খেলার খোশগল্প জুড়ে মাঠ ও খেলোয়াড়দের অচেনা-অজানা তথ্য। কলম ধরলেন বোরিয়া মজুমদার। চলতি আইপিএল মরশুমে থাকল বিহাইন্ড দ্য বাইশ গজের কিছু আনকোরা ইতিউতি।
কী খেলটাই না দেখালেন নিকোলাস পুরান! সত্যি ভালবেসে ফেললাম ওঁর খেলা। ফার্স্ট বোলারদের শাসন করা হোক বা স্পিনারদের ধোলাই— তিনি সিদ্ধহস্ত। ১০০ মিটার, ১০৩ মিটার, ১০৫ মিটারের এক-একটা ছয় হাঁকাচ্ছেন। ছয়গুলো আগের ছয়ের রেকর্ড ভেঙে দিচ্ছে। ক্লাইভ লয়েড, আমার মতে যিনি সর্বকালের অন্যতম সেরা, আমাকে একবার বলেছিলেন, নিকোলাস পুরান ‘সবচেয়ে প্রতিভাবান’ ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়। আমি স্তম্ভিত হয়ে প্রশ্ন করেছিলাম, ‘আপনি এটা সিরিয়াসলি বলছেন?’ তিনি বলেছিলেন, ‘মাই বয়, বিশ্বাস করো আমার কথা, এই ছেলেটি সত্যিই অসাধারণ!’ নিকোলাস পুরান হয়তো সবসময় নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু আমি যখন প্রথম ওঁকে দেখেছিলাম ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ’-এ, তখন উনি অসামান্য ছন্দে। অনেকেই যেটা জানেন না তা হল: নিকোলাস পুরানের এমন একটি দুর্ঘটনা ঘটেছিল, তিনি খেলা থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন প্রায় ছ’মাস! এমনকী, উঠে দাঁড়াতে অবদি পারতেন না! জীবনের উপর থেকে সব আশা-ভরসা উধাও গিয়েছিল তাঁর।
লেখা: বোরিয়া মজুমদার
পাঠ: কোরক সামন্ত
আবহ: শঙ্খ বিশ্বাস