কেদারনাথ মন্দিরের সামনে প্রেমিককে প্রেম নিবেদন করেছেন তরুণী। তারপর আবেগে ভেসে দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরেছেন। নিজেদের এই ব্যক্তিগত মূহুর্ত নেটদুনিয়ায় পোস্টও করেছেন তাঁরা। আর সেখানেই তীব্র কটাক্ষ ভেসে এসেছে নেটিজেনদের তরফে। মন্দির চত্বরে এমন কাজ মোটেও শোভনীয় নয়, এই দাবিতেই সরব হয়েছে নেটদুনিয়া। আসুন শুনে নিই।
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সবথেকে দুর্গম কেদারনাথ যাত্রা। উন্নত পরিষেবার জেরে বর্তমানে অনেকেই কেদারযাত্রায় সামিল হচ্ছেন। তবে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক ইস্যুতে বিতর্কও তৈরি হচ্ছে কেদারনাথ মন্দির ঘিরে। সম্প্রতি মন্দিরের সামনে বিলিতি কায়দায় প্রেমিককে প্রপোজ করতে দেখা গিয়েছে এক তরুণীকে। এমনকি একে অন্যকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে তাঁদের। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ নেটদুনিয়া।
আরও শুনুন: কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে টাকার বৃষ্টি, মহিলার বিরুদ্ধে সমালোচনার ঝড় নেটদুনিয়ায়
বছরে মাত্র কয়েকমাস কেদারনাথ দর্শনের সুযোগ পান সাধারণ মানুষ। বাকি সময় বরফেই ঢাকা থাকে মন্দির। এককালে যাত্রা শেষ করতে কয়েকমাস সময় লেগে যেত। বর্তমানে সেই সমস্যা অনেকটাই কমেছে। হেলিকপ্টার, ঘোড়া কিংবা পালকি চড়ে মন্দিরের যাওয়া আগের তুলনায় সহজ। তাই পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। পাশাপাশি কেদার মন্দিরের দুর্গম যাত্রাপথ মোবাইল বন্দি করার নতুন ট্রেন্ড চালু হয়েছে নেটদুনিয়ায়। শুধু তাই নয়, মন্দিরের সামনে গান চালিয়ে রিলস বানানোও চলছে রমরমিয়ে। নেটদুনিয়ায় অনেকেই এমনটা দাবি করছেন, স্রেফ ভিডিও বানানোর উদ্দেশ্য নিয়েই বর্তমানে কেদারনাথ যাত্রায় সামিল হচ্ছেন এত মানুষ। আর সেই ধারণা যে অনেকটাই সত্যি তা প্রমান করে দিচ্ছে অহরহ পোস্ট হওয়া কেদার মন্দিরের ভিডিও। তবে সম্প্রতি সবকিছু ছাপিয়ে গিয়েছে এক যুগলের কাণ্ড। তাঁদের পোস্ট করা ভিডিওটি রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। ভিডিও-য় দেখা যাচ্ছে, একই রঙের পোশাক পরে কেদার মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন ওই যুগল। হঠাৎ তরুণী মাটিতে হাঁটু মুড়ে বসে পড়লেন। অন্যজন তাঁর দিকে ফিরে তাকাতেই একটা আংটি বের করে প্রেম নিবেদন করলেন। এরপর দুজনেই আবেগে ভেসে একে অন্যকে জড়িয়ে ধরলেন। ভিডিওর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ডে একটি গানও রেখেছেন তাঁরা।
আরও শুনুন: ধসে গিয়েছিল গ্রামের একমাত্র স্কুল, নতুন করে তৈরি করতে ১১ কাঠা জমি দান কৃষকের
এই ভাইরাল ভিডিও নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন নেটজেনদের একাংশ। তাঁদের দাবি, পবিত্র কেদারনাথ মন্দির এইসব করার জায়গা নয়। কয়েকজন সরাসরি তাঁদের এই আচরণ একেবারেই অনুচিত বলে কটাক্ষ করেছেন। যদিও শিবমন্দিরে প্রেম নিবেদনে কোনও সমস্যা নেই বলেও দাবি অনেকেরেই। সেক্ষেত্রে তাঁদের যুক্তি, মন্দিরে তো অনেকেই বিয়ে করেন, তাহলে প্রেম নিবেদনে সমস্যা কোথায়? কিন্তু নেটদুনিয়ার প্রায় সকলেই একযোগে অন্য একটি দাবিতে সরব হয়েছেন। সকলেই মনে করছেন, মন্দিরের সামনে এই ধরনের ভিডিও করা একেবারেই উচিত নয়। তাই তাঁদের দাবি, কেদারনাথ মন্দিরে কঠোরভাবে নিষিদ্ধ করা হোক মোবাইল ফোন। তাহলেই এই ধরনের সমস্যা মিটে যাবে বলে মনে করছেন নেটিজেনরা। এমন নিয়ম দেশের অন্যান্য অনেক মন্দিরেই চালু রয়েছে। কেদার মন্দিরেও এবার এই নিয়ম চালু হয় কিনা তা দেখতে চাইছেন নেটদুনিয়ার বাসিন্দারা।
One of the Reasons why Smartphones should be Banned from All Leading Temples & Shrines
Just a Basic Phone within 20 KMs from the Main Temple, Eliminates Unnecessary Crowd
PS – I’m writing this from Kedarnath 🛕
— Ravisutanjani (@Ravisutanjani) July 1, 2023