অনেকেই পেয়েছিলেন প্রথম ডোজ। কিন্তু দ্বিতীয় ডোজের জন্য সবাই হা পিত্যেশ করে বসে ছিলেন। কিন্তু এবার কলকাতার নাগরিকদের জন্য সুখবর। কলকাতা পুরসভার উদ্যোগে তিন এবং চার আগস্ট প্রায় তিরিশ হাজার নাগরিককে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেবে, কলকাতা পুরসভা। মেগাসেন্টারের মাধ্যমে মিলবে টিকা। শুনে নিন, কোথায় কীভাবে মিলবে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ শুনে নিন।
সামনেই আসছে করোনার তৃতীয় ঢেউ। ডাক্তার থেকে বিজ্ঞানী সবাই বারবার জোর দিচ্ছেন ভ্যাকসিনের দুটো ডোজ নিতে। অনেক ক্ষেত্রে অন্তত একটা ডোজও খানিক সুবিধে দেবে। দুটো ডোজ নিলে সংক্রমণের আশংকা কমে যায় অনেক। বাংলায় ভ্যাকসিন নিয়ে সমস্যা ছিল বেশ কিছু। এর আগে জানানো হয়েছিল, যে এখানের জনসংখ্যা এবং জনঘনত্বের অনুপাতে যথেষ্ট ভ্যাকসিন পাওয়া যায়নি। সেই নিয়ে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা এবং অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকারি কর্মীদের বিধানসভা ভোটের আগেই দেওয়া হয়েছিল কোভ্যাকসিনের অন্তত দুটো করে ডোজ। ভারত বায়োটেকের এই টিকার দ্বিতীয় ডোজ পেতে প্রায় নাভিশ্বাস উঠছে প্রাপকদের। অনেকেই কোভ্যাক্সিনের প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় হা পিত্যেশ করে ছিলেন তাঁদের জন্য সুখবর।
আরও শুনুন: Vaccine বিনে নয় Love Scene, করোনার দিনে বদলেছে Dating
গত সপ্তাহে কলকাতায় এসেছে কোভ্যাক্সিনের ভায়াল। আজ মঙ্গল এবং আগামীকাল বুধবার, এই দুদিন শহরের আঠারোটি মেগাসেন্টারে তৈরি হয়েছে ৬১টি টিকাদান কেন্দ্রও। এই টিকাকরণ কর্মসূচি আয়োজন করছে কলকাতা পুরসভা। তাঁদের লক্ষ্যমাত্রা এই দুদিনে অন্তত তিরিশ হাজার নাগরিককে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান করবে। সেই মতো প্রস্তুত কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ।
আজ মঙ্গলবার পনেরো হাজার একশো আশিজন, এবং বুধবার তেরো হাজার দুশো আশিজনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
এই ৬১টি টিকাকেন্দ্র ছাড়াও পুরসভার অন্য ১৪৮টি টিকাকেন্দ্রে আগের মতোই কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় দুই ডোজ পাওয়া যাবে। হয়রানি এড়াতে পুরসভা এখন চালু করেছে কুপন সিস্টেম।
তবে যদি দেখা যায় যারা কোভ্যাক্সিন-এর প্রথম ডোজ নিয়েছেন, কিন্তু অনিবার্য কারণবশত তাঁরা সবাই মঙ্গল এবং বুধবার এসে পৌঁছতে পারলেন না, সে ক্ষেত্রে এই বিশেষ টিকাকরণ কর্মসূচি চালানো হবে বৃহস্পতিবার পর্যন্ত। এমনই জানিয়েছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশাসক অতীন ঘোষ।
আরও শুনুন: Boiled Water: জল বেশি খেলেও কি বিপদ? বর্ষায় কি জল ফুটিয়ে খাবেন?
তৃতীয় ঢেউ আসার আগে কোভিডের টিকা দেওয়ার ক্ষেত্রে কোনওরকম ঢিলেমি দিচ্ছেনা পুরসভা। সোমবার আগস্ট মাসের প্রথম দিন থেকে বেড়েছে আরও এগারোটি টিকাদান কেন্দ্র। এর আগে পুরসভার টিকাকেন্দ্র ছিল ১৯৪টি, সোমবার থেকে তা বেড়ে হয়েছে ২০৫টি।
আপনি কলকাতার যে প্রান্তেই থাকুন না কেন, আপনার বাড়ির কাছাকাছি টিকা নেওয়ার জন্য পুরসভা নির্ধারিত মেগা সেন্টার কোনগুলো সেগুলোর তালিকা জেনে নিন-
উত্তর কলকাতার জন্য রয়েছে,
চিতপুরের গীতাঞ্জলি কমিউনিটি হল
সিঁথির মুক্তধারা কমিউনিটি হল
হাতিবাগানের স্টার থিয়েটার
চোরবাগান এলাকায় চোরবাগান কমিউনিটি হল
বেনিয়াটোলার মেয়ো হাসপাতাল
নীল মাধব লেনের বরো ৫ কমিউনিটি হল
মধ্য কলকাতার
সুরেন্দ্রনাথ কলেজ
নিউমার্কেটে রক্সি সিনেমা
ময়দান চত্বরে কেএমসি ময়দান টেন্ট
দক্ষিণ কলকাতার জন্য রয়েছে
ট্রাঙ্গুলার পার্কার একদম গায়ে শরৎ স্মৃতি সদন
মনোহরপুকুর রোডে উত্তম মঞ্চ
গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজ
ক্যানেল রোড কমিউনিটি
তারাতলা বাস ডিপো
বরো ১৫ অফিস
বরো ১৬ হেলথ অফিস
পূর্ব বড়িষায়, জেমস লং সরণিতে আবাহন কমিউনিটি হল
এই টিকাকেন্দ্রগুলোতে গেলেই মিলবে আপনার কাঙ্ক্ষিত কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। করোনার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে দেরি না করে আজই টিকাকেন্দ্রগুলি থেকে নিয়ে ফেলুন নিজের দ্বিতীয় ডোজের টিকা।