তিন তালাকের বিরুদ্ধে লাগাতার প্রচারের মুখ ছিলেন এই মহিলা। লোকসভা ভোটের হায়দরাবাদে বিজেপির তুরুপের তাস আপাতত তিনিই। কে এই মাধবী লতা? শুনে নেওয়া যাক।
মাধবীলতা বিপ্লবের আরেক নাম। কালবেলা-যোগে সে কথা ভাবতে ভালোবাসেন অনেকেই। কিন্তু যাঁর কথা হচ্ছে, তিনি উপন্যাসের নন, একেবারে বাস্তবের চরিত্র। তবে প্রায় বিপ্লবের মতোই বড় এক বদলের সঙ্গে যোগ রয়েছে তাঁরও। তিন তালাকের বিরোধিতায় ঘরে ঘরে ঘুরে প্রচার চালিয়েছিলেন তিনি। বিজেপি সরকার তিন তালাক প্রথা রদ করার আগে হায়দরাবাদের এই মহিলা সেখানকার পুরনো বসতি এলাকায় জনমত গড়ে তুলতে চেয়েছিলেন। লোকসভা ভোটের আগে তিনিই সেখানে বিজেপির তুরুপের তাস। হায়দরাবাদের ওল্ড সিটিতে এই প্রথমবার কোনও মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে পদ্মশিবির। তিনি আর কেউ নন, কম্পেল্লা মাধবী লতা।
আরও শুনুন:
মজুরি কাটার ভয়! ঋতুস্রাব এড়াতে জরায়ুও কেটে বাদ দিয়েছেন মহিলারা
নিজাম কলেজ থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বিএ এবং ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে এমএ পাশ করেন লতা। ছাত্রাবস্থায় এনসিসি-র ক্যাডেট ছিলেন তিনি, পাশাপাশি তিনি একজন পেশাদার ভরতনাট্যম নৃত্যশিল্পী। বলাই বাহুল্য, রাজনীতিই তাঁর একমাত্র ক্ষেত্র নয়। ৪৯ বছরের এই মহিলা হায়দরাবাদের ভিরিঞ্চি হাসপাতাল গ্রুপের চেয়ারপার্সন। সমাজসেবার ক্ষেত্রেও কাজ করে থাকেন তিনি। স্বাস্থ্যশিবির আয়োজন করা, বন্যাত্রাণে ছুটে যাওয়ার পাশাপাশি তাঁকে লোকে চেনে প্রায় ২২০০ শৌচাগার বানানোর জন্য। স্বচ্ছ ভারতের আদর্শেই তিনি এ কাজ করেছেন বলে দাবি মাধবীর। আবার একইসঙ্গে সনাতন ধর্মের উৎসাহী প্রবক্তা তিনি। সে কারণেই বিজেপির সঙ্গে তাঁর রাজনৈতিক যোগাযোগ। তিনি জানিয়েছেন যে, তিনি গত এক বছর ধরে নির্বাচনী এলাকায় কাজ করছেন। প্রতিদিন এই এলাকার কোনায় কোনায় তিনি ঘুরে বেড়াতেন। তাঁর অভিযোগ, সেখানে কিছুই নেই- পরিচ্ছন্নতা নেই, শিক্ষা নেই। মাদ্রাসায় শিশুরা খাবার পাচ্ছে না। মুসলিম শিশুরা শিশুশ্রমিক হয়ে যায়, তারা কোনো ভবিষ্যৎ নেই তাদের। উপরন্তু হিন্দু মন্দির ও বাড়িগুলি বেআইনিভাবে দখল করা হচ্ছে বলেও অভিযোগে সরব নেত্রী। এআইএমআইএম-এর দখলে দীর্ঘদিন থেকেও কেন এই এলাকার উন্নতি হয়নি, প্রশ্ন তাঁর।
আরও শুনুন:
অযোধ্যায় পুজো পান একা রাম, যৌথ পরিবারের ভাঙনের ইঙ্গিত কি মন্দিরেও?
এমনিতে এই এলাকা আসাদউদ্দিন ওয়াইসির শক্ত ঘাঁটি। সেই ১৯৮৪ সাল থেকেই এআইএমআইএম এই এলাকায় পায়ের মাটি শক্ত করেছে। সে বছরই হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে জিতে আসেন ওয়াইসির বাবা সুলতান সালাহউদ্দিন ওয়াইসি। আর ২০০৪ সাল থেকেই এই কেন্দ্রের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। ২০১৯-এর গত লোকসভা নির্বাচনে ওয়াইসির ভোট এবং বিজেপির ভগবন্ত রাওয়ের ভোটের মধ্যে পার্থক্য ছিল প্রায় ৩ লক্ষ। সেখানেই এবার মাধবী লতার হাত ধরে ফায়দা তুলতে চাইছে বিজেপি।