ভোজপুরী গান চালিয়ে নাচছেন শিক্ষিকা। তাঁর সঙ্গে তাল মেলাচ্ছে খুদে পড়ুরাও। সম্প্রতি ভাইরাল হওয়া এমনই এক ভিডিও দেখে উত্তেজনা ছড়িয়েছে নেটপাড়ায়। স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে এমন কাজ কেন করলেন শিক্ষিকা? সেই প্রশ্নই উঠে এসেছে নেটিজেনদের তরফে। আসুন, শুনে নিই।
নাচে-গানে মাতোয়ারা ক্লাসরুম। খুদে পড়ুয়াদের সঙ্গে নিয়েই নাচছেন শিক্ষিকা। বাচ্চাদের স্কুলে এমন দৃশ্য হয়তো তেমন বিরল নয়। কিন্তু এখানে গল্পটা খানিক আলাদা। কারণ যে গানের সঙ্গে তাঁরা তাল মেলাচ্ছেন তা মোটেও শিশুসুলভ নয়। রীতিমতো চটুল শব্দ মেশানো ভোজপুরী গান চালিয়ে নাচতে দেখা গিয়েছে এক শিক্ষিকাকে। আর সেই নাচের ভিডিও ভাইরাল হতেই রেগে আগুন নেটিজেনরা।
আরও শুনুন: স্কুলের শৌচাগার পরিষ্কার করতে হবে নিম্নবর্গের পড়ুয়াদেরই, সাফ নির্দেশ প্রধান শিক্ষিকার
ভাইরাল ভিডিওটির শুরুতে অবশ্য এসব কিছুই আঁচ পাওয়া যায়নি। সেখানে দেখা যাচ্ছে, শাড়ি পরে দাঁড়িয়ে আছেন এক যুবতী। কিছুক্ষণের মধ্যেই বাজতে শুরু করল এক ভোজাপুরী গান। আর সেই গানের ছন্দেই বিভিন্ন ভঙ্গিতে কোমর দোলাতে শুরু করলেন তিনি। প্রথমে তাঁর পরিচয় বোঝা না গেলেও, একটু পরেই তা স্পষ্ট হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যামেরা ঘুরল অন্যদিকে। তখন দেখা গেল, বেশ কয়েকজন খুদেও গানের সঙ্গে তাল মিলিয়ে ওই সুবতীর সঙ্গে দিব্যি নাচছে। তাদের পরনে রয়েছে স্কুলের ইউনিফর্ম। যা থেকে সহজেই বোঝা গেল ভিডিওতে নৃত্যরত যুবতীর আসল পরিচয়। ওই যুবতী স্কুলেরই একজন শিক্ষিকা, এবং ওই খুদের দল তাঁরই ছাত্রছাত্রী। সাধারণত বাচ্চাদের পড়ানোর সময় শিক্ষকরা নাচ-গান করে অনেক কিছু বুঝিয়ে থাকেন। কিংবা শুধুমাত্র নাচ শেখানোর জন্যও ক্লাস নেওয়া হয়। কিন্তু এখানে সেসবের বালাই নেই। বরং অনুমান করা হচ্ছে, নেহাত আনন্দের জন্যই ভোজপুরী গান চালিয়ে খুদে পড়ুয়াদের নিয়ে নেচেছেন ওই শিক্ষিকা। এদিকে যে গানের তালে তালে তাঁরা নাচছিলেন সেটাও একেবারেই শিশুদের জন্য নয়। স্বাভাবিক ভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।
আরও শুনুন: হার মানবে সিনেমাও! জীবনবিমার ২ কোটি টাকা পেতে স্ত্রীকে খুনের নিখুঁত ছক ব্যক্তির
সকলেই ওই শিক্ষিকার এহেন আচরণের চরম নিন্দা করেছেন। স্কুলের মধ্যে এমন চটুল গানের সঙ্গে নাচ, বাচ্চাদের উপর খুবই খারাপ প্রভাব ফেলতে পারে বলেই মনে করেছেন নেটিজেনরা। কেউ কেউ তাই দাবি করেছেন এই কাণ্ডের জন্য বরখাস্ত করা হোক শিক্ষিকাকে। অবশ্য এ নিয়ে মশকরাও ছড়িয়েছে ভালই। কেউ কেউ বলছেন, এমন শিক্ষিকাকে তাঁরা কেন ক্লাসরুমে পাননি? তবে মজা-মশকরা সরিয়ে রেখে এমন ঘটনা যে একেবারেই গ্রহণযোগ্য নয়, কড়া মন্তব্যে সে কথাই বুঝিয়ে দিয়েছেন নেটিজেনরা।
बचपन में ऐसी Teacher हमें क्यों नहीं मिली 🥲❤️ pic.twitter.com/DCmx6USvD1
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) December 2, 2022