মন্দিরে ঢুকতে গেলেও মানতে হবে পোশাকবিধি। ছোটখাটো জামাকাপড় পরে মন্দিরে প্রবেশ সম্পূর্ন ভাবে নিষিদ্ধ। সম্প্রতি এমনই ফতোয়া জারি করেছে শিমলার এক শতাব্দী প্রাচীন মন্দির। শুধুমাত্র মহিলা নয়, পুরুষদের ক্ষেত্রেও এই একই নিয়ম জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। নেপথ্যে কী কারণ দেখিয়েছেন তাঁরা? আসুন শুনে নিই।
ভগবানের আরাধনার স্থান মন্দির। সেখানে কোনওভাবেই অশালীনতা বরদাস্ত নয়। সম্প্রতি এমনই যুক্তি খাড়া করে, মন্দিরে প্রবেশের জন্য নির্দিষ্ট পোশাক বিধি জারি করল শিমলার এক শতাব্দী প্রাচীন মন্দির। রীতিমতো নোটিশ জারি করে ওই মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ঠিক কোন কোন পোশাক পরলে মন্দিরে ঢোকা যাবে না।
আরও শুনুন: তিক্ত সম্পর্কে আশ্রয় নেই, একলা নারীদের ঠাঁই দিত ‘ডিভোর্স মন্দির’
ঘটনাটি শিমলার বিখ্যাত জৈন মন্দিরের। বর্তমানে মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে দিগম্বর জৈন সভা। তাঁরাই সম্প্রতি মন্দিরের প্রবেশের জন্য নির্দিষ্ট পোশাকবিধি জারি করেছেন। তালিকায় মহিলা এবং পুরুষ উভয়ের পোশাকের কথাই উল্লেখ করা হয়েছে। মূলত যেসব পোশাকে শরীরের বেশিরভাগ অংশ দেখা যায় সেগুলিতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে- বারমুডা, হাফ প্যান্ট, মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, ফ্রক এবং থ্রি-কোয়ার্টার প্যান্টের কথা। সেইসঙ্গে বলা হয়েছে, যে কোনও ধরনের ছোট পোশাক বা রাতে ঘুমানো হয় এমন পোশাক পরে এলেও, মন্দিরে ঢোকার অনুমতি মিলবে না। কড়া ভাবেই এই নিয়ম পালন করা হবে বলে সাফ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
আরও শুনুন: এতদিনে কাটল সংশয়, ডিম আগে না মুরগি? ধাঁধার সমাধান বিজ্ঞানীদের
মন্দিরের অন্যতম প্রধান পূজারীর মতে, বর্তমান সমাজের কাছে ফ্যাশন ও পোশাকের ধারণা অনেকটাই বদলেছে। তাঁরা যে ধরনের পোশাক পড়তে অভ্যস্ত হয় উঠছেন, তাতে হিন্দু ধর্মের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই মন্দিরে এই ধরনের পোশাক পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দির মাত্রেই পবিত্রভূমি। তাই বাইরে নিজের পছন্দের পোশাক পরলেও এখানে সেসব পরা যাবে না। এমনটাই সাফ জানিয়েছেন ওই মন্দির কর্তৃপক্ষের অন্যান্য সদস্যরাও।