ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিয়েছে প্রায় সব কিছুই। সেই ঘোরতর বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও একরত্তির সাধ ছিল একটাই। স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একটিবার মুখোমুখি দেখা করা। খুদের ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন সিআর সেভেন। আর স্বপ্নের নায়ককে ছুঁয়ে দেখার পর কী প্রতিক্রিয়া হল খুদের? আসুন শুনে নিই।
ছোটবেলা থেকেই তার অনুপ্রেরণা রোনাল্ডো। তুরস্কের এক খুদে সবসময় চাইত, একবার অন্তত দেখা হোক স্বপ্নের নায়কের সঙ্গে। কিন্তু হঠাৎ আসা ভূমিকম্প তছনছ করে দিয়েছে সব কিছু। নিজে প্রাণে বাঁচলেও, হারাতে হয়েছে অনেক প্রিয় মানুষকে। কিন্তু বদলায়নি তার মনের ইচ্ছা। উদ্ধারকারী সল যখন তাকে বিপর্যস্ত এলাকা থেকে বের করে আনে, তখনও সে ছিল নিজের স্বপ্নে বুঁদ। জানিয়েছিল সে কথা। তখনও অবশ্য খুদে জানত না যে, রোনাল্ডো নিজে এগিয়ে এসে তাঁর ভক্তের সাধ পূরণ করবেন। বাস্তবে অবশ্য হয়েছে সেটাই।
আরও শুনুন: ১২৪ একর খেত জুড়ে ফুটে উঠবে মেসির মুখাবয়ব, অভিনব কীর্তি ব্যক্তির
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর সারা বিশ্বের মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। সাহায্যের হাতও বাড়িয়েছেন অনেকেই। যাঁদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই রোনাল্ডোর সঙ্গেই দেখা করার স্বপ্ন দেখত তুরস্কের সইদ নামে এই খুদে। প্রাকৃতিক বিপর্যয় যখন তার চারপাশকে বিধ্বস্ত করেছে, তখনও নিজের স্বপ্নটুকুই আঁকড়ে ধরেছিল সইদ। আসলে স্বপ্ন তো এরকমই। তা পূরণ হবে কিনা কে জানে! সইদও তাই স্বপ্ন দেখেছিল যে, একদিন রোনাল্ডোকে সামনাসামনি দেখবে। আর সেই ঘোর বিপর্যয়ের মধ্যেও সে কথা ভোলেনি সইদ। তাই উদ্ধারকারীদের কাছে জানিয়েছিল তার মনের কথা। এক ভিডিও বার্তা মারফত সে-কথা ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে সইদকে নিয়ে আসা হয় রোনাল্ডোর ম্যাচ দেখার জন্য। গ্যালারিতে বসেই প্রিয় নায়কের দলের জন্য গলা ফাটাতে দেখা যায় তাকে। তবে এখানেই শেষ নয়। ম্যাচের শেষে রোনাল্ডোকে সামনে থেকে দেখারও সুযোগ পায় সে। দেখা মাত্রই রোনাল্ডোকে জড়িয়ে ধরে সে। খুদে ভক্তকে সস্নেহে জড়িয়ে ধরেন সিআর সেভেন-ও।
আরও শুনুন: ইতিহাসে প্রথম, চলতি বিশ্বকাপে সব ম্যাচ দেখে রেকর্ড তরুণ ফুটবলপ্রেমীর
সত্যি সত্যি রোনাল্ডো তার সামনে দাঁড়িয়ে আছেন, প্রথমে এ কথা নাকি বিশ্বাসই করতে পারেনি সইদ। সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছে সে। তবে একইসঙ্গে জানিয়েছে, প্রত্যেকের রোনাল্ডোকে সামনে থেকে দেখা উচিত। তার মতে, রোনাল্ডো শুধু একজন বড় মাপের খেলোয়াড়ই নন, খুব ভালো মনের মানুষও। স্বাভাবিক ভাবেই রোনাল্ডো ও তার সাক্ষাতের ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সকলেই রোনাল্ডোর প্রশংসা করেছে সেখানে। শুধুমাত্র খুদে ভক্তর সঙ্গে দেখা করা নয়, দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও নেটিজেনদের ভালোবাসা কুড়িয়েছেন সিআর সেভেন।
A boy from Syria who told rescue workers after a devastating earthquake in February that he wanted to meet Cristiano Ronaldo came face to face with his idol after being invited to watch his club Al Nassr play in Saudi Arabia https://t.co/ZL8ZpV1Ujp pic.twitter.com/NcKKSfdz3A
— Reuters (@Reuters) March 6, 2023