প্রেমের টানেই ভিনদেশে ছুটে এসেছিলেন সীমা হায়দার। কিন্তু সেই প্রেমের গল্পেই এবার লাগল সাম্প্রদায়িক রং। তরুণীকে পাকিস্তানে না ফেরালে আরও একটা ২৬/১১ দেখতে হবে ভারতকে, এবার এমনই হুমকি ফোন এল খোদ মুম্বই পুলিশের কাছে। কী ঘটেছে ঠিক? শুনে নেওয়া যাক।
অনলাইনে গেম খেলতে গিয়ে প্রেম, আর সেই টানেই ভারতে এসে বিপাকে পড়েছিলেন পাক তরুণী। তবে তারপরেও নিজের দেশে ফিরতে চাননি তিনি। কিন্তু গেম-প্রেমের গল্প এবার বদলে গিয়েছে সাম্প্রদায়িক হুমকিতে। প্রথমে বালোচ জঙ্গিদের তরফে হুমকি দেওয়া হয়েছিল, ওই তরুণীকে পাকিস্তানে ফেরত পাঠানো না হলে সেখানে রক্তগঙ্গা বইবে। এই ঘটনার প্রতিশোধ নিতে ধর্ষণ করা হবে হিন্দু মেয়েদের, খুন করা হবে ওই এলাকার হিন্দু বাসিন্দাদের। আর এবার ভারচুয়াল মিডিয়াতে ভিডিও পোস্ট করে নয়, সরাসরি মুম্বই পুলিশকে ফোন করেই দেওয়া হল হুমকি। মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে ফোন করে উর্দু ভাষায় রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সীমা হায়দারকে পাকিস্তানে ফেরত না পাঠালে আরও একটা ২৬/১১ দেখবে ভারত।
আরও শুনুন: পাক তরুণীকে না ফেরালে ধর্ষণ হিন্দু মেয়েদের, গেম-প্রেমের ঘটনায় হুমকি বালোচ থেকে
অনলাইন গেম খেলার সূত্রে নয়ডার ২২ বছরের তরুণ শচীন মিনার সঙ্গে আলাপ হয়েছিল সীমার। আলাপ থেকে ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। সীমার রাজমিস্ত্রি স্বামী সৌদিতে থাকতেন। চার সন্তানকে নিয়ে পাকিস্তানে একাই থাকতেন বছর তিরিশের সীমা। প্রেমের টানে সংসার ছেড়ে শেষ পর্যন্ত প্রেমিকের কাছে চলে আসার ঝুঁকি নেন তিনি। পাসপোর্ট ভিসার পরোয়া না করেই সন্তানদের নিয়ে ভারতে পালিয়ে আসেন সীমা। কিন্তু বেআইনিভাবে অনুপ্রবেশের জেরে ওই পাক তরুণীকে আটক করে পুলিশ। তাঁকে আশ্রয় দেওয়ার কারণে গ্রেপ্তার করা হয় তাঁর প্রেমিককেও। সম্প্রতি জামিন পেয়েছেন দুজনেই। এদিকে আগেই মোদি সরকারের কাছে স্ত্রীকে ফেরানোর আরজি জানিয়েছিলেন তাঁর স্বামী। কিন্তু সীমা সাফ জানিয়েছিলেন, তিনি আর পাকিস্তানে ফিরতে চান না। তাঁর স্বামী তাঁর উপরে অত্যাচার করতেন বলেও দাবি ওই পাক তরুণীর। তাই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে এ দেশেই থেকে যেতে চেয়েছেন সীমা হায়দার।
আরও শুনুন: স্ত্রীর হাতে ‘তিন তালাক’ আইন, বান্ধবীর অস্ত্র ‘লাভ জিহাদ’! ফাঁপরে পড়ে হিন্দু হতে চান মুসলিম যুবক
কিন্তু ওই তরুণী কী চান, সে কথায় গুরুত্ব দিতে নারাজ কেউই। অভিযোগ, ইতিমধ্যেই প্রাণনাশের বেশ কয়েকটি হুমকিও পেয়েছেন যুগল। তার উপরে সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বালোচ জঙ্গিদের ওই হুমকি ভিডিও। আর এবার মুম্বই পুলিশকে হুমকি দেওয়া হল, সীমাকে পাকিস্তানে ফেরত না পাঠালে আবার জঙ্গি হামলা হবে মুম্বইয়ে। আরও একটা ২৬/১১ দেখতে হবে ভারতকে। এমনিতে মাঝে মাঝেই এমন হুমকি ফোন পেয়ে থাকে পুলিশ। তবে এই ইস্যুতে তড়িঘড়ি তদন্ত শুরু করা হয়েছে। কাঁটাতার পেরোনো এই প্রেমকাহিনি যেভাবে অন্য মোড় নিয়েছে, তাতে বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখছে মুম্বই পুলিশ।