বিপদে ভরসা হতে পারে মোবাইল ফোন। বিশেষ কয়েকটি অ্যাপ, যা ফোনে থাকলে মিলবে সাহায্য। বিপদের খবর সহজেই পাঠানো যাবে পুলিশকে। কোন কোন অ্যাপ রাখতে হবে মোবাইলে? আসুন শুনে নেওয়া যাক।
আর জি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের বিচার চেয়ে উত্তাল দেশ। ন্যায়বিচারের দাবিতে পথে নামছেন সাধারণ মানুষ। এই আবহে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। উঠছে মেয়েদের আত্মরক্ষার উপায় শেখার কথা। সেইসঙ্গে বিপদ এড়ানোর নানা কৌশলের কথা বলছেন অনেকে। তাতেই উঠে আসছে মোবাইল ফোনের প্রসঙ্গ। বিশেষ কয়েকটি অ্যাপ, যা ফোনে থাকলে বিপদের সময় সাহায্য মিলতে পারে।
মোবাইল ছাড়া এক মুহূর্তও ভাবতে পারেন না, এমন মানুষ অনেকেই রয়েছেন। স্রেফ বিনোদন নয়, স্মার্ট ফোনের দৌলতে অনেক কাজই নিমেষে সেরে ফেলা যায়। এই স্মার্ট ফোনই বিপদের দিনে বন্ধু হয়ে উঠতে পারে। স্রেফ তাতে কয়েকটি বিশেষ অ্যাপ থাকতে হবে। মূলত মহিলাদের সুরক্ষার কথা ভেবেই এইসব অ্যাপ তৈরি করা হয়েছে। ব্যবহারের জন্য খরচ করতে হবে না একটা টাকাও। অথচ বিপদে পড়লে এই অ্যাপই খবর দেবে পুলিশে।
তালিকার প্রথমেই রয়েছে ‘রক্ষা’। এই অ্যাপে নিকটিবর্তী সমস্ত থানার ঠিকানা, ফোন নাম্বার দেওয়া থাকে। প্রয়োজন হলে সেখানে যোগাযোগ করতে পারেন যে কেউ। শুধু তাই নয়, এই অ্যাপে এমন এক বিশেষ ফিচার রয়েছে যার দরুন ইন্টারনেট ছাড়াই যে কাউকে মেসেজ পাঠানো যায়। বিপদের খবর বন্ধু বা বাড়িতে জানানোর জন্য যা খুবই জরুরী। পরের অ্যাপটির নাম ‘ বি সেফ’। এর মাধ্যমে যে কাউকে নিজের লোকেশন পাঠানো যায়। কোথাও আটকে থাকলে সেই বার্তা বাড়িতে পৌঁছে দেবে এই অ্যাপ। প্রয়োজনে পুলিশের কাছেও খবর পাঠানো যাবে এই অ্যাপের মাধ্যমে। পরবর্তী অ্যাপটি খুবই প্রয়োজনীয়। নাম ‘মাই সেফটিপিন’। অন্যান্য অ্যাপের মতো এর মাধ্যমেও বিপদের খবর পাঠানো যায় বন্ধু বা বাড়িতে। লোকেশনও জানিয়ে দেওয়া যায় সহজেই। শুধু তাই নয়, কাছাকাছি কোনও নিরাপদ স্থান রয়েছে কি না, থাকলেও কতদূরে, সেইসব খোঁজও মেলে এই অ্যাপের মাধ্যমেই। তালিকায় একটি সরকারি অ্যাপও রয়েছে। যার নাম ‘১১২ ইন্ডিয়া’। শুধু পুলিশ নয়, এই অ্যাপের সাহায্যে দমকল, হাসপাতাল সহ একাধিক আপৎকালীন পরিষেবার খোঁজ মিলতে পারে। মহিলা সুরক্ষায় এই অ্যাপ বিশেষ উপযোগী। কারণ এর মাধ্যমে পুলিশকে বিপদের কথা জানালে, কয়েক সেকেন্ডের মধ্যে থানা থেকে ফোন আসবে। সেই ফোন ধরতে না পারলে লোকেশন ট্র্যাক করে পুলিশ খুঁজে বের করে নেবে। সুতরাং বিপদের সময় এই অ্যাপ অনেকটাই সাহায্য করতে পারে। একইভাবে ‘সিটিজেন কপ’ অ্যাপটিও বেশ কাজের। এমন অনেকেই রয়েছে যারা গার্হস্থ্য হিংসার শিকার হন। মূলত তাঁদের কথা ভেবেই এই অ্যাপটি তৈরি হয়েছে। পুলিশের কাছে যে কোনও বিপদের খবর পাঠানো যায় এই অ্যাপের সাহায্যে। সুতরাং এই কয়েকটি অ্যাপ ফোনে রাখলে সুবিধা বই, অসুবিধা কিছু হবে না। বরং সুরক্ষার বিষয়ে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে।