দেশজুড়ে ফের নোটবন্দি। এবার বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট। সম্প্রতি এমনই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে সাধারণ মানুষের উপর এর প্রভাব ঠিক কতটা পড়বে, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। অনেকেই মনে করছেন নতুন করে চালু হতে পারে ১০০০ টাকার নোট। এ প্রসঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম। ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নিই।
বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কেন্দ্রের নতুন সিদ্ধান্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। অনেকের মনেই ফিরেছে ২০১৬ সালের নোটবন্দির স্মৃতি। সে বছর নভেম্বর মাসে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল মোদি সরকার। যার ফলে তোলপাড় হয়েছিল গোটা দেশ। ৭ বছর পর ফের নোটবন্দির সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। তবে এবার আর নোট বদল নয়। ২০০০ টাকার নোটে লেনদেন সম্পূর্ণ ভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে আরবিআই।
আরও শুনুন: ১ লক্ষ ভারতীয় নোটে আছে বেজায় গণ্ডগোল! প্রকাশ্যে এনে তাক লাগালেন ব্যক্তি
ইতিমধ্যেই মোদি সরকারের এই সিদ্ধান্ত ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে। দেশের অর্থনীতিতে এর প্রভাব ঠিক কতটা পড়বে, তা নিয়ে আলোচনা শুরু করেছে বিভিন্ন সংবাদমাধ্যমগুলিও। সেখানেই উঠে এসেছে পুরনো নোট ফিরে আসার প্রসঙ্গ। ২০১৬-র নোটবন্দীর সময় বন্ধ হয়েছিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। সেক্ষেত্রে নতুন করে চালু হয়েছিল ৫০০ টাকার নোট। কিন্তু ১০০০ টাকার নোট আর নতুন রূপে প্রকাশ পায়নি। তাই অনেকেই মনে করছেন ফের চালু হতে পারে ১০০০ টাকার নোট। নতুন ৫০০ টাকার মতো এই নোটের আকার আকৃতিতেও বদল আনা হতে পারে। এমনকি এ প্রসঙ্গে মন্তব্য রেখেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরমও। ১০০০ টাকার নোট ফিরে আসার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর মতে, ২০১৬ সালে নোটবন্দীর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন নোটের কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। এক্ষেত্রেও তেমনটাই হতে পারে বলে মনে করছেন প্রাক্তন মন্ত্রী। নতুন করে ১০০০ টাকার নোট চালু হলে বিশেষ অবাক হবেন না তিনি, এমনটাও জানিয়েছেন। একইসঙ্গে ২০০০ টাকার নোট প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, সাধারণ মানুষ এই নোট খুব বেশি ব্যবহার কখনই করেননি। বরং কালো টাকা জমিয়ে রাখার ক্ষেত্রে বিশেষ কাজে দিয়েছে এই নোট।
আরও শুনুন: লক্ষ্মী-গণেশ, শিবাজি, নেতাজি পেরিয়ে এবার মোদিজি… নোটের ছবি নিয়ে পরামর্শ বিজেপি নেতার
যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে ২০০০ টাকার নোট জমা দেওয়া নিয়ে অযথা উদ্বিগ্ন না হতে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করা যাবে। একসঙ্গে ২০ হাজার টাকা পর্যন্ত ২০০০ এর নোট জমা করা যাবে। তাই ২০১৬-র নোটবন্দির মতো পরিস্থিতি এক্ষেত্রে তৈরি হবে না বলেই মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি দেশের সমস্ত ব্যাঙ্ক যেন এই কাজে গ্রাহকদের সহযোগিতা করে, এমন নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।