২০২৪ অলিম্পিক সফর শেষ। ভারতের ঝুলিতে রইল ৬ টি পদক। সর্বোচ্চ পদক জিতেছে আমেরিকা। তবে স্রেফ সোনা, রুপো নয়, অলিম্পিকে পদকজয়ী পাবেন মোটা টাকা নগদ পুরস্কারও। কারা দেবে টাকা? অঙ্কটাই বা কত? আসুন শুনে নেওয়া যাক।
অলিম্পিকে পদক জেতার স্বপ্ন সব খেলোয়াড়ই দেখেন। বিশ্বের দরবারে দেশের পতাকা উঁচুতে উঠবে, এর থেকে সম্মানের আর কী ই বা হতে পারে। তাই প্রতি ৪ বছর ছাড়া অলিম্পিকের মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দেন দেশ-বিদেশের ক্রিড়াবিদরা। বদলে যে স্রেফ সম্মান নয়, মোটা টাকা অর্থপ্রাপ্তিও হয় তাঁদের।
সমাপ্তি অনুষ্ঠানের আগের দিনই অলিম্পিকের অভিযান শেষ করেছে ভারত। মোট ৬টি পদক জিতে ঘরে ফিরেছেন ভারতীয় অ্যাথলিটরা। রুপো জিতে দেশের মান রেখেছেন নীরজ চোপড়া। এছাড়া মোট পাঁচটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঘরে। তবে পদকের সঙ্গে এঁরা কেউই নগদ পুরস্কার পাননি। অন্তত অলিম্পিক কমিটির তরফে কোনওরূপ অর্থ দেওয়া হয়নি অ্যাথলিটদের। তাহলে মোটা টাকা নগদ অ্যাথলিটরা পাচ্ছেন কোথা থেকে?
আসলে, অলিম্পিক কমিটি না দিলেও, প্রতিটি দেশে পদকজয়ীদের জন্য বিশেষ অর্থ পুরস্কারের ব্যবস্থা থাকে। চলতি অলিম্পিকে সোনা জিতে নজর কেড়েছেন পাকিস্তানের নাদিম। মাত্র ৭ জন অ্যাথলিট নিয়ে অলিম্পিকে গিয়েও সোনা নিয়ে দেশে ফেরা মুখের কথা নয়। তাই নাদিমের একগুচ্ছ পুরস্কারের ঘোষণা হয়েছে পাকিস্তানে। সে দেশের ক্রিড়া সংগঠন তো বটেই, একইসঙ্গে অভিনেতারাও নাদিমের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। সবমিলিয়ে টাকার অঙ্কটা কয়েক কোটি তো বটেই। একইভাবে ভারতেও পদকজয়ীরা বিভিন্ন সংস্থার তরফে অর্থ সাহায্য পাবেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফেও মোটা টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয় পদকজয়ী অ্যাথলিটদের। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার তো রয়েছেই। বিজ্ঞাপন মুখ দেখিয়েও কোটি কোটি টাকা রোজগার করেন অ্যাথলিটরা। বিশ্বের অন্যান্য দেশেও এই নিয়ম রয়েছে। বলা ভালো, নগদ পুরস্কারের চল চিন, জাপান, কোরিয়া, আমেরিকায় রীতিমতো রয়েছে। সব দেশের টাকার দাম সমান নয়। সেই হিসেবে টাকার অঙ্কটাও বদলায়। তবে হিসাব করে দেখলে সবথেকে বেশি নগদ পুরস্কার পান হং কং-এর খেলোয়াড়রা। সোনা জিতলেই মিলবে, ৭লক্ষ ৬৮ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক কয়েক কোটি তো বটেই। একইভাবে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াতেও খেলোয়াড়রা কোটি টাকার নগদ পুরস্কার পান। তালিকায় সবার নীচের দিকে রয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, পোলান্ডের মতো দেশ। সেখানে সোনা জিতেও নগদ পুরস্কারের অঙ্ক কোটিতে পৌঁছয় না। তবে এইসব দেশে অন্যান্য অনেক সুবিধাই উপভোগ করেন পদকজয়ীরা। গাড়ি, বাড়ি থেকে আরম্ভ করে সারাজীবনের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার চল রয়েছে বেশ কিছু দেশে। তাও অলিম্পিকে পদক জেতাকেই সবথেকে বড় কৃতিত্ব বলে মনে করেন অ্যাথলিটরা। বাকি সবকিছু একটা সময়ের পর শেষ হবে, কিন্তু পদক জিতে যে সম্মান মিলবে তা সারাজীবন সঙ্গে থাকবে তাঁর। এমনকি মৃত্যুর পরও এই পদকের জোরেই স্মরণীয় হয়ে থাকবেন জয়ী ক্রিড়াবিদ।