রাশিয়া সফরের আগে প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা বিজেপি নেতারই। প্রধানমন্ত্রীকে ‘পঞ্চতন্ত্রের বাদুড়’ কটাক্ষ করে তাঁর তোপ, পুতিনের সামনে সাষ্টাঙ্গে দণ্ডবৎ করবেন মোদি। কিন্তু কেন এহেন বক্তব্য তাঁর?
তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দ্বিতীয় বিদেশ সফরের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর গন্তব্য রাশিয়া। সেখান থেকে অস্ট্রিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। পাঁচ বছর পর রাশিয়ায় পা রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে মোদির রাশিয়া সফরকে গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহল। কিন্তু সেই সফরের আগেই প্রধানমন্ত্রীর দিকে বেনজির কটাক্ষ উড়ে এল বিজেপি শিবিরের অন্দর থেকেই। প্রধানমন্ত্রীকে ‘পঞ্চতন্ত্রের বাদুড়’ কটাক্ষ করলেন বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী। এখানেই শেষ নয়, তাঁর আরও খোঁচা, পুতিনের সামনে সাষ্টাঙ্গে দণ্ডবৎ করবেন মোদি।
আরও শুনুন:
সংখ্যাগরিষ্ঠতা পাননি নরেন্দ্র মোদি, অভিমানে নিজেকেই শেষ করে দিলেন বিজেপি কর্মী
সোশাল মিডিয়ায় খোলাখুলি তোপ দেগে বিজেপি নেতা লিখেছেন, আসলে রাশিয়ার আসার জন্য মোদিকে সমন পাঠিয়েছেন পুতিন। আর একই সময়ে আমেরিকা ভারত ছাড়া বাকি কোয়াড সদস্যদের নিয়ে বৈঠকে বসছে। সেসময় মস্কোতে গিয়ে পুতিনের সামনে সাষ্টাঙ্গে দণ্ডবৎ করবেন মোদি। আসলে এখন মোদির অবস্থা পুরোপুরি পঞ্চতন্ত্রের সেই বাদুড়ের মতো।
পঞ্চতন্ত্রের বাদুড় বলার তাৎপর্য কী? আসলে, পঞ্চতন্ত্রের এক গল্পে পাখি ও পশুদের মধ্যে লড়াই বেধেছিল। সেখানে বাদুড়েরা দাঁড়িয়েছিল নিরপেক্ষ অবস্থানে। তবে যে দলই জেতার দিকে এগোত, তারাও সেইদিকে ঝুঁকে পড়ত। তবে শেষমেশ যখন যুদ্ধ থামে, তখন দু-পক্ষই বাদুড়দের এই সুবিধাবাদী অবস্থান চিনে নিয়ে তাদের একঘরে করে দেয়। আসলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ক্ষেত্রেও খুব স্পষ্ট কোনও অবস্থান নেয়নি মোদি সরকার। পঞ্চতন্ত্রের গল্পের প্রসঙ্গ টেনে সেই ইস্যুতেই মোদিকে বিঁধলেন সুব্রাহ্মনিয়াম স্বামী।
আরও শুনুন:
প্রথম পাতায় রাহুলের প্রশংসা দেখেই চটে লাল, সংবাদপত্র বয়কটের ডাক বিজেপি নেতার
সম্প্রতিই, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে মোদিকে বিঁধেছিলেন সুব্রাহ্মনিয়াম স্বামী। সেখানেও তাঁর দাবি ছিল, কোথায় থামতে হবে, মোদি-জয়শংকরকে সে নির্দেশ দিচ্ছেন চিনের জিনপিং-ই। চিন আগ্রাসন রুখতে না পারলে মোদির পদত্যাগ করা উচিত বলেও দাবি তোলেন বিজেপি নেতা। আর এবার রাশিয়া সফর নিয়েও মোদিকে তোপ দাগতে ছাড়লেন না বিজেপি নেতা।