ট্রফির থেকে দূরত্ব আর মাত্র এক ধাপ। এই মুহূর্তে সেদিকেই পাখির চোখ দুই দেশ ভারত ও অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবে কোন দেশ, মেগা ফাইনালের উত্তেজনা মেখে সেই ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন অজি ক্রিকেটার ম্যাথু হেডেন। কী বললেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
মাঝে বিশ্বকাপ। দুপাশে দুই দল। তাদের জার্সির রংগুলোও একই আছে। কেবল মাঝখান থেকে চলে গিয়েছে কুড়িটা বছর। হ্যাঁ, ২০০৩ সালের পর ২০২৩-এ ফের বিশ্বকাপের মহারণে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। কুড়ি বছর আগের হারের ক্ষত সারিয়ে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। অন্যদিকে নিজেদের ট্রফি জয়ের লম্বা লিস্টে আরেকটা নয়া বিশ্বকাপ জুড়ে নিতে মরিয়া ক্যাঙারুরাও। এই পরিস্থিতিতেই মেগা ফাইনালের আগে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার ম্যাথু হেডেন। চলতি বছরের বিশ্বকাপ পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছে কোন দেশ, তা নিয়েই আগাম মন্তব্য করলেন তিনি। কী ভাবছেন, নিজের দেশ অস্ট্রেলিয়াকেই তিনি এগিয়ে রেখেছেন তো? হ্যাঁ, তেমনটাই তো হওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে, হেডেন মোটেও তেমনটা করেননি। একেবারে নিরপেক্ষ ক্রিকেটীয় দৃষ্টিতেই তিনি বিচার করে দেখেছেন, বিশ্বকাপের লাস্ট ল্যাপে কোন দলের দিকে জয়ের পাল্লা ভারী। আর সেই বিচারেই তাঁর মত, শেষমেশ ট্রফি উঠবে টিম ইন্ডিয়ার হাতেই।
আরও শুনুন: ঠাঁই মেলেনি ২০১১’র বিশ্বকাপে, ১২ বছর পর দেশকে জয়ের দোরগোড়ায় ঠেলেই কামব্যাক রোহিতের
সত্যি বলতে, ২০ বছর আগের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে এবারের দলের যে একটা বড় বদল রয়েছে, সে কথা স্বীকার করছেন তাবড় ক্রিকেটবোদ্ধারা। ২০০৩ সালে ১০টি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। ২০ বছর পর এ দৃশ্য যেন একেবারে বিপরীত। ১০টি ম্যাচে অপরাজিত থেকে এবার লিগ টেবিলের শীর্ষে ভারতই। এমনকি এবারের রাউন্ড রবিন লিগে অস্ট্রেলিয়াকে হারিয়েছে রোহিত ব্রিগেড। গতবারের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ধোনি পর্যন্ত স্বীকার করে নিচ্ছেন, ২০১১ সালের থেকেও অনেক বেশি নিখুঁত খেলছে এই টিম। মাহিই বলেছেন, আসলে এই টিম ইন্ডিয়া কেবল দলের জন্য খেলছে না, খেলছে দেশের জন্য। দেশ এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্যই তারা কাপ জিততে চায়। আর প্রায় তেমন কথাই বলেছেন হেডেনও। দুবারের বিশ্বকাপজয়ী দলের সদস্য হেডেনের বিশ্বাস, ভারত কাপ জিতবে কারণ কোটি কোটি দেশবাসীর প্রত্যাশার চাপ রয়েছে রোহিতদের উপর। টিম ইন্ডিয়ার একাত্মবোধের প্রশংসায় পঞ্চমুখ অজি ক্রিকেটার। পাশাপাশি রোহিত-বিরাটের ধুন্ধুমার ব্যাটিং, শুভমান-শ্রেয়সের ঝোড়ো খেলা, আর ভারতীয় বোলারদের জোর- সবকিছুই টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে বলে মত হেডেনের।