ধর্ষকদের যদি শুভ সংস্কার থাকবেই, তাহলে তারা ধর্ষণের মতো একটি ঘৃণ্য কাজ করেছিল কেন? বিলকিস বানো মামলায় ধর্ষকদের মুক্তি প্রসঙ্গে এই প্রশ্ন তুললেন নির্ভয়া-কাণ্ডের ধর্ষিতার মা। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পূর্তির দিনেই জেল থেকে মুক্তি পেয়েছে বিলকিস বানো মামলার ১১ জন অপরাধী। তাদের মুক্তি দেওয়ার অন্যতম পরিকল্পনাকারী, গোধরার বর্তমান বিধায়ক সি কে রউলজির মতে, ওই ব্যক্তিরা সকলেই ব্রাহ্মণ, সুতরাং তারা সুসংস্কারী। আর এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার মুখ খুললেন নির্ভয়া কাণ্ডের ধর্ষিতার মা আশা দেবী। তাঁর সাফ কথা, ধর্ষকদের যদি শুভ সংস্কার থাকবেই, তাহলে তারা ধর্ষণের মতো একটি ঘৃণ্য কাজ করেছিল কেন?
আরও শুনুন: বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তিতে চলল মিষ্টি বিতরণ, কী বলছেন বিলকিসের স্বামী?
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের বিতর্কসভায় উপস্থিত হয়েছিলেন আশা দেবী। সেখানেই বিলকিস বানোর গণধর্ষকদের উষ্ণ অভ্যর্থনা পাওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। গোধরা জেল থেকে মুক্তি পাওয়ার দিনেই ওই ১১ জন অপরাধীকে মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে কার্যত বরণ করে নেওয়া হয়েছিল। যা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই ইস্যুতেই সোচ্চার হলেন নির্ভয়ার মা। তাঁর মতে, যা কিছু ঘটেছে তা একেবারেই ভুল এবং লজ্জাজনক। ধর্ষকদের প্রতি কিছু ব্যক্তির এহেন মানসিকতা পোষণ করাই আদতে ধর্ষণ হওয়ার কারণ, এমনটাই মনে করেন তিনি।
আরও শুনুন: ‘ভাগ্যিস গডসের ফাঁসি হয়েছিল’, বিলকিস বানো ইস্যুতে বিধায়কের মন্তব্যের পালটা ওয়েইসির
২০১২ সালে রাজধানী দিল্লির বুকে নারকীয় গণধর্ষণের শিকার হয়েছিলেন তাঁর মেয়ে। মেয়ের মৃত্যু হলেও দীর্ঘ আইনি লড়াই চালিয়ে অবশেষে বিচার আদায় করেছিলেন তাঁরা। নাবালক বলে এক অপরাধীর সাজা কম হলেও শেষ পর্যন্ত ফাঁসি হয় নির্ভয়ার আরও চার ধর্ষকের। কিন্তু দীর্ঘ লড়াই চালিয়ে বিলকিস বানো যে বিচার আদায় করেছিলেন, ধর্ষকদের মুক্তিতে সেই লড়াই ব্যর্থ হয়ে গিয়েছে বলেই মনে করছেন তাঁরা। এই প্রসঙ্গেই আশা দেবীর মন্তব্য, ধর্ষকদের যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তবে তা মকুব করার প্রশ্নই নেই। তাদের সারাজীবনই জেলে আটকে রাখা উচিত বলে মত প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, কোনও একজন নির্যাতিতা বা তাঁর পরিবারের জন্য নয়, সমস্ত মেয়েদের সুরক্ষার কথা ভেবেই ধর্ষকদের মুক্তি দেওয়া উচিত নয়। এহেন অপরাধীরা মুক্তি পেলে সমাজে ভুল বার্তা যায় বলেই মনে করেন তিনি। দেশজুড়ে অসংখ্য ধর্ষিতা যে সুবিচার পাওয়ার আশায় লড়াই করে চলেছেন, সে কথা মনে করিয়ে দিয়ে ধর্ষকদের কঠোর শাস্তি দেওয়ার পক্ষেই জোর সওয়াল করেছেন নির্ভয়ার মা।