দেশের সব বাসিন্দাই আসলে হিন্দু, এমনকি মুসলিমরাও। ‘সনাতন ধর্ম’ বিতর্কে মুখ খুলে বিস্ফোরক দাবি যোগী আদিত্যনাথের। নিজের দাবির সপক্ষে কী যুক্তি দিলেন গেরুয়া শিবিরের নেতা? শুনে নেওয়া যাক।
ভারত থেকে হজ করতে মক্কায় যান যেসব মুসলিম, সৌদি আরবে তাঁদেরকেও হিন্দু বলেই পরিচয় দেওয়া হয়। সম্প্রতি এমনটাই দাবি করলেন খোদ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, হিন্দু বলতে এখানে কোনও বিশেষ ধর্মকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে ভারতের নিজস্ব পরিচয়কেই। আর সেই পরিচয়কেই সনাতন ধর্ম বলে এবার চিহ্নিত করলেন গেরুয়া শিবিরের এই নেতা। স্ট্যালিনপুত্র উদয়ানিধির (Udhayanidhi Stalin) সনাতন ধর্ম (Sanatana Dharma) মন্তব্যে যে বিতর্ক শুরু হয়েছে, সেই ইস্যুতেই সনাতন ধর্মের সংজ্ঞা স্পষ্ট করলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
আরও শুনুন: Ram Janmabhoomi: অযোধ্যার রামজন্মভূমিতে এবার মিলল প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ, ঘোষণা ট্রাস্টের
দিনকয়েক আগেই সনাতন ধর্মের সঙ্গে রোগ ব্যাধির তুলনা টেনে বেনজির তোপ দেগেছিলেন ডিএমকে-র তরুণ নেতা। তিনি সাফ বলেছিলেন, রোগের বিরোধিতা করা যায় না, তাকে নির্মূল করতে হয়। ম্যালেরিয়া-ডেঙ্গির মতো রোগকে যেমন নিশ্চিহ্ন করার প্রয়োজন রয়েছে, তেমনই ন্যায় ও সাম্যের বিরোধী সনাতন ধর্ম ও তার আদর্শকেও সমাজ থেকে মুছে ফেলার প্রয়োজন রয়েছে। প্রত্যাশিত ভাবেই তাঁর মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। ওই মন্তব্যে আসলে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে, এই মর্মে শুরু হয়েছে জোর প্রচার। এবার ইন্দোরের শ্রীনাথ মন্দিরের ধ্বজস্তম্ভ উন্মোচন করতে গিয়ে এই ইস্যুতে সুর চড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও।
আরও শুনুন: মন্দিরের জল্পনাই কি সত্যি? প্রাচীন মসজিদ থেকে সরস্বতী মূর্তি উদ্ধার ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশ
যোগী আদিত্যনাথের বক্তব্য, ভারতের জাতীয় ধর্মই হল সনাতন ধর্ম (Sanatana Dharma)। তা শাশ্বত, এর স্থায়িত্ব নিয়েও কারও প্রশ্ন তোলার কোনও জায়গাই নেই। আর ভারতে যাঁরা বাস করেন, তাঁরা সকলেই এর শরিক। সকলেই হিন্দু। তাঁর মতে, হিন্দু শব্দটি আদৌ কোনও ধর্মীয় শব্দ নয়, তা ভারতের সাংস্কৃতিক পরিচয়। নিজস্ব স্বার্থের জন্যই কেউ কেউ সেই শব্দের সংকীর্ণ অর্থ করছে বলে পালটা দিয়েছেন যোগী। দুটি শ্লোক তুলে ধরে তিনি আরও বলেন, যারা পুরাণের এই ধারণা এবং ভারতের এই সংস্কৃতিকে মুছে দিতে চায়, তারা একইসঙ্গে ইতিহাস ও বর্তমানকে বিকৃত করতে চাইছে। ভারতে থেকেও ভারতের মূল্যবোধ ও সংস্কৃতিকে আঘাত করছেন উদয়ানিধি-রা, সনাতন ধর্ম বিতর্কে সুর চড়িয়ে এবার এই মর্মেই পালটা তোপ দাগলেন যোগী আদিত্যনাথ।