হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতার হয় পূজার্চনা। সনাতন ধর্মে রয়েছে বহু দেবদেবীর প্রচলন। সেই সঙ্গে একই দেব দেবীর নানা রূপের কথাও আমরা জানি। কিন্তু আদৌ কি হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেব দেবীর অস্তিত্ব রয়েছে? সেই তেত্রিশ কোটি দেব দেবী কারা? সেই গল্প আপনাদের শোনাবো।
প্রথমেই আমরা ভেঙে দেখি দুটি শব্দ। ‘কোটি’ এবং ‘দেবতা’। সংস্কৃতে কোটি শব্দের দুটি অর্থ, একটি হল ‘প্রকার এবং অপরটি হল সংখ্যা অর্থে। সনাতন ধর্মের মূল গ্রন্থ বেদ-এ অবশ্য তেত্রিশ কোটি দেবতার কোনও উল্লেখ নেই। দেবতা উল্লেখে বেদে পাওয়া যায় একটি শ্লোক, ‘ত্রয়স্তিমাশতি কোটি’। বেদে তেত্রিশ কোটি অর্থে বলা হয়েছে তেত্রিশ রকমের দেবতার কথা।
অথর্ব বেদের দশম অধ্যায় সপ্তম সুক্তের ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে-
যস্য ত্রয়স্ত্রিংশদ্ দেবা অঙ্গে সর্বে সমাহিতাঃ
স্কম্মং তং ব্রুহি কতমঃ স্বিদেব সঃ।।
অর্থাৎ, পরম ঈশ্বরের প্রভাবে বিশ্বকে বজায় রেখেছেন এই তেত্রিশজন দেবতা।
প্রথম বেদ বা ঋগ্বেদ উল্লেখ মেলে তিন দেবতার। এঁরা যথাক্রমে অগ্নি বায়ু এবং সূর্য।
সামবেদে বর্ণিত অগ্নি প্রণাম মন্ত্রে দেখা মেলে মানুষের খুব জরুরি এবং কাছের ছিলেন দেবতা অগ্নি। অজস্র মন্ত্রের মধ্যে থেকে অন্তত দুটি উদ্ধার করলে দেখা মেলে মন্ত্রে সেই কথাই জানানো রয়েছে,
অগ্ন আ যাহি বীতয়ে গৃণানো হব্যদাতয়ে। নি হোতা সৎসি বর্হিষি ৷৷
ত্বমগ্নে যজ্ঞানাং হোতা বিশ্বেষাং হিতঃ। দেবেভির্মানুষে জনে ৷৷ ৷৷
হে অগ্নি, আনন্দের জন্য এস; স্তবযুক্ত হয়ে দেবলোকে আহূতিভার বহনের জন্য এস; হে দেবগণের আহ্বানদাতা; যজ্ঞাসনে উপবেশন কর। তুমি হে অগ্নি, সকল যজ্ঞের হোতা। দেবতাদের সঙ্গে যুক্তভাবে প্রতি মানুষে, প্রতি জীবে হিতকারী।
ঋগ্বেদে পরবর্তীতে দেবতার সংখ্যা বেড়ে হয় তেত্রিশ। এঁদের এগারো জন পৃথিবীতে, এগারো জন বায়ুতে এবং বাকি এগারো জন মহাকাশ বা অন্তরীক্ষে অবস্থান করছেন।
এঁদের প্রকারভেদ নিয়ে বৃহদারণ্যক উপনিষদ-এ বলা হয়েছে,
অষ্টো বসব একাদশ রুদ্রা দ্বাদদিত্যাস্ত একত্রিঙ্গিশদিন্দ্রশ্চৈব প্রজাপ্রতিশ্চ ত্রয়ত্রিঙশা চিতি।
অর্থাৎ অষ্ট বসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য এই কয়জন মিলিয়া একত্রিশ ও বাকি দুইজন মিলে তেত্রিশ জন দেবতা।
এই বিষয়ে বৃহদারণ্যক উপনিষদ-এ এক গল্পের উল্লেখ মেলে,
বিদগ্ধ শাকল্য যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞাসা করলেন, হে যাজ্ঞবল্ক্য দেব বা শক্তি কয়টি?
যাজ্ঞবল্ক্য বললেন, ৩৩টি
তখন শাকল্য আবার বললেন, হে যাজ্ঞবল্ক্য দেব কয়টি?
তখন তিনি আবার বললেন, ৬টি
শাকল্য আবার বললেন, হে যাজ্ঞবল্ক্য দেব কয়টি?
তখন যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন, ৩টি
আবার শাকল্য জিজ্ঞাসা করায় তিনি উত্তর দিলেন দুইটি।
এইভাবে বারবার শাকল্য-এর প্রশ্ন একই থাকে এবং যাজ্ঞবল্কের উত্তরের বদল হতে থাকে। দুই এর পর দেড় তারপর এক হয়ে যায়। এক উত্তর পেয়ে শাকল্য জিজ্ঞেস করেন, তাহলে তেত্রিশজন দেব কে বা কারা?
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।