সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায় প্রতিদিনই হরেক রকম সৃষ্টিশীলতার নমুনা আমরা দেখছি। কাঁচা বাদাম থেকে শুরু করে অভিনব আসবাবের বিজ্ঞাপন, কি নেই সেই ভাইরালের তালিকায়। এ বার সেই তালিকায় নয়া সংযোজন ‘অভিনব’ শাড়ি। নারী মাত্রেই বোধহয় শাড়ির বিষয়ে বেশ খুঁতখুঁতে। পছন্দের শাড়ি পেতে কী না করেন তাঁরা। যেমন ধরুন, এই তরুণীর কথাই। অদ্ভুত একটি শাড়ি বানিয়ে মুহূর্তে ভাইরাল হয়ে গেলেন তরুণী। সমালোচনাও করলেন কেউ কেউ! জানেন কী দিয়ে শাড়ি বানিয়েছিলেন তিনি? শুনে নিন।
কথায় বলে ‘আপ রুচি খানা, পর রুচি প্যাহেননা’। তবে আজকালকার যুগে বেশভূষার ক্ষেত্রে এই বক্তব্য়টা বোধহয় আর তেমন খাটে না। পোশাকের ব্যাপারে আজকাল নিজের রুচির উপরেই ভরসা রাখতে পছন্দ করছেন বেশিরভাগ মানুষ। হলিউড-বলিউড তারকাদের ক্ষেত্রেও বিভিন্ন সময় সেই স্বাধীন ভাবনার প্রতিফলন দেখা যায়। তা নিয়ে গুঞ্জনও চলে ঢের। তবে সে সব নিয়ে পরীক্ষানিরীক্ষা কিন্তু চলতেই থাকে।
আজকাল তো পোশাকের দুনিয়াতেও কত রকমের পরিবর্তন ঘটে চলেছে প্রতিনিয়ত। যেমন ধরুন, পোশাকে প্রিয় খাবারের ছবি! এ তো হামেশাই দেখি আমরা। পিৎজা আঁকা টি-শার্ট কিংবা কুর্তিতে প্রিয় ফল বা খাবারের ছবি! প্রিন্ট বাছাইয়ের ক্ষেত্রে অনেকেই কিন্তু তেমনটা বেশ পছন্দ করেন। তাই বলে প্রিয় খাবারের প্যাকেট দিয়ে তৈরি পোশাক পরতে দেখেছেন কাউকে! দেখে না থাকলে চক্ষু-কর্ণের বিবাদ ঘটিয়ে নিন আজকেই। কারণ এই তরুণী তেমন কাজ করেই ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও শুনুন: নিজের হাতে বই লিখে রেখে এসেছিল লাইব্রেরিতে, খুদের বই সাড়া ফেলল পাঠকমহলে
পটেটো চিপস খেতে তো অনেকেই পছন্দ করেন! কিন্তু এতটা পছন্দ বোধহয় কেউ-ই করেন না, যে চিপসের প্যাকেট দিয়ে বানিয়ে ফেলবেন আস্ত একটা শাড়ি। এই তরুণী অবশ্য সেটাই করেছেন। প্রিয় চিপসের নীল রঙা প্যাকেট দিয়েই নিখুঁত ভাবে বুনেছেন একটি গোটা শাড়ি। চিপস কোম্পানির লোগো সহ নীল রংয়ের পাড় আর আঁচল, আর জমি রূপোলি। প্লাস্টিকের ফয়েলের রং যেমনটা হয় আর কি! ব্লাউজও তৈরি হয়েছে ওই প্যাকেট দিয়েই। সঙ্গে মানানসই গয়না। হাতে একটি প্রিয় চিপসের প্যাকেট রাখতেও ভোলেননি তরুণী।
আরও শুনুন: ঘুঁটে দেওয়ার কর্মশালা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, ব্যাপক সমালোচনা নেটদুনিয়ায়
তরুণীর সেই আশ্চর্য সাজ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেবাদাস ডট ইন নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিওটি। তবে একটি ফ্যাশন ব্র্যান্ডের পেজেই প্রথম পোস্ট করা হয়েছিল ভিডিওটি। বহু মানুষ ইতিমধ্যেই পছন্দ করেছেন তরুণীর এই অদ্ভুত সাজ। কেউ আবার সমালোচনাও করেছেন। কেউ আবার মজা করে চিপসের অন্য কোনও ফ্লেভারের পক্ষে ভোট দিয়েছেন। তবে সব মিলিয়ে পুরো ব্যাপারটাই ছিল বেশ অভিনব এবং মজার।
সাধারণ ভাবে চিপস খেয়ে তাঁর প্যাকেটটি তো ফেলেই দিই আমরা। আর তা আরও খানিকটা পরিবেশ দূষণ বাড়ায়। তবে এই তরুণী যে ভাবে ফেলে দেওয়া চিপসের প্যাকেট দিয়ে অভিনব শাড়ি বানিয়ে ফেলেছেন, তা কিন্তু কুর্নিশযোগ্য বটেই। অন্তত প্লাস্টিকজাত দূষণ কমানোর লক্ষ্যে আরও এক কদম এগিয়েছেন এই তরুণী। যার প্রশংসা না করলেই নয়।