ক্রিকেটার হতে চাননি গৌতম গম্ভীর। বরং বন্দুক হাতে দেশের সীমান্ত রক্ষা করতে চেয়েছিলেন। বীরের মতো বুক চিতিয়ে যুদ্ধে যেতে চেয়েছিলেন। স্রেফ ভাগ্য তাতে সায় দেয়নি। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কীভাবে এমন সাফল্য পেলেন গম্ভীর? আসুন শুনে নেওয়া যাক।
ক্রিকেটার হিসেবে দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছেন। এবার কোচ হিসেবেও দেশবাসীকে গর্বিত করার দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। অথচ ছোটবেলায় একবারের জন্য ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখননি গম্ভীর। বরং মন থেকে চেয়েছিলেন দেশের সৈনিক হওয়ার।
আরও শুনুন: লোভী পৃথিবীতেও থেকে যায় যে মুগ্ধ দ্রাবিড়বাদ
বড় হয়ে কী হবে? ছোটরা এই প্রশ্ন শুনতে অভ্যস্ত। বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট। কেউ আবার এতশত না ভেবেই উত্তর দেয়, বড় হয়ে লরিচালক হবে। এত বড় গাড়ি একজন চালাচ্ছে সে ব্যাপারটাই তার কাছে বেশ রোমাঞ্চের। বয়সের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলায়। মনের পরিবর্তন আসে। বদলায় বড় হয়ে কী হব, সেই ইচ্ছাও। ঠিক যেমনটা হয়েছিল গৌতম গম্ভীরের সঙ্গে। যদিও তাঁর ইচ্ছাটা স্রেফ ছোটবেলার ইচ্ছা বললে ভুল হয়। স্কুল জীবনের শেষবেলায় পৌঁছেও নিজেকে দেশের সৈনিক হিসেবে প্রতিষ্টিত করার স্বপ্নই দেখতেন গম্ভীর। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। ক্রিকেটে প্রতি ভালোবাসা ছিল বরাবরের। সেই সুবাদেই সুযোগ পান রনজি খেলার। তখনও মনে মনে স্বপ্ন দেখছেন NDA অর্থাৎ ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেওয়ার। কিন্তু না, সে সুযোগ আর হয়নি। NDA-র বদলে যেতে হয় NCA-র মতো ক্রিকেট অ্যাকাডেমিতে। এরপর জীবনে অনেক ওঠানামা দেখেছেন। নিজের মনের সঙ্গেও যুদ্ধ করতে হয়েছে দীর্ঘদিন। তবে পিছিয়ে আসেননি। নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করে গিয়েছেন বারবার। তার ফল দেশবাসী দেখেছে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে গম্ভীর-ধোনি জুটি ভারতের জয়ের রাস্তা মসৃণ করে দিয়েছিল। গম্ভীরের ৯৭ রান এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে সতেজ।
আরও শুনুন: ষোলোর সোলো শোয়ে নক্ষত্রের জন্ম, ইয়ামালের রূপকথা যেন মতি নন্দীর উপন্যাস
এরপর আইপিএলের মেন্টর, কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানেও নিজের সেরাটুকু দিয়েছেন। তাঁর গাইডেন্সে কেকেআরের আইপিএল জয় নিয়ে বেশ হইচই চলেছিল। এবার দেশের জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন গম্ভীর। ভারতীয় ক্রিকেটের নতুন যুগের স্বপ্ন দেখছে দেশবাসী। কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখেননি যে গম্ভীর, এই জগতে তিনি এত সফল হলেন কীভাবে? উত্তরে গম্ভীরের দাবি, সাফল্যের আসল চাবিকাঠি আত্মবিশ্বাস। নিজের স্বছন্দ্য থেকে বেরিয়ে কোনও কাজ করতে সমস্যা হবেই। কিন্তু কেউ যদি মনে করেন নিজের সেরাটুকু উজাড় করে দেবেন, তাহলে নিশ্চয়ই সাফল্য আসবে। নিজের ক্রিকেট ক্যারিয়ারের ঠিক তেমনটাই করেছেন গম্ভীর। বারবার নিজেকে বুঝিয়েছেন তিনিই সেরা। আর সেই আত্মবিশ্বাস প্রমাণ করে দিয়েছে সত্যিই তিনি সেরা।