টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। দশ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকরা। এই আবহে রোহিতদের উদ্দেশে বিশেষ পরামর্শ দিয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। প্রথমবারের জন্য কাঙ্খিত জয় এসেছিল তাঁর হাত ধরেই। চলতি বিশ্বকাপেও ফাইনালে পৌঁছেছে ভারত। ফরম্যাট অবশ্য আলাদা। কিন্তু তাতে কি, ওভার সংখ্যা ২০ হোক বা ৫০, খেলার নিয়ম তো সেই এক। তাই টি-২০ বিশ্বকাপে জেতার জন্য ভারতীয় দলকে বিশেষ পরামর্শ দিয়েছেন কপিল দেব।
আরও শুনুন: ফিনিক্স পাখির মতো ফিরে আসাটা অভ্যেস করে ফেলেছেন দীনেশ কার্তিক
এক দশক পর টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। ২০১৪ সালে ফাইনালে অল্পের জন্য অধরা থেকে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নের খেতাব। সেই আক্ষেপ মেটানোর লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেমিতে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে একাধিক নজির গড়েছেন টিম ইন্ডিয়ার তারকারা। জয়ের অন্যতম কারিগর অধিনায়ক রোহিত শর্মার নামের পাশে জুড়ে গিয়েছে দুটি রেকর্ডও। তবে ম্যাচের আগেই রোহিতদের বিশেষ পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া থেকে শুরু করে একাধিক নজির গড়েছেন কপিল দেব। উত্তরসূরিদের বিভিন্ন বিষয়ে পরামর্শও দিয়েছেন বারবার। চলতি বিশ্বকাপেও ব্যতিক্রম হয়নি। সেমি ফাইনালের আগেই রোহিত ব্রিগেডকে একসঙ্গে খেলার কথা মনে করিয়ে দিয়েছেন কপিল দেব।
আরও শুনুন: বিশ্বকাপ মাতালেও অফিসে ছুটি নেই! খেলার মাঝেই ল্যাপটপে কাজ সৌরভের
আসলে, ক্রিকেট তো আর একজনের খেলা নয়। কিন্তু যে কোনও খেলার পরই বিশেষ কয়েকজনের নাম চর্চায় ওঠে। ব্যাটার হিসেবে বিরাট-রোহিত, বোলিং-এ বুমরাহ বা অর্শ্বদীপ। এর বাইরে যাঁরা রয়েছেন তাঁদেরও সমান ভাবে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন কপিল দেব। তাঁর যুক্তি বড় খেলোয়াড়ের হাত ধরে নির্দিষ্ট একটা ম্যাচ জেতা সম্ভব। কিন্তু দলের সকলের অবদান না থাকলে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। তাই সকলের লক্ষ্য বিশ্বকাপের দিকেই রাখতে বলেছেন কপিল দেব। এতদিন পর আবারও দেশের নাম বিশ্বের দরবারে উঁচু হতে চলেছে। সামান্য কোনও ভুলে তা যেন হাতছাড়া না হয়, এমনটাই চেয়েছেন কপিল দেব। তাই সেমিফাইনাল ম্যাচের আগেই রোহিত ব্রিগেডকে বিশেষ পরামর্শ দেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সেমিতে তাঁর মান রেখেছেন রোহিত বাহিনী। এবার ফাইনালেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় কি না, তা দেখার অপেক্ষায় গোটা দেশ।