হিন্দু ধর্মে তুলসী মাত্রেই পবিত্র। স্রেফ পাতা নয়, বৈষ্ণব সমাজে তুলসী কাঠও অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচ্য। তুলসী বীজ কিংবা কাঠ থেকে তৈরি বিশেষ মালা অনেকেই গলায় পরেন। নেপথ্যে কি শুধুই ধর্মবিশ্বাস? নাকি এর থেকে স্বাস্থ্যেরও উপকার হয়? আসুন শুনে নিই।
হিন্দু বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ মনে করা হয়। বিষ্ণু পুজোয় তুলসী পাতা আবশ্যক। যে কোনও মন্দিরে আরাধ্য নারায়ণকে তুলসীর মালা পরানোর রেওয়াজ রয়েছে। তবে শুধুমাত্র আরাধ্য মূর্তি নয়, বিষ্ণু ভক্তরাও এক বিশেষ তুলসীর মালা গলায় ধারণ করেন।
আরও শুনুন: Vastu Tips: ঘরের কোন দিকে তুলসী গাছ রাখা উচিত? কোন কোন দিন গাছে জল দেবেন না?
পৌরাণিক বিশ্বাস মতে, এই তুলসী হলেন রাধার প্রিয় সহচরী বৃন্দা। রাধা-কৃষ্ণা লীলা সম্পাদনের অন্যতম পরিচালিকা ছিলেন তিনি। কৃষ্ণ যখন মথুরায় চলে যান, তখন রাধার জন্য এই বৃন্দা সখীই কৃষ্ণের খোঁজ করতে বেরোন। সেখানে গিয়ে কৃষ্ণকে একপ্রকার ভর্ৎসনাই করেন তিনি। সেই অধিকার তাঁর ছিল। মনে করা হয় সেই বৃন্দাদেবীই বর্তমানে তুলসী রূপ ধারণ করেছেন। তাই বিষ্ণু উপাসকদের কাছে তুলসী নিত্য পূজিতা। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রেও তুলসীকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। এই পাতায় যথেষ্ট ভেষজ গুণ বর্তমান। তবে এই সবই মূলত তুলসী পাতার ক্ষেত্রে প্রযোজ্য। গলায় তুলসী কাঠের তৈরি মালা অনেকের কাছেই স্রেফ ধর্ম বিশ্বাসের প্রতীক মাত্র। কিছু সম্প্রদায় এই তুলসী মালাকে নিজেদের পরিচায়ক হিসেবেও গণ্য করে থাকেন। সেই গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যোগ রয়েছে, এমন সকলকেই গলায় তুলসী মালা ধারণ করতে হয়। মানতে হয় একাধিক নিয়মও। তবে বিশেষজ্ঞদের মতে এই মাল ধারণ করলে স্বাস্থ্যেরও উপকার হয়।
আরও শুনুন: নারায়ণ পুজোয় দিতেই হয় তুলসী পাতা, নেপথ্যে পুরাণের কোন গল্প?
তুলসী মালা মূলত জপের জন্য ব্যবহার করা হয়। মেডিটেশন করার ক্ষেত্রে অনেকেই তুলসী মালা জপ করেন। তাই এই মালা গলায় ধারণ করলে মনযোগ বৃদ্ধি পায়। অধ্যাবসায় বাড়ে বলেও ধারণা রয়েছে অনেকের। একইসঙ্গে মানসিক চাপ কমানোর ক্ষেত্রেও কাজে আসতে পারে তুলসী মালা। এই মালা গলায় ধারণ করলে দুশ্চিন্তা দূর হয়। এমনকি হজমের সমস্যা, নিঃশ্বাসের সমস্যা ঠিক করে দিতে পারে তুলসী মালা। এমনটাও মনে করা হয়, তুলসী মালা গলায় ধারণ করলে সার্বিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলেও ধারণা বিশেষজ্ঞদের। আবার এমনটাও মনে করা হয়, এই মালা ধারণ করলে নেগেটিভ এনার্জি থেকেও রেহাই মেলে। তাই একথা বলাই বাহুল্য, তুলসী সার্বিকভাবে শরীর এবং মন দুই ক্ষেত্রে উপকারী।