রাজনৈতিক মুনাফা লাভের জন্য সংখ্যালঘু তোষণের পথে নেমেছে গেরুয়া শিবির। হিন্দুত্ব ইস্যুতে উদ্ধবপন্থী শিবসেনা দলের প্রতি বিজেপির আক্রমণের পালটা দিলেন উদ্ধব ঠাকরে। আরএসএস-বিজেপির হিন্দুত্বকে ‘গোমূত্রধারী হিন্দুত্ব’ বলেও আখ্যা দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আসুন, শুনে নেওয়া যাক।
গেরুয়া শিবিরের হিন্দুত্ব আসলে ‘গোমূত্রধারী হিন্দুত্ব’। এই মর্মে আরএসএস-বিজেপিকে একযোগে তোপ দাগলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এমনকি বিজেপি কর্মীদের গোমূত্র পানেরও নির্দেশ দিলেন তিনি।
কিন্তু হঠাৎ কী প্রসঙ্গে এহেন আক্রমণ শানালেন উদ্ধব?
আরও শুনুন: চেনেন না আম্বেদকরকে! বাবাসাহেবের জন্মদিনে স্বামী বিবেকানন্দকেই শ্রদ্ধা জানালেন বিজেপি নেত্রী
সম্প্রতি কংগ্রেসের সঙ্গে হাত মেলানো নিয়ে উদ্ধবপন্থী শিবসেনা দলের প্রতি কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। শিন্ডে শিবিরের ভাগ হয়ে যাওয়া এবং শিবসেনার নাম দখল করে নেওয়ার পর কার্যত অনেকখানিই শক্তি হারিয়েছে উদ্ধবপন্থীরা। হারানো শক্তি পুনরুদ্ধারের জন্য বিজেপিবিরোধী জোটের দিকেই ঝুঁকেছে শিবসেনার এই শাখা, যে জোটের নেতৃত্ব কার্যত কংগ্রেসের হাতেই। মোদি পদবি নিয়ে মামলায় রাহুল গান্ধীর সাজা শোনার পর কংগ্রেসের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন উদ্ধব ঠাকরে। এই পরিস্থিতিতে দুই দলের জোট নিয়ে উদ্ধবকে বিঁধেছে বিজেপি। উদ্ধব ও তাঁর দলের হিন্দুত্ববাদ নিয়েও প্রশ্ন তুলেছে তারা। যার পালটা উদ্ধবের প্রশ্ন, কংগ্রেসে কি কোনও হিন্দু নেই? তাহলে কংগ্রেসের সঙ্গে হাত মেলানো মানেই হিন্দুত্বের পথ থেকে সরে আসা হবে কেন? এদিকে চলতি মাসের গোড়াতেই আওরঙ্গাবাদে মিছিল করেছিল মহা বিকাশ আগাড়ি। আর তারপরে সেই জায়গায় গোমূত্র ছিটিয়ে তা ‘শুদ্ধ’ করেছে গেরুয়া শিবির। এই ঘটনার প্রেক্ষিতেই বেজায় চটে গিয়েছেন উদ্ধবপন্থী শিবসেনা দলের প্রধান। তাঁর সাফ কথা, “ওদের একটু গোমূত্র খেয়ে নেওয়াও উচিত ছিল, তাহলে মাথা খুলে যেত।” মিছিলে যে মুসলিমরা অংশগ্রহণ করেছিলেন, বিজেপি কি তাঁদের মানুষ বলেই মনে করছে না- প্রশ্ন নেতার। উদ্ধবের আরও দাবি, তাঁর দল যে হিন্দুত্বে বিশ্বাস করে, সেই ধর্ম আদতে জাতীয়তাবাদের কথা বলে। উলটোদিকে বিজেপি নেতাদের এক হাতে হনুমান চল্লিশা ধরা থাকে, আবার তাঁরা মসজিদে গিয়ে কাওয়ালি শোনেন, এমনকি উর্দুতে ‘মন কি বাত’-এর সম্প্রচার করা হয়। খোদ মোহন ভাগবত পর্যন্ত মসজিদে গিয়েছেন বলে তোপ উদ্ধবের। তাঁর সাফ কথা, আসলে রাজনৈতিক মুনাফা লাভের জন্য সংখ্যালঘু তোষণের পথে নেমেছে গেরুয়া শিবির।
আরও শুনুন: ভিড় ট্রেনে নমাজ পড়ে ইফতার, মুসলিম সহযাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়ালেন হিন্দুরা
কেবল বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েই অবশ্য থেমে যাননি উদ্ধব। ধর্ম নিয়ে এই মাতামাতির আড়ালে কীভাবে আসল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দিচ্ছে বিজেপি, সেই মর্মেও সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন উদ্ধব ঠাকরে। সব মিলিয়ে, চব্বিশের নির্বাচনের আগে বিজেপির সঙ্গে বিরোধীদের লড়াইকে আরও উসকে দিয়েছেন এই নেতা।