নবনির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনাকে চড় মেরে বিতর্কে কুলবিন্দর। তবে অভিযুক্ত মহিলা জওয়ানের পাশেই দাঁড়িয়েছে পাঞ্জাব। কৃষকদের পর এবার পদক্ষেপের সিদ্ধান্ত আইনজীবীদেরও।
চড় কাণ্ডে কঙ্গনা যতই সুর চড়ান না কেন, কুলবিন্দরের পাশেই দাঁড়াচ্ছে পাঞ্জাব। সেখান থেকেই এবার নয়া আঘাতের মুখে পড়লেন নবনির্বাচিত সাংসদ-অভিনেত্রী। কঙ্গনা রানাউত এতদিন লাগাতার যেসব আক্রমণ শানিয়েছেন, পাঞ্জাব তা ভোলেনি। আর সেই অপমান ভুলে যেতেও যে তাঁরা রাজি নন, সে কথাই এবার বুঝিয়ে দিচ্ছেন পাঞ্জাবের নাগরিকেরা। অপমানের প্রতিবাদে চড় মারা নিয়ে হঠকারিতার অভিযোগ উঠেছে, কিন্তু এবার সেই প্রতিবাদ জারি রেখেই ধীরস্থির সিদ্ধান্ত নিলেন সে রাজ্যের আইনজীবীরা। কঙ্গনার বিরুদ্ধে সরাসরি আইনি পথেই হাঁটলেন তাঁরা।
আরও শুনুন: শরীর দেখালেই জেলে পোরার হুমকি বিজেপির! এবার কঙ্গনাকে চড় মারায় কী বলছেন উরফি?
বিমানবন্দরে কঙ্গনা রানাউতকে চড় মারার পর মহিলা জওয়ান কুলবিন্দর কৌর জানিয়েছিলেন, কৃষক আন্দোলনের সময় কঙ্গনার বিতর্কিত মন্তব্যের কারণেই তাঁর এই প্রতিবাদ। কুলবিন্দরের পরিবারের কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত। বিক্ষোভকারী কৃষক মহিলাদের সঙ্গে রাস্তায় নেমে ধর্নায় বসেছিলেন তাঁর মা-ও। অথচ সেই কৃষক আন্দোলন নিয়েই কম কটাক্ষ করেননি কঙ্গনা। এমনকি তিনি এও বলেছিলেন যে, ১০০-২০০ টাকার বিনিময়ে আন্দোলনে এসেছেন এই মহিলারা। এই সব মন্তব্য নিয়েই যে পাঞ্জাব অসন্তোষ জিইয়ে রেখেছিল, কুলবিন্দর কাণ্ডে বিস্ফোরণ ঘটল তারই।
তাই প্রথমেই কুলবিন্দরের পাশে দাঁড়িয়ে ইনসাফ যাত্রার ডাক দিয়েছিলেন সে রাজ্যের কৃষকেরা। আর এবার আইনজীবীরা সরাসরি আইনি পথেই হাঁটলেন। পুলিশের দ্বারস্থ হয়ে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ লইয়ারসের প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, কঙ্গনার এহেন মন্তব্য আসলে উসকানিমূলক। একটি সম্প্রদায়ের বিরুদ্ধে এমন মন্তব্য ছুড়ে শান্তিভঙ্গের প্ররোচনা দিচ্ছেন সাংসদ, অভিযোগ আইনজীবীদের।
আরও শুনুন:
ডিউটিতে চড় মেরে বিতর্কে! নিজের পেশা আর উর্দির জন্য তবু গর্বিত কুলবিন্দর
কুলবিন্দরের প্রতিবাদের বিষয়টিকে মাথায় রেখেও অনেকেই প্রতিবাদের ধরন নিয়ে দ্বিধায় পড়েছেন। উর্দি পরে এমন কাজ করাকে হঠকারিতা বলেই মনে হচ্ছে কারও কারও। তবে আইনজীবীরা কিন্তু এমন আকস্মিক প্রতিবাদের পথে হাঁটেননি। তাঁরা কুলবিন্দরের পাশে থাকার বার্তা দিয়েছেন, তবে তাঁর প্রতিবাদকে আরও সংহত ও সংযত পথে এগিয়ে দিয়েই তাঁরা বোঝালেন, কঙ্গনার ছুড়ে দেওয়া অপমানের জবাব দিতে জোট বাঁধছে পাঞ্জাব।