গণেশ পুজোর সময় গোমাংস ভক্ষণের অভিযোগ। আর সেই অভিযোগের তির খোদ বিজেপি নেতার ছেলের দিকেই। যে শিবির থেকে সবসময় খাদ্যাভ্যাস নিয়ে বিতর্ক উসকে দেওয়া হয়, এবার সেই ইস্যুতে ওই শিবিরকেই বিঁধলেন বিরোধী নেতা। কী ঘটেছে ঠিক? শুনে নেওয়া যাক।
ইদানীং কালে দেশজুড়ে মাঝে মাঝেই উসকে উঠছে সাম্প্রদায়িক অশান্তির আঁচ। মানুষের খাদ্যাভ্যাসের মতো একান্ত ব্যক্তিগত বিষয় নিয়েও অপছন্দ আর সেই অপছন্দের জেরে হিংসা ছড়িয়ে দেওয়ার ঘটনা এখন বড্ড চেনা। একেবারে সাম্প্রতিক সময়েই গোমাংস থাকার অভিযোগে হরিয়ানায় গণপিটুনিতে হত্যা করা হয়েছে বাঙালি শ্রমিক সাবির মল্লিককে। তার আগেই উনিশ বছরের আরিয়ান মিশ্রকে মুসলমান সন্দেহে খুন করেছে গোরক্ষক বাহিনী। গোরক্ষার নামে দেশজোড়া তাণ্ডব যে অবলীলায় ও প্রায় বিনা প্রতিবাদে সংঘটিত হয়ে চলেছে, তার পিছনে ভারতীয় জনতা পার্টি নামক দলটির সংযোগ স্পষ্ট, বিজেপির নেতৃবৃন্দের ভূমিকাও রীতিমতো প্রত্যক্ষ। যে শিবির থেকে সর্বক্ষণ মানুষের খাদ্যাভ্যাস নিয়ে আপত্তি ওঠে, গোরক্ষার কথা বলা হয়, সেই দলেরই একজন তাহলে গণেশ পুজোর সময় গোমাংস খাচ্ছেন কেন? প্রশ্ন তুলে কড়া তোপ দাগলেন শিবসেনার উদ্ধব শিবিরের সাংসদ সঞ্জয় রাউত।
বিজেপির মহারাষ্ট্র শাখার সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেতের নাম সম্প্রতিই জড়িয়েছে এক দুর্ঘটনায়। নাগপুর শহরে গেরুয়া নেতার ছেলের গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। কোনওমতে বেঁচে গিয়েছেন আরোহীরা। পানশালা থেকে ফেরার সময় বিজেপি নেতার পুত্রের এই তাণ্ডব দেখে সকলেরই প্রশ্ন, ক্ষমতা কি যা খুশি করার অনুমোদন দেয়? আপাতত পলাতক অভিযুক্ত সহ তার আরও দুই সঙ্গী। তবে ঘটনায় প্রশ্নের মুখে বিজেপি নেতা এবং গেরুয়া শিবির। সেই পরিস্থিতিতেই এবার আরও বড় অভিযোগ আনলেন সঞ্জয় রাউত। তাঁর দাবি, পানশালা থেকে যে বিল মিলেছে, তাতে দেখা যাচ্ছে বিফ কাটলেটের উল্লেখ। যারা সবসময় হিন্দুত্বের কথা বলে, তারাই শ্রাবণ মাসে গণেশ পুজোর সময় গোমাংস খাচ্ছে কেন? প্রশ্ন তুলেছেন উদ্ধব শিবিরের নেতা।
সত্যি বলতে, মানুষের খাদ্যাভ্যাস নিয়ে এহেন দড়ি টানাটানি তো বিজেপির সূত্রেই তৈরি হয়েছে। এর আগেও দেখা গিয়েছে, শ্রাবণ মাসে মাছ খাওয়া নিয়ে লালু-পুত্র তেজস্বী যাদবকে তোপ দেগেছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। সংসদে শিবের ছবি দেখাতেই রাহুল গান্ধীকে শুনতে হয়েছে, গোমাংস খান, অথচ মহাদেবের ছবি দেখাচ্ছেন কেন! এই দ্বন্দ্বের প্রেক্ষিতেই এবার বিজেপি নেতার পুত্রকে নিশানা করলেন বিরোধী নেতা।