বাঙালির কাছে উত্তমকুমার এক চিরকালীন ফ্যান্টাসির নাম। কিন্তু সেই সঙ্গে তিনি তো বাঙালির এক সাহসী উপাখ্যানও বটে। কেমন সেই সাহসের বয়ান? মহানায়কের প্রয়াণদিনে শুনে নিন সেই গল্প।
একবার বলো, উত্তমকুমার…
বাঙালি যুবকের কাছে এই কথাটুকু শুনতে পাওয়া যেন চিরকালের ফ্যান্টাসি। হতে পারে, এ আসলে একটি সিনেমার সংলাপ। তবু যদি আমরা একে বাঙালি প্রেমিকের বুকের বাঁ-দিকে জেগে থাকা জাতীয় বাসনাকুসুম বলি, তবে বোধহয় ভুল বলা হবে না।
আরও শুনুন: স্বাতীলেখা সেনগুপ্ত স্মরণে সোহিনী, দেবশঙ্কর
তবে, শুধু বললেই তো হবে না! উত্তমকুমার হওয়া কি মুখের কথা!
এমন দেবতার মতো চেহারা, এমন সমুদ্র গভীর সরল চাহনি, এমন ক্যারিশ্মাটিক নায়ক আর কোথায়! কিন্তু সেই সঙ্গে তিনি তো বাঙালির এক সাহসী উপাখ্যানও বটে। কেমন সেই সাহসের বয়ান?
বাকি গল্প শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।