শ্রীরামচন্দ্র আসলে আল্লার দূত। বিস্ফোরক দাবি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার। বিজেপি কেবল রাজনৈতিক মুনাফার জন্যই রামের নাম ব্যবহার করে চলেছে বলেও তোপ দেগেছেন এই মুসলিম নেতা। সব মিলিয়ে তাঁর মন্তব্যে উসকে উঠেছে বিতর্ক। আসুন, শুনে নেওয়া যাক।
গেরুয়া রাজনীতির ক্ষেত্রে শ্রীরামচন্দ্রের নাম যে বারেবারেই উঠে আসে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার কোনও বিজেপি নেতা নয়, এক মুসলিম নেতার মুখেই শোনা গেল রাম নাম। সম্প্রতি রামকে নিয়ে মন্তব্য করে কার্যত রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর দাবি, শ্রীরামচন্দ্র আসলে আর কেউ নন, স্বয়ং আল্লার দূত। মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই রামকে পাঠিয়েছিলেন আল্লা, এমনটাই মনে করেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান। তিনি আরও বলেছেন, রাম কেবলমাত্র হিন্দুদের দেবতা নন। মুসলিম বা খ্রিস্টান বা অন্য যে কোনও ধর্মের লোক, যাদের তাঁর প্রতি ভক্তি আছে, রাম তাদের সকলেরই দেবতা।
আরও শুনুন: রাহুলের মন্তব্যে বিপাকে কংগ্রেস! হাত-শিবিরের অন্দরেই অসন্তোষ, ফাঁস কিরেণ রিজিজুর
জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল প্যান্থারস পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্প্রতি উধমপুরে বক্তৃতা রাখছিলেন ফারুক আবদুল্লা। আর সেখানেই রামকে নিয়ে এহেন মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, রামের নাম ব্যবহার করে বিজেপি রাজনৈতিক ভাবে ফায়দা তুলতে চাইছে বলেও সাফ দাবি নেতার। তিনি বলেন, যারা বলছে তারাই কেবল রামচন্দ্রের প্রকৃত অনুগামী, তারা আসলে মূর্খ। তারা আসলে রামের নামকেই বিক্রি করতে চাইছে। এই রাজনৈতিক নেতারা আসলে রামের ভক্ত নয়, ক্ষমতার ভক্ত বলেও কড়া আক্রমণ শানিয়েছেন ফারুক আবদুল্লা। তাঁর মতে, চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে নজর রেখেই রাম মন্দিরকে হাতিয়ার করতে চাইছে বিজেপি শিবির। আর এইভাবেই ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দারিদ্র্য এবং অন্যান্য সমস্যা থেকে দেশের আমজনতার নজর ঘুরিয়ে দিতে চাইছে তারা। এই মর্মে তাই উপত্যকার মানুষকে আগাম সতর্ক করে দিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রামের নাম নিয়ে ধর্মীয় মেরুকরণের ফাঁদ পাতা হচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে সব মিলিয়ে, রাম ইস্যুতে এই মুসলিম নেতার মন্তব্যের জেরে আরও একবার বিতর্ক উসকে উঠল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।