জোর করে নয়। নিজের ইচ্ছাতেই বদলেছেন ধর্ম। সোনম সিদ্দিকি থেকে হয়েছেন লক্ষ্মী। তারপর বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক বিষ্ণুকে। কোথায় ঘটেছে এই কান্ড? আসুন শুনে নেওয়া যাক।
রামের নামে মুছবে ধর্মে ভেদ। মন্দির উদ্বোধনে অ-হিন্দুদের নিমন্ত্রণ পাঠিয়ে আগেই এমনটা প্রমাণ করেছে অযোধ্যার রাম মন্দির কর্তৃপক্ষ। এবার সেই রামের নামেই দুঃসাহসিক পদক্ষেপ করলেন যোগীরাজ্যের তরুণী। যিনি ভালোবাসার টানে বদলেছেন নিজের ধর্ম।
আরও শুনুন: কত চালে কত ভোট! দোসর কন্ডোমও, রাজনীতিতে যারা নতুন ‘মুখ’
ধর্ম পরিবর্তন প্রসঙ্গে হামেশাই সরব হতে শোনা যায় হিন্দু নেতাদের। অনেকেই মুসলিমদের বিরুদ্ধে এই ইস্যুতে সরাসরি ক্ষোভ উগরে দেন। সম্প্রতি যোগীরাজ্যে সেই ধর্ম পরিবর্তনের ঘটনাই ঘটেছে। তবে এক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। কারণ এখানে কেউ কাউকে জোর করে ধর্ম বদল করায়নি। একেবারে নিজের ইচ্ছাতেই ধর্ম পরিবর্তন করেছেন উত্তরপ্রদেশের বেরিলির বাসিন্দা সোনম সিদ্দিকি। যদিও এখন তাঁকে আর এই নামে ডাকা চলে না। ধর্ম বদলের সঙ্গে সঙ্গে বছর ২৬-এর তরুণীর নতুন নাম হয়েছে লক্ষ্মী। আর এই সবটাই তিনি করেছেন ভালোবাসার টানে। দীর্ঘ ১২ বছর ধরে বিষ্ণু মৌর্য নামে এক যুবকের সঙ্গে চেনাশোনা। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। কিন্তু চারহাত এক হওয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল ধর্ম। মুসলিম তরুণীর পরিবার কোনওভাবেই হিন্দু পাত্রকে মেনে নিতে চাইছিল না। কিন্তু ওই যে কথায় আছে, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজি! এক্ষেত্রেও ঘটেছে ঠিক তেমনটাই। প্রথমে নিজের ধর্ম পরিবর্তন। তারপর মন্দিরে গিয়ে বিষ্ণুকে বিয়ে করেছেন লক্ষ্মী। যদিও এঁর জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। বিশেষ করে পরিবারের অমতে গিয়ে এই কাজ করা একেবারেই সহজ ছিল না তাঁর জন্য। এমনকি বেশ কয়েকবার হুমকিও শুনতে হয়েছে। শেষমেশ পুলিশের সাহায্য নিয়ে নিজের ভালোবাসার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরেছেন লক্ষ্মী।
আরও শুনুন: প্রধানমন্ত্রীর GYAN-এর পালটা বিরোধীর BAAP! ভোটের আগে কেন দাপাদাপি নয়া শব্দের?
জানা গিয়েছে, বেশ কয়েকবছর আগে তিন তালাকের শিকার হয়েছিলেন লক্ষ্মী। সেইসঙ্গে আরও নানা ধরনের অত্যাচার সহ্য করতে হয় তাঁকে। সেইসব কিছু ভুলে নতুন জীবন শুরু করার কথা অনেকদিন আগেই ভেবেছিলেন লক্ষ্মী। আর এক্ষেত্রে তাঁর একমাত্র ভরসা ছিলেন শ্রীরাম। শুনতে অবাক লাগলেও সত্যি। মুসলিম হয়েও বরাবর প্রভু রামকে মেনে এসছেন তিনি। এতদিনে সেই রামের নামেই নতুন জীবন পেয়েছেন বলে দাবি লক্ষ্মীর। তাই স্বামীর সঙ্গে অযোধ্যার রাম মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। আগামীদিনে যাতে প্রভু রামের আশীর্বাদে তাঁরা একসঙ্গে থাকতে পারেন, সেই আশাতেই রাম মন্দির যাওয়ার কথা ভাবছেন বেরিলির এই নবদম্পতি।