লোকসভা ভোটে জয় হোক নরেন্দ্র মোদির। মসজিদে গিয়ে এমন প্রার্থনা করছেন মুসলিমরাই। কোথায় ঘটল এমন ঘটনা? শুনে নেওয়া যাক।
নির্বাচনী আবহেই বিজেপির পালে যেন বাড়তি হাওয়া। হিন্দুত্ববাদীদের কাছে মোদির গ্রহণযোগ্যতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। কিন্তু এবার দেখা গেল মোদি ম্যাজিকে মজেছেন মুসলিমরাও। তাই কেবল হিন্দুত্বের পক্ষে সওয়াল করা মানুষেরাই নন, মুসলিমরাও চাইছেন মোদির জয়। হ্যাঁ, এই মর্মেই মসজিদে গিয়ে প্রার্থনা করেছেন তাঁরা।
কোথায় ঘটেছে এহেন কাণ্ড? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন:
ভোটের প্রচারে যত হিন্দু-মুসলিম দ্বন্দ্ব! মন্দিরের রাস্তার জন্য জমি দিলেন মুসলিমরাই
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি দরগার ভেতরে ভিড় জমিয়েছেন বেশ কয়েকজন মুসলিম। চাদর চড়ানোর জন্য চাদর বয়ে নিয়েই দরগায় ঢুকেছিলেন তাঁরা। চাদর চড়িয়ে তার উপরে পুষ্পবৃষ্টি করেন সকলে। আর এই সবকিছুই তাঁরা করেছেন চলতি ভোটে নরেন্দ্র মোদির জয়লাভের জন্য প্রার্থনা করে। এদিকে দরগার ভিতরেই চলছিল কাওয়ালি। তাতেও মোদিরই প্রশংসার সুর। রুরকির সাবির সাহেব দরগায় সম্প্রতি ঘটেছে এই ঘটনা। সেখানকার মুসলিম বাসিন্দাদের সঙ্গে যোগ দিয়েছিল উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডও। বোর্ডের সভাপতি শাদাব শামস ছিলেন শোভাযাত্রার পুরোভাগে। তাঁর নেতৃত্বেই গোটা প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সভাপতির বক্তব্য, চব্বিশের নির্বাচনে উত্তরাখণ্ডের মোট ৫টি আসনই যাবে বিজেপির দখলে। আর সেই আশা যাতে সত্যি হয়, সে কারণেই তাঁরা দরগায় গিয়ে প্রার্থনা করেছেন বলে জানান উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের সভাপতি।
আরও শুনুন:
স্বাধীনতার পর থেকে যাননি কোনও প্রধানমন্ত্রী, মোদি পুজো দিয়ে এলেন সেই মন্দিরেও
এমনিতে হিন্দুত্ববাদের পক্ষে যে বিজেপি সচরাচর সওয়াল করেই থাকে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিজেপি শিবিরের নেতানেত্রীদের বিরদ্ধে একাধিকবার মুসলিমদের প্রতি ঘৃণাভাষণের অভিযোগও উঠেছে। এমনকি চলতি নির্বাচনেও ক্রমশ বিভাজনের তাস বিছাতে শুরু করেছেন নরেন্দ্র মোদি। সেখানে বিজেপির হাতে মুসলিম ভোট কতখানি যাবে, তা নিয়ে সংশয় ছিল। সেখানে মোদির জয়ের জন্য খোদ মুসলিমদেরই প্রার্থনা করার ঘটনা যে লোকসভায় বিজেপিকে খানিক বাড়তি অক্সিজেন দিল, তা বলাই যায়।