করোনা নিয়ে উদ্বেগের আবহেই জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর। ফের বাধ্যতামূলক হতে পারে মাস্ক। কোভিডবিধি মেনেই হবে বড়দিনের উৎসব ও গঙ্গাসাগর মেলা, জানালেন মুখ্যমন্ত্রী। নয়া রাজ্যপালকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী। বড়দিনের আগেও মিলল না জামিন। বছরের শেষে আপাতত জেলই ঠিকানা পার্থ, সুবীরেশ-সহ ৭ অভিযুক্তের। আসানসোল দুর্ঘটনা মামলায় হাই কোর্টে রক্ষাকবচ বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারির। নির্দেশ তদন্তে সহযগিতার। ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিরুদ্ধে দাপট ভারতীয় বোলারদের। মাত্র ২২৭ রানে শেষ হল বাংলাদেশের প্রথম ইনিংস।
হেডলাইন:
আরও শুনুন: 20 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- অন্য মামলায় পুলিশি হেফাজত, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে বাধা ইডি-র
বিস্তারিত খবর:
1. ফের চোখ রাঙাচ্ছে করোনা। ইতিমধ্যেই করোনার অতি সংক্রামক বিএফ.৭ ভ্যারিয়েন্টে ৪ জন আক্রান্তের হদিশ মিলেছে দেশে। সংক্রমণ রুখতে তাই গোড়া থেকেই সতর্ক কেন্দ্র। আগেই এ ব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছিল। এদিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও। করোনা পরিস্থিতি নিয়ে এদিন সংসদে বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীও। দূরত্ববিধি মেনে চলা, মাস্ক পরা এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের কথা বলেন তিনি। এছাড়াও বিদেশি যাত্রীদের উপর বাড়তি নজর রাখা হচ্ছে বলেও জানান। বিমানবন্দরে শুরু হয়েছে করোনা পরীক্ষা। আগেই জিনোম সিকুয়েন্সিংয়ের উপর জোর দিয়েছিল কেন্দ্র। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে রাজ্যগুলিকে বুস্টার ডোজে জোর দিতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, তৃতীয় করোনা টিকা নেওয়ার জন্য নাগরিকদের আগ্রহ বাড়াতে হবে। সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির পরেই চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন আইএমএ-ও কোভিড বিধি মানায় জোর দিয়ে সাংবাদিক সম্মেলন করে। এদিন এক বিবৃতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, ভিড়ে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, এছাড়াও আগের মতো স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও বিয়ে ইত্যাদি সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ এড়ানোর পরামর্শ দিয়েছে আইএমএ। এদিকে করোনা ইস্যুতে ভারত জোড়ো যাত্রা বহাল রাখা নিয়ে শুরু হয়েছে নতুন চাপানউতোর। করোনা নিয়ে কেন্দ্রের এই সতর্কতার পিছনে রাজনীতিই দেখছেন বিরোধীরা। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বন্ধ করা এবং আগামী বছর যে ৯ রাজ্যের ভোট আছে, সেটা পিছিয়ে দেওয়ার জন্যই নতুন করে করোনা নিয়ে বাজার সরগরম করতে চাইছে সরকার, এমনটাই দাবি কংগ্রেসের।
2. করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দেশেই। এ নিয়ে প্রথম থেকেই সতর্ক বাংলা। তবে করোনা নিয়ে মানুষকে অযথা আতঙ্কিত হতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী। এর আগেই করোনা পরিস্থিতি মোকাবিলায় কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এদিন তিনি জানান, করোনাকে কেন্দ্র করে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বড়দিনের উৎসব এবং গঙ্গাসাগর মেলা কোভিডবিধি মেনেই উদযাপিত হবে বলে আশ্বস্ত করেন তিনি। পরিস্থিতির উপর সরকার নজর রেখেছে, এবং ঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই এদিন জানান মুখ্যমন্ত্রী। এদিকে কোভিড মোকাবিলায় এদিন বিশেষ কমিটির সঙ্গে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্তারা। মূলত কোভিড মোকাবিলার পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে যেহেতু বাংলায় এখনই করোনা আক্রান্তের হদিশ নেই, তাই সাবধানতা অবলম্বন করলেও, আতঙ্কিত না হওয়ারই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।