কুম্ভমেলায় মহিলাদের স্তন পরীক্ষা। উদ্দেশ্য, ক্যানসারের বীজ খুঁজে বার করা। এতটুকু সন্দেহ হলেই পদক্ষেপ করা হচ্ছে। কোনও মহিলা যাতে স্তন ক্যানসারে মারা না যান, সেই ভাবনা থেকেই এমন উদ্যোগ। নেপথ্যে কে বা কারা রয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
পুণ্যের টানে কুম্ভযাত্রা! ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় হাজির হয়েছেন ভক্তরা। মহিলারাও ভিড় জমিয়েছেন দলে দলে। তাঁদের জন্য বিশেষ স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কুম্ভে। বিনামূল্যে পরীক্ষা করা হচ্ছে মহিলাদের স্তন। তাতে ক্যানসার হওয়া আশঙ্কা বুঝলেই শুরু হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা।
এমনিতে, এই ধরনের মেলায় স্বাস্থ্য পরীক্ষা শিবির লেগেই থাকে। আই ক্যাম্প থেকে সুগার টেস্ট সবই চলে। অনেক সময় বিনামূল্যে ওষুধ বা চশমা দেওয়া হয়। তবে এবারের কুম্ভ এই সাধারণ স্বাস্থ্য পরীক্ষার উর্ধে পৌঁছে গিয়েছে। মেলায় ব্যবস্থা করা হয়েছে ‘ম্যামোগ্রাফ শিবির’। যেখানে মহিলাদের স্তন পরীক্ষা করা দেখা হচ্ছে সেখানে ক্যানসার বীজ লুকিয়ে কি না। অবশ্য একে ঠিক শিবির বা ক্যাম্প বলা যায় না। কেরলের এক ধর্মীয় সংগঠনের তরফে মেলায় আনা হয়েছে বিশেষ গোলাপী বাস। সেখানে চলছে পরীক্ষা। যেহেতু চারদিক ঢাকা বাস, তাই গোপনীয়তা নিয়ে ভয়ের কিছু নেই। বাইরের কেউ উত্যক্ত করবে এই সম্ভাবনাও কম। তাই নিশ্চিন্তে মহিলারা এসে স্তন পরীক্ষা করাচ্ছেন। কোনওভাবে ক্যানসারের আঁচ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা করছে ওই সংস্থা। এমনকি কম টাকা ক্যানসারের চিকিৎসার দায়িত্বও নিচ্ছে তারা।
আসলে, এই স্তন ক্যানসার এমনই একটা বিষয়, যা দিনে দিনে বড় আকার নিচ্ছে। অথচ চক্ষুলজ্জার খাতিরে অনেক মহিলাই মন খুলে এ নিয়ে কথা বলতে পারেন না। অসুবিধা হলেও তা নিজেদের মধ্যে চেপে রাখেন। এদিকে তিলে তিলে বাড়তে থাকে মারণরোগ। একটা সময়ের পর আর কিছুই করার থাকে না। তাই আগেভাগে ব্যবস্থা নিলে বিপদ এড়ানো সম্ভব। সেই কারণেই কুম্ভমেলায় স্তন ক্যানসার পরীক্ষার ব্যবস্থা করেছে কেরলের মা অমৃতানন্দময়ী মঠ। মেলায় আনা হয়েছে বিশেষ এক গোলাপী বাস। যা আসলে স্তন ক্যানসার পরীক্ষা কেন্দ্র। বিশেষ ক্ষমতাসম্পন্ন এই বাস তৈরিতে ৪ কোটি টাকা খরচ করা হয়েছে। ২০২২ সাল থেকেই এই বাসে মাধ্যমে ক্যানসার সচেতনতা ছড়ানোর চেষ্টা করে ওই সংগঠন। কুম্ভে বহু মানুষের সমাগম হবে, সুতরাং এখানে পরীক্ষার ব্যবস্থা থাকলে অনেকের শরীরেই রোগের বীজ খুঁজে পাওয়া যাবে, এই ভাবনা থেকেই বাস নিয়ে প্রয়াগ হাজির হন মঠের সদস্যরা। সঙ্গে অবশ্য বিশেষ মেডিক্যাল টিমও নিয়ে আসেন তাঁরা। কোনওভাবে অসুস্থ রোগীকে শনাক্ত করা গেলে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে ফরিদাবাদের মা অমৃতানন্দময়ী হাসপাতালে। সেখানে অনেকটাই কম খরচে ক্যানসার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। মেলায় আগত ভক্তরা এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফেও এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে।