মাত্র ১ পয়সা। এই বাজারে তার আর কী দাম! অচল পয়সাই বলা যায়। অথচ সেই ১ পয়সাই ক্ষেত্রবিশেষে মূল্যবান হয়ে উঠতে পারে। বাঁচিয়ে দিতে পারে হাজার হাজার টাকা। ভাবছেন কী করে? আসুন তবে শুনে নেওয়া যাক একটা ঘটনার কথা।
১ পয়সার পালা। এই বলেই ঘটনাটার কথা বরং শুরু করা যাক। যার কেন্দ্রে আছেন গ্রেটার নয়ডার বাসিন্দা সুনীল কুমার। অর্থাৎ তাঁকে ঘিরেই যত ঘটনা। ভদ্রলোক হাজার ২২ টাকা পাঠাতে চেয়েছিলেন তাঁর এক আত্মীয়কে। অনলাইন ট্রানজাকশন যে করেন না, তা নয়। বেশ সড়গড় তিনি নেটদুনিয়ায়। অতএব সব ফর্ম্যালিটি সম্পন্ন করে অনলাইনে টাকা পাঠিয়েও দিলেন। কিন্তু, সেই সই করতে গিয়ে লালমোহনাবাবুর কলমের এক ফোঁটা কালি পড়ে যাওয়ার মতোই ঘটল এক বিড়ম্বনা। অ্যাকাউন্ট নম্বর টাইপ করতে গিয়ে একখানা ভুল ডিজিট লিখে ফেলেছিলেন। ফলে টাকা চলে গিয়েছে অন্যজনের কাছে।
আরও শুনুন: অন্তর্বাসের নেই লিঙ্গভেদ! প্যান্টি পরে এবার প্রথা ভাঙলেন পুরুষ মডেল
এখন কী উপায়! ভদ্রলোক দ্বারস্থ হলেন ব্যাঙ্কের। যে ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট সেখানে জানালেন সবকিছু। কিন্তু ব্যাঙ্ক থেকে তৎক্ষণাৎ তেমন কোনও সাড়া মিলল না। ভদ্রলোক পড়লেন চিন্তায়। ভেবেচিন্তে একটি উপায় বের করলেন তিনি। ট্যুইটারে গুছিয়ে লিখলেন তাঁর সমস্যার কথা। আর কীভাবে এই সমস্যার সুরাহা হবে, তাও জানতে চাইলেন। তক্কে তক্কে ছিল ব্যাঙ্ক জালিয়াতরা। সুনীলের এই পোস্ট দেখা মাত্রই তাদের খেলা শুরু হয়ে যায়। ফোন আসে সুনীলের কাছে। তাঁকে বলা হয়, একটা অ্যাপ ডাউনলোড করতে। এদিকে ভদ্রলোক তাঁর পোস্টে নিজের ব্যাঙ্কের অফিসিয়াল পেজটিকে ট্যাগ করেছিলেন। ফলে আর কোনও সন্দেহ করেননি। আর এই সন্দেহ না-করার ছিদ্রপথ দিয়েই ঢুকে পড়ে জালিয়াতির কালসাপ। ঢুকে পড়লও।
আরও শুনুন: স্তন ছোট বলেই বাদ পড়েছেন সিনেমা থেকে, বলিপাড়ার গুপ্তকথা ফাঁস করলেন রাধিকা
অ্যাপটি ডাউনলোড করা মাত্র ভদ্রলোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটি পেয়ে যায় জালিয়াতরা। প্রথমে তারা অ্যাকাউন্ট থেকে ২০০০ টাকা ট্রানজকশন করার চেষ্টা করে। ভাগ্যক্রমে তা সফল হয় না। এবার তাই চেষ্টা বড় অঙ্কের জালিয়াতির। একেবারে ৫ গুণ টাকা অর্থাৎ ১০ হাজার টাকা কেটে নেওয়ার চেষ্টা করে জালিয়াতরা। ঠিক তখনই সুনীলের ফোনে একটি মেসেজ আসে, দেখা যায়, তাঁর অ্যাকাউন্টে তখন ১০ হাজার টাকা নেই, আছে মোটে ৯,৯৯৯.৯৯ টাকা। অর্থাৎ ঠিক ১ পয়সা কম। সেই কারণে ফেল করেছে অর্থাৎ এই ট্রানজাকশন সফল হয়নি। মেসেজ দেখেই টনক নড়ে সুনীলের। বুঝতে পারেন, এতক্ষণ তিনি যা যা করেছেন তা সব জালিয়াতের নির্দেশে। ভাগ্যিস ১ পয়সা কম ছিল, নইলে এতক্ষণে গায়েব হত তাঁর দশ হাজার টাকা। কে বলতে পারে আরও বড় জালিয়াতির হাত থেকেই সম্ভবত তিনি রক্ষা পেলেন মাত্র ১ পয়সার জন্যই। আর কালবিলম্ব না করে সাইবার সেলে যোগাযোগ করেন তিনি, জানান অভিযোগ।
আরও শুনুন: বারংবার বাংলায় বিদেশি আক্রমণ, রুখতে হিন্দু রাজাদের মতো লড়েছিলেন মুসলমান রাজাও
বুঝতেই পারছেন, ১ পয়সার গুরুত্ব কিন্তু কম নয়। সময় এলে, সে হাজার হাজার টাকার সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে, তার থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিসটি হল সচেতনতা। সেটি না থাকলে কিন্তু জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল। কেননা সকলেই তো আর সুনীলের মতো ভাগ্যবান হন না!