বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমা তৈরি হয়, এ তো জানা কথাই। কিন্তু সিনেমা থেকে অনুপ্রেরণা যে বাস্তবেও আসে, এমনটা সচরাচর হয় না। আর সে অনুপ্রেরণার জেরে যদি খুনের ঘটনা ঘটে, তবে তো যাকে বলে অবস্থা ভয়াবহ। সম্প্রতি একটি খুনের রহস্য সমাধান করতে গিয়ে এমনই নজির পেলেন তদন্তকারীরা। আর এতে কাঠগড়ায় দাঁড়াল অজয় দেবগণের ছবি ‘দৃশ্যম’।
খুন হয়েছিলেন এক নেতা। বয়স ৬৭ বছর। নাম, ত্রিলোচন সিং ওয়াজির। ঘটনা দিল্লির। সেই খুনের কিনারা করতে গিয়ে এক অভাবনীয় ঘটনার সম্মুখীন হলেন তদন্তকারীরা। জানা গেল, খুনের পর পুলিশকে ঘোল খাওয়াতে বেশ কিছু মিথ্যে তথ্য প্রমাণ সাজিয়ে রাখে খুনিরা। আর সে ঘটনার অনুপ্রেরণা তারা পেয়েছে, আর কোথাও থেকে নয়, বলিউডি ছবি ‘দৃশ্যম’ থেকে।
আরও শুনুন: আফগানিস্তানে ঘরবন্দি কর্মরতারা, নিন্দা করুক মুসলিম সংগঠনগুলি… মত জাভেদ আখতারের
অজয় দেবগণ অভিনীত দৃশ্যম ছবিটিতে দেখা গিয়েছিল, নিজের পরিবারকে বাঁচাতে কীভাবে তদন্তের গতিপ্রকৃতি বদলে দিয়েছিলেন এক ব্যক্তি। যা সামনে থেকে দেখা যাচ্ছিল, তা সত্যি নয়। কিন্তু যা সত্যি, তাকে কিছুতেই তথ্য প্রমাণের ভিত্তিতে সত্যি বলে সাব্যস্ত করা যাচ্ছিল না। চমকদার চিত্রনাট্য। টানটান উত্তেজনা। সিনেমাটি প্রায় সব সিনেপ্রেমীরই মন ভরিয়েছিল। কিন্তু সেই সিনেমা যে একটা খুনের ঘটনায় কাঠগড়ায় উঠবে কে জানত!
আরও শুনুন: উৎসবের মরশুমে কাঁদাতে পারে পেঁয়াজ, কেন দাম বাড়বে জানেন?
দিল্লির এই খুনের ঘটনায়, তদন্ত যত এগিয়েছে , তত চমক লেগেছে তদন্তকারীদের। প্রথমে জানা যায়, পুরনো শত্রুতার জেরেই এই নেতাকে খুন করার পরিকল্পনা কষে হরপ্রীত নামে এক অভিযুক্ত। বেশ মাস তিন চারেক ধরে খুনের পরিকল্পনা করা হয়। আর তাতে সহায়ক হয়ে উঠে ‘দৃশ্যম’ সিনেমাটি। তদন্তের অভিমুখ বদলাতে নায়ক চরিত্রে অজয় দেবগণ ঠিক যেমনটি করেছিলেন, তেমনটাই ছক কষে অভিযুক্তরা। সেইমতো অভিযুক্ত হরপ্রীত ডেকে আনে তার এক সহপাঠীকে। হরপ্রীতের নির্দেশমতো সে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। সঙ্গে থাকা দুটি ফোন সুইচ অফ , অন করে সে একটা ধাঁধা তৈরি করার চেষ্টা করে। তাদের পরিকল্পনা ছিল লাশটিকে মেট্রো স্টেশনে বা বিমানবন্দরের কাছাকাছি কোথাও গুম করবে। কিন্তু শেষমেশ তা আর পেরে ওঠেনি খুনিরা। তার আগেই পুলিশের জালে পড়ে যায় দুই অভিযুক্ত।
বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।