সাহসী অভিনেত্রী বলেই বলি-দুনিয়ায় খ্যাতি কুড়িয়েছেন রাধিকা আপ্তে। ছবির প্রয়োজনে অনায়াসে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে রাজি তিনি। কিন্তু এই রাধিকাই সম্প্রতি ছবি থেকে বাদ পড়লেন স্তন ছোট হওয়ার কারণে। এই ঘটনা ফের প্রশ্ন তুলল, তবে কি অভিনয়ের চেয়েও শারীরিক গঠনই বেশি গুরুত্ব পাবে রুপোলি দুনিয়ায়? ছবির প্রয়োজনে নয়, কেবল বাজারকে উসকে দিতেই কি সিনেমায় আনা হবে তথাকথিত সাহসী দৃশ্যগুলি? আসুন, শুনে নেওয়া যাক।
ছবিতে যৌন দৃশ্যের উপস্থিতি কি কেবল বাজারের চাহিদার কথা মাথায় রেখেই? সেখানে নায়িকার ভূমিকা কি কেবলই এক পণ্যের? ভাল অভিনয় নয়, কেবল নিখুঁত শরীরই কি গুরুত্ব পাবে সেখানে? এমনই নানা প্রশ্ন উসকে দিল রাধিকা আপ্তের সাম্প্রতিক বক্তব্য।
আরও শুনুন: আড়াই বছর ধরে টানা যৌন হেনস্তা করেন মায়ের বন্ধু! কিশোরীবেলার অভিজ্ঞতা জানালেন কুবরা সইত
বরাবরই সাহসী অভিনেত্রী বলে পরিচিত রাধিকা। সিনেমা হোক কি ওয়েব সিরিজ, চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে গড়তে এতটুকু আপত্তি নেই তাঁর। দ্বিধা নেই প্রয়োজনে নিজেকে খোলামেলা পোশাকে মেলে ধরতে, এমনকি তথাকথিত সাহসী দৃশ্যে অভিনয় করতেও। ‘পার্চড’ ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যে তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকায় নেটিজেনদের আক্রমণের মুখেও পড়েছিলেন রাধিকা। নেটমাধ্যমে একবার তাঁর নগ্ন ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল। কিন্তু যাই হয়ে যাক, শিল্পের সঙ্গে আপস করতে নারাজ এই অভিনেত্রী। “শরীর যে কোনও অভিনেতার কাছেই খুব প্রয়োজনীয় একটি ‘টুল’ বা হাতিয়ার”, এমনটাই মনে করেন তিনি। তাই চরিত্রের প্রয়োজনে শরীরের ব্যবহার করতে যে তিনি আদৌ কুণ্ঠিত নন, সে কথাই সাফ জানিয়েছিলেন রাধিকা। কিন্তু সম্প্রতি এক ঘটনা নতুন করে ভাবিয়েছে তাঁকে।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন: বাস্তব জীবনে ছক ভাঙা, এই নারীদের জীবন তাই উঠে এসেছে সিনেমার পরদাতেও
রাধিকা জানিয়েছেন, সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের ডাক পাওয়ার পরেও প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। না, অভিনয়ের কারণে নয়। ওই ভূমিকার সম্ভাব্য অভিনেত্রীর সঙ্গে রাধিকার তুলনা টেনে বলা হয়েছে, সেই অভিনেত্রীর স্তন এবং ওষ্ঠ আকারে বড়, সুগঠিত। ওই অভিনেত্রীর যৌন আবেদন বেশি, সুতরাং তাঁকে ছবিতে রাখলে বিক্রি বাড়বে- এই কথা সাফ জানানো হয়েছে ছবির নির্মাতাদের তরফ থেকে। আর এইখানেই ধাক্কা খেয়েছেন রাধিকা। ছবির বিষয় পছন্দ হয়েছিল তাঁর। নির্মাতাদেরও সমীহ করতেন তিনি। কিন্তু সেখানেও যে নারীশরীরকে এভাবে মেপে নেওয়া হবে, তা ভাবতেও পারেননি অভিনেত্রী।
বলিউডে প্লাস্টিক সার্জারি করে শরীরী গঠন বদলে ফেলার হিড়িক দেখে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন রাধিকা। কৃত্রিম সৌন্দর্য নয়, সওয়াল করেছিলেন মানুষের নিজস্ব সৌন্দর্যকে গুরুত্ব দেওয়ার পক্ষে। এই পরিস্থিতিতেই এহেন ঘটনার মুখোমুখি হলেন অভিনেত্রী। এই ঘটনা বলিউডের পুরুষতান্ত্রিক নজরকেই আরও একবার বেআব্রু করে দিল বলে মত প্রকাশ করেছেন তিনি। মহিলারা আরও বেশি করে ক্ষমতার শীর্ষে উঠে না এলে এই অবস্থার বদল ঘটবে না, এমনটাই মনে করছেন রাধিকা আপ্তে।