সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির বক্তব্য ঘিরে বিস্ময় বাঁধ মানছে না নেটিজেনদের। অলিম্পিকে নীরজ চোপড়ার সোনা জয় থেকে সম্প্রতি রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন, সবকিছুই নাকি আগে থেকেই জানতেন তিনি- এমনটাই দাবি করেছেন ওই ব্যক্তি। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
আধুনিক যুগের ভবিষ্যদ্বক্তা। ভারতের নস্ত্রাদামুস। এমনই একাধিক তকমা জুড়ে গিয়েছে এই ব্যক্তির নামের সঙ্গে। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক সময়ের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার আগেই সেগুলি ঘটবে বলে ঘোষণা করেছিলেন তিনি। কেবল মৌখিক দাবি নয়, নিজের কথার সপক্ষে রীতিমতো প্রমাণও দিয়েছেন ওই ব্যক্তি। দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েই ওইসব ঘটনাগুলি ঘটবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। আর সেইসব পুরনো পোস্টের স্ক্রিনশট দেখেই নড়েচড়ে বসেছেন নেটিজেনেরা।
আরও শুনুন: ‘পোস্ত’, ‘মাছের ঝোল’, ‘রসগোল্লা’, ‘কুলের আচার’… মেনুকার্ড নয়, বাংলা ছবির নামই এখন ‘মুখরোচক’
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য সম্প্রতি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। শিক্ষিকা থেকে মন্ত্রী হওয়ার পর এবার রাইসিনার পথে পা বাড়িয়েছেন গ্রামের মেয়ে দ্রৌপদী মুর্মু। সব ঠিক থাকলে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেতে চলেছে দেশ। আর তাঁর রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে শামিল হওয়ার পরেই আলোচনায় উঠে এসেছে নীতিক্ষ শ্রীবাস্তবের নাম। প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা দ্রৌপদী মুর্মু-র মনোনয়ন পাওয়ার সম্ভাবনা যেখানে আঁচ করতে পারেনি রাজনৈতিক মহলের একাংশও, সেখানে ওই ব্যক্তি তাঁর নাম ঘোষণা হওয়ার কিছুদিন আগেই টুইট করে জানিয়েছিলেন দ্রৌপদী মুর্মু-র নাম। তিনি আরও বলেছিলেন, ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে সম্ভাব্য নাম দ্রৌপদীরই।
আরও শুনুন: অপমানের বদলা, রোলস রয়েস-কে জঞ্জালের গাড়ি বানিয়েছিলেন এই ভারতীয় রাজা
অবশ্য এই প্রথম নয়। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ক্ষেত্রেও নাকি একই কাণ্ড ঘটিয়েছিলেন শ্রীবাস্তব। ২০১৭ সালে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগের বছরেই নেটদুনিয়ায় একটি মত সংগ্রহের প্রয়াসে অংশ নিয়েছিলেন ওই ব্যক্তি। সেই অনলাইন পোলে সম্ভাব্য রাষ্ট্রপতির নামের তালিকাতেই ছিল না রামনাথ কোবিন্দের নাম। কিন্তু তালিকায় থাকা নামগুলির কোনোটিতেই সায় না দিয়ে শ্রীবাস্তব জানান, তৎকালীন বিহারের রাজ্যপাল, আরএসএস থেকে উঠে আসা, দলিত শ্রেণির প্রতিনিধি রামনাথ কোবিন্দের উপরেই বাজি ধরছেন তিনি।
কেবল রাজনৈতিক ক্ষেত্রই নয়, শ্রীবাস্তবকে ভবিষ্যদ্বাণী করতে দেখা গিয়েছে অন্যান্য ক্ষেত্রেও। ২০১৮ সালের আগস্ট মাসে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, অলিম্পিক থেকে মেডেল নিয়ে ফিরবেন নীরজ চোপড়া। বাস্তবে ২০২১ সালের টোকিও অলিম্পিকে অ্যাথলেটিক্স বিভাগে প্রথম সোনা আসে ভারতের ঝুলিতে। সৌজন্যে সেই হরিয়ানার ছেলেটিই।
দেখা যাচ্ছে, এমনভাবেই একাধিকবার গুরুত্বপূর্ণ কোনও ঘটনার নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছেন নীতিক্ষ শ্রীবাস্তব। এবার দ্রৌপদী মুর্মু-র সূত্রে সামনে এল সেইসব ঘটনাই। যা দেখে বিস্ময়ে হতবাক নেটিজেনরা।