বাঁশি বাজিয়ে থামিয়ে দিচ্ছেন গাড়ি। বেনিয়ম দেখলেই তুলে ধরছেন লাল কার্ড। রাস্তায় দাঁড়িয়ে হাত দিয়েই দিক নির্দেশ করছেন গাড়িগুলিকে। এই দৃশ্য দেখে যে কারও মনে হবে, ফুটবলের রেফারি মাঠ ছেড়ে নেমে এসেছেন রাস্তায়। কিন্তু বাস্তবে এমন কাজ করতে দেখা গিয়েছে কাতারের এক ট্র্যাফিক পুলিশকে। কেন এমন করছেন তিনি? আসুন শুনে নিই।
বিশ্বজুড়ে বইছে ফুটবল ঝড়। যার কেন্দ্রে রয়েছে কাতার। ফুটবলের ‘মহারণের’ আয়োজক দেশ হিসেবে ইতিমধ্যেই সারা পৃথিবীতে সাড়া ফেলেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সেই দেশেরই এক ট্র্যাফিক পুলিশকে এবার দেখা গেল এক নতুন রূপে। বিশ্বকাপের আবহে বুঁদ হয়ে তিনিও রাস্তায় গাড়ি সামলাচ্ছেন ফুটবল মাঠের রেফারির মতো।
আরও শুনুন: এক ম্যাচে বিপক্ষকে ১০ গোল! বিশ্বকাপে প্রথম এই কৃতিত্ব কোন দেশের?
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক ট্র্যাফিক পুলিশক রেফারির মতো আচরণ করছেন। কখনও হাত বাড়িয়ে চলন্ত গাড়িকে দিক নির্দেশ করছেন। কখনও বা লাল কার্ড দেখিয়ে থামিয়ে দিচ্ছেন চালককে। একইসঙ্গে ব্যবহার করছেন একটি বাঁশি। হবহু ফুটবল মাঠের রেফারির মতো সেই বাঁশি বাজিয়ে সতর্ক করছেন রাস্তায় থাকা পথচারীদের।
কিন্তু হঠাৎ এমন আচরণ কেন করছেন তিনি?
আরও শুনুন: সিগন্যাল দেখেই এল ভাবনা, ফুটবলে চালু হল লাল আর হলুদ কার্ডের শাসন
সে প্রশ্নের উত্তর নিজে মুখেই জানিয়েছেন ডেনিস মোচু কামাউ নামে এই পুলিশ। বিশ্বকাপ দেখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমিয়েছে কাতারে। আগত পর্যটকদের বেশিরভাগেরই কাতারের ট্র্যাফিক আইন সম্পর্কে কোনও ধারণা নেই। আবার এই পর্যটকরা কোন ভাষায় কথা বলছেন তা ডেনিসের বোধগম্য নয়। অথচ তাঁর কাজ রাস্তায় যানজট সামলানো। স্বাভাবিক ভাবেই ভিনদেশিদের নির্দেশ দিতে গিয়ে ভারী সমস্যায় পড়তে হচ্ছিল তাঁকে। প্রায়শই বিদেশিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছিলেন তিনি। তাই অনেক ভেবে তিনি ঠিক করেন ফুটবলের ভাষাকেই যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেবেন। ফুটবলের মাঠে যেমন খালোয়াড়কে নির্দেশ দেওয়ার জন্য রেফারি লাল ও হলুদ কার্ড ব্যবহার করেন। ডেনিসও ঠিক সেইরকম দুটি কার্ড দেখিয়ে পথচারীদের নির্দেশ দিতে শুরু করেন। একইসঙ্গে রেফারিদের মতো বাঁশি ব্যবহার করতেও শুরু করেন তিনি। আর এমন অভিনব আচরণের জেরেই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অনেকেই তাঁর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন। বলাই বাহুল্য, সারা বিশ্ব যে ফুটবলের আনন্দে মাতোয়ারা সেই ফুটবলের ভাষাই সারা বিশ্বের মানুষকে এক করে দিয়েছে।
This traffic officer is proving that the language of soccer is universal while guiding vehicles at the World Cup — watch how 🚗⚽️ pic.twitter.com/RM22mO61SB
— NowThis (@nowthisnews) December 7, 2022