হিন্দু শাস্ত্রমতে একাদশী একটি গুরুত্বপূর্ণ তিথি। পুণ্যপ্রাণ ভক্তরা একাদশী পালনকে অবশ্য কর্তব্য মনে করেন। অনেকে ভাবেন শুধুমাত্র বিধবারা একাদশী পালন করেন বা করতে পারবেন। কিন্তু আদতে এই তথ্য সঠিক নয়। শোনাচ্ছেন সতীনাথ মুখোপাধ্যায়।
একাদশী মূলত চান্দ্র তিথি। শুক্ল ও কৃষ্ণপক্ষে একাদশী তিথি, হিন্দুমতে পুণ্যতিথি। শাস্ত্রমতে এইদিন নিরম্বু উপবাস পালনের কথা রয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর লীলাবিলাসের প্রথম থেকেই “একাদশী উপবাসের” প্রথা প্রবর্তন করেছিলেন।
বিষ্ণুর শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ়, ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভ বলে গণ্য হয়। ভৈমী একাদশী ও মাঘের শুক্লা একাদশীকেও বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। এছাড়াও বিশেষ মাহাত্ম্য রয়েছে অপরা, নির্জলা, যোগিনী, পদ্মিনী, শয়নী এবং প্রবোধনী একাদশীর।
আরও শুনুন – Spiritual: দেহের মৃত্যু হলে আত্মাও কি বিনষ্ট হয়?
শাস্ত্র বলে—“ধর্ম্মার্থকামমোক্ষাণামারোগ্যং মূলমুত্তমম্” উপবাসই সেই আরোগ্য বা স্বাস্থ্যের মূল; স্বাস্থ্যই চতুর্ব্বৰ্গসাধনের উত্তম মূল। অতএব যথাসম্ভব উপবাস অভ্যাস অবশ্য কর্ত্তব্য।
শাস্ত্র বলে—
“রোগ-শোক-পরিতাপ-বন্ধন-ব্যসনানি চ।
আত্মাপরাধ বৃক্ষস্য ফলান্যেতানি দেহিনাম্॥”
রোগ, শোক, পরিতাপ, বন্ধন ও ব্যসন—আমাদেরই নিজ-দোষ-রূপ বৃক্ষের ফল। উপবাস এই রোগ-রূপ বিষ ফলের বৃক্ষের অত্যাহার-রূপ আত্মদোষ-বীজের ধ্বংস-সাধক; সুতরাং রোগাক্রমণে আত্মরক্ষার এক প্রধান উপায়ই এই উপবাস।
শাস্ত্রে বর্ণিত, অন্নমাশ্রিত্য পাপানি তিষ্ঠন্তি হরিবাসরে।
অর্থাৎ একাদশী-দিনে সমস্ত পাপ আহার্য্য বস্তুকে আশ্রয় করে থাকে—অর্থাৎ একাদশীতে আহার করলে সর্ব্বপাপভাগী হতে হয়।
পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে একটি গল্প বর্ণিত রয়েছে। জৈমিনি ঋষি তাঁর গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুবর! একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কী লাভ? একাদশী ব্রত না করলেই বা কী ক্ষতি? সে বিষয়ে আপনি সবিস্তারে বলুন—
মহর্ষি ব্যাসদেব বর্ণন শুরু করলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে সৃষ্টি করলেন, স্থাবর এবং জঙ্গম।
আরও শুনুন – Spiritual: এ জগতে প্রকৃত গুরু আসলে কে?
মর্ত্যলোকবাসী মনুষ্যদের শাসনের জন্য নির্মাণ করলেন একটি পাপপুরুষের। সেই পাপপুরুষের সমস্ত অঙ্গ নির্মিত নানাবিধ পাপ দিয়ে। তার মাথাটি নির্মিত হল ব্রহ্মহত্যার পাপ দিয়ে, চক্ষুদুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, দুই কর্ণ ণ্ডরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রীহত্যা, গ্রীবা ধন অপহরণ, বক্ষ পরস্ত্রী-গমন, দুই ঊরু গুরুনিন্দা, শিশ্ন কন্যা বিক্রয়, দুই পা পিতৃহত্যা, ইত্যাদি এইভাবে বিভিন্ন পাপ দ্বারা নির্মিত হল ভয়ঙ্কর পাপপুরুষের।
বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।