নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শোভন-বৈশাখীর। তুঙ্গে তৃণমূলে ফেরার জল্পনা। মুখ্যমন্ত্রী পদে মোহ নেই, তৈরি ইস্তফা দিতেও। মহারাষ্ট্রে ডামাডোলের মধ্যেই বার্তা উদ্ধব ঠাকরের। আলোচনায় বসার ডাক বিদ্রোহী বিধায়কদের। নির্দেশ সত্ত্বেও জমা দেওয়া হয়নি রিপোর্ট। এসএসসি নিয়োগ মামলায় এবার খোদ চেয়ারম্যানকে তলব আদালতের। বৃহস্পতিবার নির্দেশ হাজিরার। শারীরিক সংকট বাড়ল তরুণ মজুমদারের। আছে আচ্ছন্নভাব, ধরা পড়েছে সেপ্টিসেমিয়াও।
হেডলাইন:
আরও শুনুন: 20 জুন 2022: বিশেষ বিশেষ খবর- ‘বিজেপির ক্যাডার তৈরির জন্যই অগ্নিপথ প্রকল্প’, বিধানসভায় তোপ মমতার
বিস্তারিত খবর:
1. নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের। নানা কারণেই ঘাসফুল শিবিরের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন প্রাক্তন মেয়র। এরপর রাজ্য-রাজনীতিতে গড়িয়েছে বিস্তর জল। এক সময় বিজেপিতেও যোগ দিয়েছিলেন শোভন এবং বৈশাখী। যদিও গেরুয়া শিবিরের সঙ্গেও সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি তাঁদের। শোভন-বৈশাখী দুজনেই বিজেপি ছেড়েছিলেন। তারপর থেকে বেশ কিছুদিন রাজনীতি থেকেই দূরেই ছিলেন শোভন চট্টোপাধ্যায়। বুধবার তাঁর নবান্নে আসা নিয়ে ফের রাজনৈতিক মহলে ছড়াল জল্পনা। এদিনের বৈঠকে রাজনৈতিক আলোচনাই হয়েছে বলে জানিয়েছেন বৈশাখী। মমতা ও শোভনের মধ্যে অভিমান মিটে গিয়েছে বলেও দাবি তাঁর। একই ইঙ্গিত দিয়েছেন খোদ শোভন চট্টোপাধ্যায়ও। ফলত ফের যে তিনি ঘরে অর্থাৎ তৃণমূলেই ফিরছেন, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
2. তীব্র রাজনৈতিক ডামাডোলের মধ্যেই রাজ্যবাসী এবং বিদ্রোহী বিধায়কদের উদ্দেশে বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। জানালেন, যদি ওই বিধায়করা তাঁর পদত্যাগ চান, তবে তার জন্য তিনি প্রস্তুত। তবে তাঁর সামনে এসেই আলোচনা বসুন বিধায়করা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ তিনি আঁকড়ে ধরে থাকতে চান না বলেই সাফ জানিয়েছেন উদ্ধব। শরদ পওয়ার ও সনিয়া গান্ধীর সম্মতিতেই তিনি এই পদে বসেছিলেন জানিয়ে উদ্ধব বলেন, তাঁর দলের লোকেরাই যদি এখন তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে না চান, তাহলে তাঁর বলার কিছু নেই। তবে সে-কথা সুরাট বা অন্য কোথাও থেকে না জানিয়ে, যেন তাঁর সামনাসামনি এসেই তাঁকে জানানো হয়। যোগ্যতর কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইলে তা-ও যেন জানান বিধায়করা, বার্তা উদ্ধবের। দলের স্বার্থে দলীয় শীর্ষপদ থেকেও তিনি সরে যেতে পারেন বলেই জানিয়েছেন উদ্ধব। পাশাপাশি এদিন শিবসেনার আদর্শ ও হিন্দুত্বের পক্ষেও সওয়াল করেন তিনি। বালাসাহেব ঠাকরের আদর্শ থেকে যে বর্তমান শিবসেনা বিচ্যুত নয়, তা-ও স্পষ্ট করে দেন উদ্ধব। প্রায় ৪০ জন বিধায়কের বিদ্রোহে সম্প্রতি উত্তাল হয়েছে মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতি। বিদ্রোহীদের নেতৃত্বে আছেন শিবসেনারই বিধায়ক তথা মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। এদিকে রাজনীতির নানা সমীকরণ, জল্পনার মধ্যেই খবর আসে করোনা আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একই দিনে করোনার কোপে পড়েছেন সে-রাজ্যের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিও। এর মধ্যেই ভারচুয়ালি মন্ত্রিসভার বৈঠক সারেন উদ্ধব। তারপরই সকলের উদ্দেশে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ারই বার্তা দিলেন উদ্ধব ঠাকরে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।