হিজাব বিতর্কে উত্তাল ইরান। সরকারের দমন নীতি অগ্রাহ্য করেই পথে নামছেন সে দেশের মানুষ। এমনকি একজন নিহত হলে তাঁর প্রতিবাদের ব্যাটন হাতে তুলে নিচ্ছেন অন্য কেউ। সম্প্রতি তেমনই মর্মস্পর্শী নজির গড়লেন দুই ইরানি ভাইবোন। আসুন, শুনে নেওয়া যাক।
২২ বছরের তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভে ফেটে পড়েছেন ইরানের মানুষ। এদিকে বিক্ষোভ রুখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে সরকারও। পুলিশের গুলিবৃষ্টির জেরে মৃত্যুর সংখ্যা ৭৫ ছাড়িয়েছে। সেই নিহতদের দলেই ছিলেন জাভেদ হায়দারি। বিক্ষোভকারীদের উপর পুলিশি হামলাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। কিন্তু তাঁর মৃত্যুর দরুন তাঁর প্রতিবাদও থেমে যাবে, এমনটা ঘটতে দিতে নারাজ পরিবারের সদস্যরাই। তাই ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়েই প্রতিবাদের নিশান হাতে তুলে নিয়েছেন জাভেদের বোন। মেয়েদের মাথার চুল যাতে পুরুষের চোখে না পড়ে, সে কারণেই হিজাব পরার ফতোয়া দেওয়া হয় ইসলাম ধর্মের মেয়েদের। ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়ে সেই লম্বা চুল নিজের হাতেই কেটে ফেলেছেন বোন। আর ফুলের বদলে সেই চুলই রেখেছেন ভাইয়ের কবরের উপরে। যেন নিহত ভাইকে আশ্বাস জুগিয়েছেন, লড়াই থামছে না এখনই। এহেন আচরণ করেই ওই তরুণী বুঝিয়ে দিয়েছেন, ইরানের হিজাব বিরোধী আন্দোলনে শামিল তিনিও। সম্প্রতি এক ভিডিওর সূত্রে প্রকাশ্যে এসেছে সেই ছবি।
আরও শুনুন: সহকর্মীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েই মৃত্যু ব্যক্তির, কবরে ‘লম্পট’ লিখে দিলেন স্ত্রী
হিজাব না পরার দরুন ইরানের নীতি পুলিশের হাতে নিহত হয়েছেন ২২ বছরের তরুণী মাহসা আমিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই হিজাব বিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে সে দেশে। কোনোরকম চাপিয়ে দেওয়া পোশাকবিধি আর মেনে নেবেন না তাঁরা, এই দাবিতেই পথে নেমেছেন ইরানের মেয়েরা। হিজাব পুড়িয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে তাঁদের। মাথার চুল কেটে ফেলেও ওই চাপানো নীতি-নিয়মের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তাঁরা। সেই দলেই এবার শামিল হলেন এই তরুণীও। যদিও বিক্ষোভ দমন করতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে সে দেশের প্রশাসন। অগ্নিগর্ভ ইরানে অব্যাহত মৃত্যুমিছিলও। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন খোদ প্রেসিডেন্ট রইসি। কিন্তু সেই হুঁশিয়ারির সামনে যে নতিস্বীকার করছেন না ইরানের মানুষ, এ কথাই ফের বুঝিয়ে দিল এই দুই ভাইবোনের কাহিনি।
Javad Heydari’s sister, who is one of the victims of protests against the murder of #Mahsa_Amini, cuts her hair at her brother’s funeral.#IranRevolution #مهسا_امینیpic.twitter.com/6PJ21FECWg
— 1500tasvir_en (@1500tasvir_en) September 25, 2022