সম্প্রতি কুয়েতের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন মোদি। তবে এই প্রথম নয়, আরও ২০টি আন্তর্জাতিক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। তালিকায় কোন কোন দেশের বিশেষ স্বীকৃতি রয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
বিদেশের মাটিতেও মোদির ভক্তসংখ্যা চোখে পড়ার মতো। তা বোঝা যায় তিনি বিদেশ সফরে গেলে। আফ্রিকা হোক বা আমেরিকা, সব জায়গাতেই মোদির জয়গানে ব্যস্ত সকলে। কুয়েত সফরে ধরা পড়েছে একইরকমের ছবি। তবে স্রেফ জনতার উচ্ছ্বাস নয়, মোদিকে সামনে পেয়ে আপ্লুত কুয়েত প্রশাসনও। সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান জানিয়ে মোদিকে সম্বর্ধনা দিয়েছেন তাঁরা।
সম্প্রতি দুদিনের সফরে কুয়েতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। সেখানকার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের আগে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। একইসঙ্গে ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’ সম্মানে ভূষিত করা হয় মোদিকে। এই নিয়ে ২০ তম আন্তর্জাতিক সম্মান পেলেন তিনি। কুয়েতের এই সম্মান মোদির সেইসব স্বীকৃতিকে চর্চায় ফিরিয়েছে। তালিকার শুরুতেই রয়েছে আরব। ২০১৬ সালে সেখানকার কিং আব্দুলাজিজ সাস সম্মান দেওয়া হয় মোদিকে। ওই বছরেই আফগানিস্তানের তরফে আমির আমানুল্লাহ খান অ্যাওয়ার্ড পান মোদি। এটিই সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। ২০১৮ সালে প্যালেস্তাইন প্রশাসন মোদিকে গ্রান্ড কলার খেতাব দেয়। ভারতের সঙ্গে সুসম্পর্কের খাতিরেই এমন সম্মান পেয়েছিলেন মোদি। এরপর ২০১৯ সালে মলদ্বীপের সর্বোচ্চ নাগরিকে সম্মানে ভূষিত হন নমো। সংযুক্ত আরব আমীরশাহির তরফেও ওই বছরেই সম্মানিত হন মোদি। বাহরিন সরকারও ২০১৯-এই মোদিকে কিং হামাদ সম্মান প্রদান করে। এখানেই শেষ নয়, ২০২০ সালে মার্কিন মুলুকের সর্বোচ্চ সামরিক সম্মান পান মোদি। ট্রাম্পের আমলে এই সম্মান পাওয়ায় মোদিকে নতুন করে চর্চা শুরু হয়েছিল।
এরপর কোভিডকাল। দীর্ঘ সময় বিদেশ সফর থেকে বিরত ছিলেন মোদি। বিশ্বজুড়ে তখন অস্থির পরিস্থিতি। এর মাঝে নতুন করে সম্মান আসেনি। ২০২৩ সালে আবারও সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন মোদি। এবার স্বীকৃতি এল নিউ পাপুয়া গিনি থেকে। মোদির সেই সফর নিয়ে বেশ চর্চা হয়েছিল। একইসঙ্গে গ্রিস, মিশর এবং ফ্রান্সের তরফেও সর্বোচ্চ নাগরিক সম্মান পান মোদি। রাজকীয় সম্বর্ধনায় আপ্লুত মোদি প্রতিবারই ধন্যবাদ জানিয়ে মাথা নত করেছেন। তাতে আরও উঁচু হয়েছে ভারতীয়রা সম্মান। চলতি বছরে মোদির ঝুলিতে প্রথম সম্মানটি আসে ভুটানের তরফে। ‘অর্ডার অফ দ্য গ্যালপো’ পান মোদি। এরপর একে একে রাশিয়া, নাইজেরিয়া, ডোমিনিকা, গুয়ানা, বারবাডোসের মতো দেশের তরফে সম্মানিত হয়েছেন মোদি। অধিকাংশই সর্বোচ্চ নাগরিক সম্মান। তালিকায় সাম্প্রতিক সংযোজন কুয়েত। আগামীদিনে আরও অনেক দেশের তরফেই মোদি সম্মানিত হবেন, এমনটাই আশা ভক্তদের। তাতে লাভ স্রেফ মোদির নয়, বরং দেশেরও, মনে করছে ওয়াকিবহাল মহল।