ভিডিও দেখে পড়তে গেলেই শুরু হয়ে যাচ্ছে যৌনতা বিষয়ক বিজ্ঞাপন। ফলে কিছুতেই মন বসছে না পড়াশোনায়। গুগলের বিরুদ্ধে এমনই অভিযোগ এনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ছাত্র। পড়াশোনায় ব্যাঘাত ঘটানোর জন্য গুগলকে মোটা টাকা জরিমানা দেওয়ার আবেদন করেন তিনি। সব শুনে কী বলল আদালত? আসুন শুনে নিই।
অনলাইনে ভিডিও দেখতে গেলেই সামনে চলে আসছে বিজ্ঞাপন। যার অধিকাংশই যৌনতা সম্পর্কিত। তাই অনলাইনে পড়াশোনা করতে গিয়ে ভারী সমস্যায় পড়েছেন মধ্যপ্রদেশের এক ছাত্র। তাঁর দাবি এইসব বিজ্ঞাপনের কারণেই প্রবেশিকা পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। তাই সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। ক্ষতিপূরণ হিসেবে ৭৫ লক্ষ টাকা দেওয়ার আবেদনও জানিয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ শুনে আদালত উলটে তাঁকেই মোটা অঙ্কের জরিমানার নিদান দিল।
আরও শুনুন: মাছির উপদ্রবে বাপের বাড়ি চলে যান এই গ্রামের বউরা, চিন্তায় অবিবাহিত যুবকরাও
মামলাকারী ছাত্রের নাম আনন্দ কিশোর চৌধুরী। তাঁর অভিযোগ, অনলাইনে ভিডিও দেখে পড়তে শুরু করলে সামনে চলে আসছে বিভিন্ন যৌন উত্তেজক ভিডিও। ফলে পড়াশোনায় কিছুতেই মন বসছে না তাঁর। এমনকি এইসব ভিডিওর কারণেই নাকি পুলিশের চাকরির পররীক্ষায় পাস করতে পারেননি তিনি। এমন অভিযোগ এনে শীর্ষ আদালতে একটি পিটিশন দাখিল করেন আনন্দ। সেখানে তিনি বলেন, এই ধরনের বিজ্ঞাপন সংবিধানের ১৯ (২) ধারার পরিপন্থী। তাই অবিলম্বে এই ধরনের বিজ্ঞাপন বন্ধ করা হোক। পাশাপাশি বহুজাতিক সংস্থা গুগলের কাছে ৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।
তাঁর এই মামলাটি ওঠে বিচারপতি সঞ্জয় কিশান কৌল এবং বিচারপতি অভয় এস ওকা-র বেঞ্চে। তাঁরা সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ করে বলেন, আনন্দের অভিযোগের কোনও ভিত্তি নেই। বিচারপতিদের মতে আনন্দকে কেউ জোর করেনি ভিডিও দেখার জন্য। তাই এই ধরনের মামলা করে তিনি আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন। এরপরই বিচারপতিরা গুগলকে ৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের আবেদনটি দেখতে পান। যা দেখে আরও রেগে গিয়ে আনন্দ নামে ওই ছাত্রটিকেই ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার আদেশ দেন তাঁরা।
আরও শুনুন: ৮৭ বছর বয়সে দ্বিতীয়বার স্নাতকোত্তর ভারতীয় বৃদ্ধার, কানাডার পার্লামেন্টে অভিনন্দনের জোয়ার
যদিও এরপরই বিচারপতিদের কাছে ক্ষমা চান আনন্দ। অনেক কাকুতি মিনতি করে তিনি বলেন, অত টাকা দেওয়ার সামর্থ্য তাঁর পরিবারের নেই। তাই আদালত তাঁর জরিমানা মকুব করুক। অবশেষে সেই আবদেন মেনে নিয়ে বিচারপতিরা তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন।