আজব কাণ্ড করলেন এক যুবক। একখানা মামলা করবেন ঠিক করেছেন। না, মামলা করা তেমন নতুন কিছু নয়। কিন্তু মামালাটি তিনি করলেন বেশ অদ্ভুত কারণে। কী কারণ জানেন? ডেটিং অ্যাপে নাকি পছন্দসই সঙ্গিনী মিলছে না। অবাক হচ্ছেন! আসুন তাহলে পুরো গল্পটা শুনেই নেওয়া যাক।
সম্পর্কের রসায়ন আজকাল বেশ বদলে গেছে। চোখে চোখ পড়া থেকে শুরু, তারপর মনে মিশবে মন- সেই পুরনো পন্থায় এসেছে বদল। একটু একটু করে অপরিচিতাকে জানার বদলে এখন নাড়িনক্ষত্র জেনে নিয়ে তবেই সম্পর্ক গড়ার দিকে এগোন কেউ। সৌজন্যে ডেটিং অ্যাপ। সেখানে প্রোফাইল ঘোরা মানে একজন মানুষকে অনেকটাই জেনে বুঝে নেওয়া। তারপর যদি মনে হয়, এর সঙ্গে আমার মনের মিল হতে পারে, তবেই সাহস করে পা বাড়ানো। প্রথমে আলাপ। একে অন্যের সঙ্গে সময় কাটানো। দুই মন একে অন্যতে নিবিষ্ট হলে তারপর নাহয় বাকি কথা ভেবে দেখা যাবে। এই হল আজকালকার সম্পর্ক গড়ার ফর্মুলা। তা এতে বহুজন উপকৃত হলেও, এক যুবক কিন্তু বেজায় হতাশ হয়েছেন। ডেটিং অ্যাপে বিস্তর খোঁজাখুঁজি করেও মেলেনি মনের মতো সঙ্গিনী। আর তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন মামলা করবেন ওই অ্যাপটির বিরুদ্ধে।
আরও শুনুন: ৪০০ বছর ধরে সমুদ্রে ঘুরে চলেছে ভূতুড়ে জাহাজ! কী এই রহস্য?
মার্কিন মুলুকের এই যুবকের নাম ইয়ান ক্রশ। বয়স ২৯ বছর। সঙ্গিনীর খোঁজেই তিনি একটি ডেটিং অ্যাপে নাম লিখিয়েছিলেন। সে পদ্ধতি মোটেও সোজা কিছু ছিল না। অনেক পরীক্ষা-নিরীক্ষার পরেই সেখানে জায়গা মিলেছিল। পকেট থেকে রেস্তও খসেছিল ভালো। কিন্তু এরপরেই শুরু হল গোলমাল। অ্যাপের অন্দরে প্রবেশ করে তিনি দেখলেন, যেভাবে বিজ্ঞাপন করা হয়েছিল, তা ঠিক নয়। কেননা অ্যাপে মহিলাদের সংখ্যা বেশ কম। অনেক খোঁজাখুঁজি করেও তাই তিনি মনের মতো সঙ্গী পাননি। সে কথা সংস্থাটিকে জানান। যে তাঁর বয়সের সঙ্গে মানানসই মাত্র ৫ জনকেই তিনি খুঁজে পাচ্ছেন। আরও বেশি সংখ্যক প্রোফাইল নথিভুক্ত থাকা উচিত। সংস্থাটি জানায় যে, তারা এই বিষয়ে ভেবে দেখছে। কিন্তু তারপরেও কিছু করা হয় না। শেষ অব্ধি নিজেকে প্রতারিত ভেবেছেন ওই যুবক। তাঁর মনে হয়েছে, বিজ্ঞাপনে প্রলুব্ধ করে, টাকাপয়সা নিয়েও অ্যাপটির যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবা দিচ্ছে না। আর তাই সংস্থার বিরুদ্ধেই তিনি মামলা করবেন বলে ঠিক করেছেন। আইনজীবী মারফত প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছেন। আপাতত এর ফয়সালা কী হবে, কীভাবে হবে, তা জানা নেই। শুধু এটুকুই বলা যেতে পারে, ঝক্কি ঝামেলা পেরিয়ে যুবকটি যেন তাঁর মনের মানুষকে খুঁজে পান।