেই মনে করছেন তাঁরা।