জোরকদমে চলছে রামমন্দিরের প্রস্তুতি। নিজে অযোধ্যা গিয়ে সেই কাজ খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি, মন্দির পরিদর্শনে গিয়ে অযোধ্যায় সম্পূর্ণভাবে আমিষ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন তিনি। নেপথ্যে কী যুক্তি তাঁর? আসুন শুনে নিই।
অযোধ্যায় নিষিদ্ধ হতে চলেছে মাছ-মাংস-ডিম। এমনকি মদও সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে চলেছে ‘রামরাজ্যে’। সম্প্রতি, এমনই ফতোয়া জারির প্রস্তাব রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে আগামী বছরের মধ্যেই একগুচ্ছ নতুন পরিষেবা শুরু হতে চলেছে উত্তরপ্রদেশের এই জেলায়।
আরও শুনুন: শিক্ষায় বেড়া টানে না ধর্ম, যোগীরাজ্যে দ্বাদশ শ্রেণির সংস্কৃত পরীক্ষায় প্রথম মুসলিম পড়ুয়া
রামমন্দিরের উদ্বোধন সময়ের অপেক্ষা। রীতিমতো উত্তেজনায় দিন কাটাচ্ছেন অযোধ্যাবাসী। মন্দির নির্মাণ প্রস্তুতিও এগিয়েছে অনেকটাই। অন্যদিকে পাথর কেটে প্রস্তুত হচ্ছে রামের মূর্তি। সব মিলিয়ে রাজকীয় মন্দিরটি ঠিক কেমন হবে, তা দেখার জন্য মুখিয়ে আছেন গোটা দেশের মানুষ। সরেজমিনে সেই কাজ খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি মন্দিরের কাজ পরিদর্শনে গিয়ে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি। সেইসঙ্গে প্রস্তাব রেখেছেন অযোধ্যা নগরীতে সম্পূর্ণভাবে আমিষ নিষিদ্ধ করার। তাঁর দাবি, মন্দির উদ্বোধন হলেই অযোধ্যায় দর্শনার্থিদের ভিড় উপচে পড়বে। সেক্ষেত্রে মন্দির সংলগ্ন এলাকায় মাছ-মাংসের দোকান তাঁদের ভাবাবেগে আঘাত করতে পারে। একইরকম পরিস্থিতি হতে পারে মদের দোকান থাকলেও। তাই গোটা অযোধ্যাতেই মাছ-মাংস-মদ নিষিদ্ধ করার প্রস্তাব রেখেছেন তিনি। এমনিতেই কোনও বিশেষ তীর্থস্থানে আমিষ দ্রব্যের দোকান সচরাচর চোখে পড়ে না। তবে অযোধ্যার পরিস্থিতি একেবারেই তেমন নয়। এখানে মাছ-মাংসের দোকান ভালমতোই রয়েছে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ অযোধ্যায় বাস করেন। যাঁদের অনেকেই আমিষভোজি। তাই অন্যান্য জায়গার মতো অযোধ্যাতেও মাছ-মাংসের দোকান চোখে পড়ে। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে শীঘ্রই সেই ছবি বদলে যেতে পারে। অন্যান্য তীর্থস্থানের মতো অযোধ্যাতেও সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে পারে মাছ-মাংস কিংবা মদের দোকান।
আরও শুনুন: ‘আমার ভাই-ই সেরা’, যোগীরাজ্যে এনকাউন্টারের পর আদিত্যনাথের প্রশংসায় মুখর ‘গ্যাংস্টার’ অভিনেত্রী
শুধু তাই নয়, অযোধ্যাকে মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চাইছে যোগি সরকার। সমগ্র জেলায় ২৪ ঘন্টা পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে উন্নত করা হবে, নিকাশী ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা ও গোটা এলাকার রাস্তাঘাট। রামমন্দিরে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ভিড় হতে পারে। এমনটাই আশা করছে রাজ্য সরকার। তাঁদের সুবিধার কথা ভেবে সবরকমের উন্নতি করতে চান মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। সেইসঙ্গে দর্শনার্থীদের ভাবাবেগের কথা মাথায় রেখে আমিষ দ্রব্য নিষিদ্ধ করার পরিকল্পনা করেছেন তিনি। এতেই সার্বিকভাবে গোটা দেশের সামনে উদাহরণ হয়ে থাকবে অযোধ্যার রামমন্দির, এমনটাই আশা রাজ্যের মুখ্যমন্ত্রীর।