দিল্লিতে এসে সাংবাদিক বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রীও, অথচ ভারতের প্রধানমন্ত্রীর তা করার সাহস নেই। এই মর্মেই নরেন্দ্র মোদিকে এবার জোর খোঁচা দিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল। ঠিক কী অভিযোগ তাঁর? আসুন, শুনে নেওয়া যাক।
সম্প্রতি জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই ঘটনাকে হাতিয়ার করেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল। তাঁর অভিযোগ, কানাডার প্রধানমন্ত্রী পর্যন্ত এ দেশে এসে সাংবাদিক সম্মেলন করতে পারেন, অথচ এ দেশের প্রধানমন্ত্রীরই তা করার সাহস নেই। তাই সাড়ে ন’বছর ধরে গদিতে থাকলেও একটিও সাংবাদিক বৈঠক তিনি করে উঠতে পারেননি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রুডোর সাংবাদিক বৈঠকের একটি ভিডিও পোস্ট করেই মোদিকে এই মর্মে তোপ দেগেছেন সাকেত।
আরও শুনুন: ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে মোক্ষম প্রশ্ন মোদিকে, কে এই সাবরিনা সিদ্দিকি?
সম্প্রতি জি-২০ শীর্ষবৈঠকে তাবড় তাবড় রাষ্ট্রনেতাকে আপ্যায়ন করে বিশ্বের দরবারে খ্যাতি কুড়িয়েছে ভারত। কিন্তু এই বৈঠকের সূত্র ধরেই একের পর এক অভিযোগের আঙুল উঠছে মোদি সরকারের দিকে। এর আগে সাকেতই এই সম্মেলনের বিপুল ব্যয় বরাদ্দ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন। এমনকি অন্যান্য আয়োজক দেশগুলি কোন বছরের জি-২০ সম্মেলন উপলক্ষে কত টাকা খরচ করেছিল, তার একটি পরিসংখ্যান তুলে ধরেই সেই তালিকার সঙ্গে ভারতের খরচের তুলনা টেনেছিলেন সাকেত। আর তারপরেই ফের নয়া অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র। এবার আর মোদি সরকার নয়, খোদ নরেন্দ্র মোদিই তাঁর নিশানায়। অন্যের প্রশ্নের জবাব দিতে প্রধানমন্ত্রীর বরাবরের অনীহা, দীর্ঘদিন ধরেই মোদির বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক দল। এর সঙ্গে সুর মিলিয়েছে দেশ-বিদেশের সংবাদমাধ্যমগুলিও। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কোনও সাংবাদিক সম্মেলনে অংশ নেননি নরেন্দ্র মোদি, এমন দাবি দেশ-বিদেশের অধিকাংশ সংবাদমাধ্যমই করে থাকে। এবার ফের সেই ইস্যুতেই আক্রমণ শানালেন সাকেত গোখেল।
আরও শুনুন: ২০১৪ থেকে এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি মোদি! আসল সত্যিটা কী?
যদিও চলতি বছরেই মার্কিন সফরে গিয়ে এক সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তার আগে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল, ২০১৪ সালে ভারতের মসনদে বসার পর থেকে একবারও সাংবাদিক সম্মেলন করেননি মোদি। তবে সে কথার বিরোধিতা করে বিদেশ মন্ত্রকের প্রাক্তন আমলা সৈয়দ আকবরউদ্দিন বলেন, ২০১৫ সালে হায়দ্রাবাদে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন মোদি। যদিও বিরোধী শিবিরের একাংশের দাবি ছিল, সাংবাদিক সম্মেলন করলেও কোনও প্রশ্নের উত্তর দেননি প্রধানমন্ত্রী। এবার জি-২০ বৈঠকের আবহে ফের পুরনো অভিযোগে শান দিয়েই নরেন্দ্র মোদিকে একহাত নিলেন সাকেত গোখেল।