তিনি এই সময়ের একজন সেরা নম্বর ৯। বায়ার্ন থেকে বার্সাতে এসেও থামেনি তাঁর গোলের বৃষ্টি। কিন্তু তাও ২০২২ এর ‘ফিফা দ্য বেস্ট’ রবার্ট লেওনডস্কি এসাইবার ভীষণ ভাবে চাইছেন মেসি তাঁর দল বার্সা-তে ফিরে আসুন। আর তাই সম্প্রতি একটি ইন্টারভিউতে মেসিকে নিয়ে মন খুলে মন্তব্য করেছেন লেওনডস্কি । কী বলেছেন তিনি? আসুন শুনে নিই।
২০২১-এর ব্যালন ডি’ওর উঠেছিল মেসির হাতে। হারতে হয়েছিল লেওনডস্কিকে । কিন্তু ২০২১-এরই ‘ফিফা দ্য বেস্ট’ জিতে মধুর প্রতিশোধ নিয়েছিলেন তিনি। বুঝতেই পারছেন মেসি-লেওনডস্কি দ্বৈরথ কিন্তু আজকের নয়। এমনকি এ-ও শোনা যায়, ২০২১-এর ‘ব্যালন ডি’ওর’ না জেতা নিয়ে পরিচিত মহলে বেশ ঊষ্মাও প্রকাশ করেছিলেন লেওনডস্কি। তবে সেসব এখন অতীত। প্রবল প্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। একথা নিজে মুখেই জানিয়েছেন লেওনডস্কি।
আরও শুনুন: এ কোন ‘অমৃতকাল’! সাক্ষী-ভিনেশরা মাটিতে পড়ে, মাটিতে মিশল দেশের সম্মানও
বার্সায় তাঁর প্রথম বছর অনেকটাই স্বপ্নের মতোই কেটেছে। লেওনডস্কি ঝড়ে এক ম্যাচ বাকি থাকতেই লা-লিগা পকেটে পুরেছে বার্সেলোনা। চলতি মরশুমে তাঁর গোলসংখ্যা ২৩ , দ্বিতীয় স্থানে থাকা করিম বেঞ্জিমার থেকে ৫টি গোল বেশি। বলাই বাহুল্য লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুটের মালিক হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। এই মরশুম প্রায় শেষ, তাই এখন থেকে পরের মরশুমের জন্য দলও গোছাতে শুরু করেছে বার্সালোনা। আর ট্রান্সফার মার্কেটে কান পাতলেই শোনা যাচ্ছে বার্সায় আবার রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে পারে মেসির। মেসিকে ফিরিয়ে আনতে যে কতটা মরিয়া বার্সা ম্যানেজমেন্ট সেকথা বার্সার সভাপতি লাপোর্তা অনেকবারই বলেছেন। এমত পরিস্থিতিতে একটি ইন্টারভিউ-তে মেসির বার্সায় ফেরার ব্যাপারে লেওনডস্কিকে প্রশ্ন করা হলে, পোলিশ স্ট্রাইকারের সাফ জবাব,” আমাদের এখন আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখা যাক, মেসি বার্সায় আসে কি না। তবে আমরা আশাবাদী ও আসবে।” এরপর মেসির সঙ্গে খেলতে পারা নিয়ে তিনি বলেন “আমি জানি লিওর সঙ্গে খেলাটা খুব সহজ হবে, কারণ কোন প্লেয়ারকে কখন কীভাবে বল বাড়াতে হয় তা, লিও সবথেকে ভাল জানে।”
আরও শুনুন: মহেন্দ্র সিং ধোনি: প্রহরশেষের আলোয় দেখা ভারতীয় ক্রিকেটের অমোঘ সর্বনাশ
মেসির বার্সায় ফেরা নিয়ে সাবি এবং তার প্লেয়াররা যে বেশ আশাবাদী সে-কথা বলাই বাহুল্য। এমনকি কোচ জাভিও মেসিকে মাথায় রেখেই যে দল সাজাচ্ছেন সপ্রতি একটি ইন্টারভিউতে তা রাখঢাক না করেই জানি দিয়েছেন তিনি। ওদিকে মেসিও চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব নিজের পরবর্তী ক্লাবকে বেছে নিতে। আর তাই তিনি নাকি বার্সা ম্যানেজমেন্টকে আরও ১০ দিন সময় দিয়েছেন তাঁকে অফিসিয়াল প্রপোজাল দেওয়ার জন্য। যদিও তাঁর হাতে সৌদির একটি ক্লাবের ম্যামথ অফার রয়েইছে। এছাড়াও মেজর লিগ সকারের ক্লাবের অফারও রয়েছে। বার্সা বোর্ড অত্যন্ত আশাবাদী যে মেসি বার্সাতেই ফিরবে। এখন মেসির বার্সায় রাজকীয় প্রত্যাবর্তন হয় কি-না সেই দিকেই তাকিয়ে আপামর ফুটবলপ্রেমী। আর তা যদি হয়, তবে মেসি-লেওনডস্কি যুগলবন্দি যে দর্শকের বাড়তি পাওনা হবে, তা বলার আর অপেক্ষা রাখে না।